নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

এই নগরে ভাঁটফুলের রেণু কোথায়!

৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৫




এলোমেলো তৃষ্ণা নিয়ে ঘরে ফিরে পৃথু,
হাওয়ায় উড়ে কূর্চির শাড়ির আচল।
টুপটাস ছেড়া বোতাম।
ছি! ছি!
কূর্চির ঠোটে মুখে আর্য নকশার সারি সারি মিছিল! মেঘজলে ভিজে যায় ভাঁটফুলের রেণু ...


কূর্চি এবং রোদছায়ার গল্প
.....
বইমেলা, প্রজেক্ট, প্রকাশনা ইত্যাদি নিয়ে ঝড়ের মতোন দিন কাটাচ্ছি। কিসের কবিতা কিসের কি!
তবু কূর্চির কথা মনে হয়। কবিতার কথা ভাবি।
বইমেলার সাথে কবিতা
কবিতার সাথে প্রেম
প্রেমের সাথে
প্রকৃতি
মানুষ
বিবশ অনুরণনে ভেসে চলা।
যাযাবর প্রজাপতি উড়ে যায়। এই নগরে ভাটফুলের রেণু কোথায়...


#নগরেসাধু
২৯০১২০১৯




অফ টপিক
এই ব্লগের অনেক ব্লগার (যাদের কোনোদিন বই প্রকাশিত হয়নি এবং হবার সম্ভাবনাও নেই) তারা বইমেলা এলে যাদের বই প্রকাশ হচ্ছে এবং যারা বইমেলা নিয়ে নানা পোষ্ট দেয় তাদেরকে মন্তব্যে টিকা টিপ্পনি কাটে। আমাকে উদ্দেশ্য করেও কয়েকজন এমন কমেন্ট করেছে যে আমরা নাকি বইমেলার সময় এসে ব্লগে বিক্রি বাড়াবার চেষ্টা করি করি। এইসব ছাগল, তেলবাজ আর স্বার্থান্ধ পাগলেরা জানে না বইমেলা শুধু এই ব্লগের দুই চাইরজন ব্লগারের জন্য আসে না। এই মেলার সাথে আরও শত হাজার ইস্যু জড়িত। তারা তাদের খাঁচায় থাকে আর ভাবে আমরা সবাই এমনই এক খাঁচায় হয়তো থাকি আর তাদের মতোন নিজের **** নিয়ে ভাবি। এদের ধারণা নেই অমর একুশে বইমেলা বাঙ্গালীর প্রাণের মেলা। বইয়ের উৎসব। পৃথিবীর একমাত্র বইমেলা যেটা মাসব্যাপী চলে। বইমেলা নিয়ে আরও অনেক কথা বলা যায়। সেইসব আর বললাম না তবে যাদের বই প্রকাশিত হয়েছে বা হবে তারা অবশ্যই ব্লগের এই ছাগলগুলোকে অবজ্ঞা করে আপনি আপনার নিজের বই নিয়ে কথা বলুন, বইমেলা নিয়ে কথা বলুন। প্রাণের উৎসবে সামিল হোন এই প্রত্যাশা রইলো।

এই নগরে ভাঁটফুলের রেণু নেই
এই নগর ভরা কীটে।

নীলসাধু

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৪

মোগল সম্রাট বলেছেন:


কূর্চি জানেনা তার এলো চুলেই জড়িয়ে আছে ভাটফুলের রেণু

শুভকামনা ।

৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৩

নীলসাধু বলেছেন: আহা।
রেণু মাখলে কিরাম লাগবে ভাবতেই শান্তি শান্তি ভাব টের পাচ্ছি। হা হা।

২| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৮

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক শুভ কামনা জানাই নীল দা
ভাল থাকবেন--------------

৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩২

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা আলমগীর ভাই।

৩| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৪

এম ডি মুসা বলেছেন: শুভ কামনা, ভালো বই একবার পড়লে আবার পাঠক সেই লেখকেরই খোঁজে,

৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩১

নীলসাধু বলেছেন: অবশ্যই। ভালো লেখা পাঠককে তার বইয়ের দিকে নিয়ে যাবেই।

৪| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৭

নয়ন বড়ুয়া বলেছেন: দেখা হবে নীল দা...
শুভ কামনা সবসময়...

৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩০

নীলসাধু বলেছেন: হু, দেখা হবে নয়ন।

৫| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: ছাগল তেলবাজ এবং ধান্দাবাজ কে এটা আমরা জানি।

৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩০

নীলসাধু বলেছেন: তালিকায় প্রথম দিকে আপনি আছেন।

ধন্যবাদ।

৬| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

মেঠোপথ২৩ বলেছেন: বই লিখলে সমালোচনা সহ্য করার মানসিকতাও থাকা প্রয়োজন। সমালোচনা করা মানেই তারা তেলবাজ, ছাগল এটা কেমন কথা ?

