নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
আজ লিটল ম্যাগ চত্বরের ব্যবস্থাপনা নিয়ে কথা বলছিলাম নিউজ২৪ এর সাথে।
বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা।
সত্য হচ্ছে প্রতিবছরই বইমেলা শুরু হয় কিছুটা অগোছালোভাবে। গত বছর সেই অগোছালো ভাবটা ছিল না, মোটামুইটি পরিপাটি ভাবেই শুরু হয়েছিল। এই বছর আবার আগের অগোছালো শুরুতে ফিরে গেছি আমরা।
এখনো অনেক স্টলের কাজ শেষ হয়নি। এইসব স্টলের নির্মাণ সম্পন্ন হতে আরও ২/১ লাগবে মনে হচ্ছে।
প্রতিবছরের মতো এবারও এই বইমেলা নিয়ে উচ্ছ্বসিত বইপ্রেমী ও পাঠক সমাজ। তবে এবারের মেলায় আসা দর্শনার্থীদের জন্য স্বস্তি নিয়ে এসেছে মেট্রোরেল। দ্রুত সময়ে যাতায়াতের জন্য মেট্রোরেল এখন সবার পছন্দের বাহন। তাই দূর এলাকা থেকেও এবার মানুষ বইমেলায় আসবে বলে মনে করছি আমরা।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৮
সোনাগাজী বলেছেন:
আপনার প্রকাশনী থেকে কয়টি বের হওয়ার সম্ভাবনা?
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৯
এম ডি মুসা বলেছেন: গল্পের বই আসল্ওে কবিতার বই নতুন প্রজন্ম হাবিজাবি বেশি আসে,, কবিতায় না আছে ছন্দ না আছে মিল,,দিন দিন পাঠক একবার কবিতার বই পড়ে আর কবিতার বই পড়তে আগ্রহ হারায় এই সব সম্পাদকের ভুলের কারণে হয়, আগের আমলে প্রকাশনা একটি কাব্যগ্রন্থ কবিতা গুলো একজন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত গুণীদের দ্বারা কবিতার বিচারকে কাছে পাঠানো হতো,, যদি তিনি ও িএকজন কবি কবিতার ভুল ত্রুটি নিয়ে কাজ হতো,, তিনিও প্রকাশনায় ভূমিকা লিখে ফেলতেন তার আসলেই ,, প্রকাশনাও বেড়েছে মুনাফ লোভে বই প্রকাশ করে ,, কি সঠিক কি বেটিক তার কোন ধার নেই
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫১
এম ডি মুসা বলেছেন: আপনার প্রকাশনা আছে? থাকলে তার নাম কী?
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২০
জনারণ্যে একজন বলেছেন: দেশে যাবো অল্প কয়েকটা দিনের জন্য। নেমেই কয়েক ঘন্টা পর থেকেই শুরু হবে ব্যস্ততা। ঢাকার বাইরে বেশ কয়েকটা শহরেও যেতে হবে।
কিন্তু বইমেলা মিস করা যাবেনা, যতই ব্যস্ততা থাকুক। এটা শুধু বই মেলা নয় - আমার তারুণ্যের-যৌবনের স্মৃতির অফুরন্ত ভান্ডার।
ধুলোর গন্ধ, চা খেয়ে প্রেমিকার গায়ের চাদরে মুখ মোছা, গলদা চিংড়ির মাথা ভাজার সেই ঘ্রান, সারা রাত ক্যাম্পাসে বন্ধুদের সাথে গল্প করে কাটিয়ে দেয়া - কিছুই ভুলিনি এখনো।
হয়তো কিছু পরিচিত মুখের সাথে দেখা হয়ে যাবে আবার। কিন্তু কখনোই সেই পুরোনো দিনের মতো করে নয়।
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:১৬
রানার ব্লগ বলেছেন: টাকারর বিনিময় বই ছাপা হলেও সম্পাদকের উচিৎ সম্পাদনা করেই বই প্রকাশ করা । সঠিক সম্পাদনার অভাবে মানহীন বই বাজারে আসছে , আমার মান হীন লেখাও কাল আসবে ।
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:১৭
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আপনার স্টল কি লিটল ম্যাগ চত্বরে?
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৫:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ কামনা রইলো।
৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভ কামনা আপনার প্রকাশনীর জন্য।
১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: বইমেলার জন্য মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে।
বৃষ্টিতে যেন বইমেলায় কোনো স্টলের ক্ষতি না হয় সেদিকে আগে থেকেই খেয়াল রাখতে হবে।
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৭
নয়ন বড়ুয়া বলেছেন: শুভ কামনা দাদা...