নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
সায়েন্স ফোরাম ২১ জাপান এর উদ্যোগে ও হরাইজন ফুয়েল সেল কোং লি: জাপান এর সহযোগিতায় সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা এক রঙা এক ঘুড়ির
We Read Science Book
প্রজেক্ট!
এ দিনে আমরা ঘুড়িরা গিয়েছিলাম শ্রীপুর এর সিঙ্গারদিঘী উচ্চ বিদ্যালয়ে।
শিশুদের সাথে দিনমান খুবই আনন্দ সময় কাটিয়ে এসেছিলাম।
সিঙ্গারদিঘী উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রীদের। তাদের প্রাণবন্ত উপস্থিতি/অংশগ্রহণ আমাদের সাহস ও স্বপ্ন জুগিয়েছে। করোনার পর হতে আপাতত এই প্রজেক্ট হোল্ড করে রেখেছি আমরা। যে কোনো মাস হতে আবার শুরু হবে এর কার্যক্রম।
সুপ্রিয় কলামিস্ট ও সমাজকর্মী সাইদ ভাই সহ স্কুলের প্রধান শিক্ষক জনাব সুরুজ্জামান ও সংগঠক জনাব আবুল কালাম আজাদ সহ স্থানীয় সাংবাদিক, সাহিত্যিক সহ আরো অনেকে সেদিন আয়োজনে যুক্ত হয়েছিলেন।
Proj. We Read Science Books
Supported By: Science Forum 21 Japan
Sponsor: Horizon Fuel Cell Japan Co. Ltd.
Implementing By: Ek Ronga Ek Ghuri - EREG
২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৭
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।
২| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:৫০
কামাল১৮ বলেছেন: বিজ্ঞানের বই পড়লেই হবে না,আসন বিষয় হলো বিজ্ঞান মনস্ক হওয়া।
২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৭
নীলসাধু বলেছেন: সঠিক।
শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ।
৩| ২১ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৬:১৬
আহমেদ জী এস বলেছেন: নীলসাধু ,
প্রশংসনীয় এবং মহতী একটি উদ্যোগ ।
দিন - তারিখ দেয়া নেই তবে লেখা থেকে অনুমান করি উদ্যোগটি করোনাকালের আগের। ছবিতে ক্যাপশান থাকলে ভালো লাগতো।
২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৯
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইলো আহমেদ জী এস ভাই।
জ্বি এটা আগের। করোনার সময় বন্ধ হয়ে যায়। আবার শুরু হবে।
ধন্যবাদ।
৪| ২১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৬
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সুন্দর উদ্যোগ। শুভ কামনা রইল।
২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৮
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ।
৫| ২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪২
বিজন রয় বলেছেন: অনেক সুন্দর একটি কার্যক্রম।
কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব!!
অব্যাহত রাখুন।
২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৭
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।
আন্তরিক ধন্যবাদ।
৬| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: ওকে। গুড।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:২২
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার দাদা। আপনাদের কার্যক্রমের জন্য সবসময় শুভ কামনা জানাই...