![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
বইমেলার সময় মনে একটা আনন্দ থাকে। এই আনন্দ ছোট না, বিরাট বড় ধরণের আনন্দ।
তো এই আনন্দ নিয়া পুরা এক মাস কাটান, বুঝেন অবস্থা।
দৃষ্টিনন্দন প্যাভিলয়ন
স্টল ভর্তি বই বই আর বই
প্রিয় লেখক
প্রিয়জনের সাথে সময় কাটানো
হাসি খুশী লেখক ক্রেতা
সব মিলিয়ে একটা ছড়াছড়ি অবস্থা আর কি! যে দিনকাল পড়সে তাতে আর যাই হোক পুরা ২৮ দিন আপ্নে আনন্দে থাকেন এটাই বিরাট ব্যাপার।
মেলা কাছাকাছি আইসা পড়সে।
মনে সেই আনন্দ আয়োজনের আগমনী ধ্বনি শুনতাসি!
তয় এই মেলায় হয়ডা কি!
বই বাইর হয়
লেখকরা হাটে ঘুরে, কিছু ক্রেতা আসে
তারা বই কেনে
আতলামি ছাগলামি
নির্মল আনন্দ
খানা দানা
সেলফি বাজি চলে নিরন্তর। মানুষ এসবে ব্যাপক ভাব লইয়া অংশ নেয়।
কেউবা আবার ঠ্যালায় ঘোরতে আর খুশীতেও আসে বইমেলায়!!
আমারতো মনে অয় এই ক্যাটাগরির মানুষই বেশী আসে।
হা হা হা। যাইহোক-
শীতের যাই যাই এই সময়টায় মেলা হয়-
মেলার মইধ্যে পড়ে ফাল্গুন
হলুদ আর রঙের বাহারে সাজে শহরের অলিগলি। মেলা প্রাঙ্গণও বাদ যায় না, বরং উচ্ছ্বাসটা সেখানেই বেশী দৃশ্যমান হয়
আছে ভ্যালেন্টাইন ডে
পাতা ঝরা দিন
সব মিলাইয়া কেমন একটা ভালো লাগা শান্তি স্বস্তি আর সুখ ঘিরে থাকে পুরা প্রকৃতি জুইড়াই
আমি আপ্নে সে সবের অংশ হই
এইতো
আমাদের বইমেলা।
আমরা আবার তারে আদর কইরা কই প্রাণের বইমেলা।
এর মাঝে একুশ খুব কমই আছে।
৫২
ভাষা
ইতিহাস
শৌর্যের দেখা তেমন নাই। সেই আলাপ আলুচনা কামে কাইজেরও তেমন অগ্রগতি নাই। এই আফসোস লইয়াও আমরা আশাবাদী হই। ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যাই চর্চা সৃজনশীলতার আর যাপিত জীবনের চালচিত্র-
#নগরে_সাধু
১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৪
নীলসাধু বলেছেন: অনেক। যথাযথ সম্পাদনা করে বই প্রকাশ হয় না আমাদের দেশে।
এর আরও কারণ আছে।
তবে একহিসেবে পৃথিবী ভরা নীচুমানের বহু জিনিসে। শুধু বই নিয়ে বলে কি হবে?
এই উচু নিচু নিয়েই সবকিছু।
২| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৭
শেরজা তপন বলেছেন: খুব কাছে থেকেও বই মেলায় যাব যাব করে যাওয়া হয় না
১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৮
নীলসাধু বলেছেন: বলেন কি!
আপনার সাথে তো আমার দেখা হয়নি।
এবার আসবেন।
আড্ডা হবে।
আমরা বইমেলায় সাধারণত আড্ডা গেট টুগেদার দেখাসাক্ষাত ইত্যাদিই করি বেশি। আমরা বাণিজ্যিক প্রকাশনা সংস্থা নই, এটা আমাদের পিআর এর কাজ ধরতে পারেন। মেলার সময়টা আমরা নির্মল আনন্দে কাটাই।
৩| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৩
নয়ন বড়ুয়া বলেছেন: শীঘ্রই দেখা হবে নীল দা...
১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৯
নীলসাধু বলেছেন: অবশ্যই। কথা হবে - আড্ডা হবে।
৪| ১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:১২
রানার ব্লগ বলেছেন: আমাদের মতো নিচু মানের কিছু লেখক আছেন বলেই উঁচু মানের লেখকরা ভাত পাচ্ছে । কারন সব সময় বিরিয়ানী খেলে পেটে অম্বল হতেই পারে তখন হজমি টজমি দরকার পরে ।
১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:২০
নীলসাধু বলেছেন: কে উচু কে নিচু এইসব ভেবে লাভ নেই। এইসব নেগেটিভ মানুষের চিন্তা। আমি বা আপনি আমাদের প্রথম কাজ হলো নিজের কাজটি করে যাওয়া।
যারা এইসব বলে তারা দেখবেন বলছেই শুধু, এই বলার লোকই ৯৯ ভাগ। সুতরাং ...
৫| ১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫২
এম ডি মুসা বলেছেন: টাকা হইলে বই ছাপানো যায় এখন প্রকাশনী মান বোঝেনা!: লেখার মান বুঝে না সম্পাদক নিজেই যদি হয়ে থাকেন না জানা মানুষ তাহলে সেখানে কি করে তিনি অন্যের লেখাকে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন!
যেমন আগের যুগে করবি যারা ছিল তাদের সম্পাদনা পালন করছেন অন্য একজন কবি জাতীয় পুরস্কার প্রাপ্ত কবি। অনুচ্ছেদ তারা লিখছেন বইটা পড়ছেন এবং সেটার প্রশংসা করছেন।
২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫২
নীলসাধু বলেছেন: হুম।
৬| ২০ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৫:১৭
নিউটনিয়ান বলেছেন: প্রচ্ছদটা সুন্দর
২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫২
নীলসাধু বলেছেন: থ্যাংকু।
এটা চারুর করা। চারু পিন্টু।
৭| ২০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১০
বিজন রয় বলেছেন: এবারের বই মেলায় আপনার প্রতিষ্ঠান থেকে কতগুলো বই বের হবে?
আপনার নিজের কোনো বই বের হচ্ছে?
২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫১
নীলসাধু বলেছেন: নাহ, আমার নিজের কোনো বই এবার প্রকাশিত হচ্ছে না।
অন্যদের বই প্রকাশ করতে গিয়ে এখন আর নিজে লেখার সময় পাই না।
আমাদের প্রকাশনা থেকে এবার খুব অল্প কাজ করছি।
১৫/১৬ নতুন বই প্রকাশিত হতে পারে।
কিছু রিপ্রিন্ট হচ্ছে।
ধন্যবাদ জানবেন,
শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪১
সোনাগাজী বলেছেন:
বইমেলার কতভাগ বই নীচু মানের?