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৬

নীলসাধু বলেছেন: চাপ নিয়েন না।
হা হা

পোষ্টে কোথায় বলেছি লেখক কে তার লিখিত কোন গল্প বা উপন্যাসের বা লেখার জন্য সমালোচনা করা যাবে না। আপনি দেখাতে পারবেন পোষ্টের কোথাও এমন কিছু লেখা আছে কিনা?
আমি বলেছি বই প্রকাশ, প্রচারণা, বইমেলা, ইত্যাদি ইস্যুতে পোষ্ট দিলে অনেকে টিকা টিপ্পনী কাটে, এই আলাপে আপনি বই লিখলে সমালোচনা সহ্য করার কথা কীভাবে আনলেন?

৭| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

বিজন রয় বলেছেন: হা হা হা .......... মানুষ মানুষবে হিংসা করে বটে!

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৪

নীলসাধু বলেছেন: নিজেকে ছোট ভাবা ঠিক নয়। এই ব্লগের কিছু ব্লগার নিজেদের সেই দলে ফেলে রেখেছেন। নেতার সাথে আবার কিছু সংগী সাথেও আছে দেখি। তবে এতে করে ব্লগ এবং ব্লগারদের ক্ষতি হচ্ছে। সাধারণত ব্লগে বইমেলার সবময় ব্যপক হৈচৈ হতো। এখন আর এমন দেখা যায় না। এটা হতাশার।

৮| ৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৩:১৮

জনারণ্যে একজন বলেছেন: ভাঁটফুলের সাথে আমার প্রথম পরিচয় সুনীল গঙ্গোপাধ্যায়ের " দ্বারভাঙা জেলার রমণী" কবিতাটি পড়ে। এর আগে এই ফুল হয়তোবাদেখেছি, কিন্তু নামে চিনতাম না।

"কুর্চি'র" সাথে প্রথম পরিচয় ও প্রেম বুদ্ধদেব গুহ'র হাত ধরে। লং ড্রাইভে গেলে শিমুল মুস্তাফার কণ্ঠে এই কবিতা আমি সবসময়েই শুনি।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৮

নীলসাধু বলেছেন: আহা প্রেম
থাকুক এই প্রেম
থাকুক সুনীল ভাঁটফুল
থাকুক কূর্চি আর বুদ্ধদেব
রুষা পৃথুরা
থাকুক প্রেমে

৯| ৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৩:৪৩

জনারণ্যে একজন বলেছেন: আপনার অফ টপিকের উপর আমার একটা অবজারভেশন আছে।

এই প্রবণতা তাদের মধ্যেই বেশি - না পড়ার অজ্ঞতা যারা লুকিয়ে রাখতে চান। সর্বসমক্ষে স্বীকার করতে হীনমন্যতায় ভোগেন যে, বই পড়ার অভ্যাস ওনার নেই। কিন্তু সেই অক্ষমতা, দুর্বলতা, অশিক্ষা, হীনমন্যতাবোধ পুষিয়ে দেন - এই অভ্যাস যাদেরআছে; তাদেরকে ক্রমাগত অপমান করার চেষ্টা করে।

দুর্বলে কিংবা অক্ষমের জীবনযাপনের খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া এটি।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫২

নীলসাধু বলেছেন: এই প্রবণতা তাদের মধ্যেই বেশি - না পড়ার অজ্ঞতা যারা লুকিয়ে রাখতে চান। সর্বসমক্ষে স্বীকার করতে হীনমন্যতায় ভোগেন যে, বই পড়ার অভ্যাস ওনার নেই। কিন্তু সেই অক্ষমতা, দুর্বলতা, অশিক্ষা, হীনমন্যতাবোধ পুষিয়ে দেন - এই অভ্যাস যাদেরআছে; তাদেরকে ক্রমাগত অপমান করার চেষ্টা করে।

হুম। এটা সত্য। এমন হয়।
বই না পড়লে একটা জীবন বৃথা।
ভালো থাকুন।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩১

মিরোরডডল বলেছেন:




কবিতার সাথে প্রেম
প্রেমের সাথে
প্রকৃতি
মানুষ
বিবশ অনুরণনে ভেসে চলা।
যাযাবর প্রজাপতি উড়ে যায়। এই নগরে ভাটফুলের রেণু কোথায়...


বাহ!!! কি সুন্দর অনুভুতির প্রকাশ!!

ভাটফুলের রেণু

একটা হার্ট ইমো দিতে চেয়েছি কিন্তু অপশন নেই :(

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫০

নীলসাধু বলেছেন: হার্ট ইমো নিলাম :)

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৪

যাযাবর১১১ বলেছেন: রাজীব নুর বলেছেন: ছাগল তেলবাজ এবং ধান্দাবাজ কে এটা আমরা জানি।
৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩০০

লেখক বলেছেন: তালিকায় প্রথম দিকে আপনি আছেন।

:P

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৩

নীলসাধু বলেছেন: হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.