নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

আজ বইমেলায়

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১৪



আজ বইমেলায়
লিটল ম্যাগ চত্বরে লিটলম্যাগের অতীত বর্তমান ভবিষ্যত নিয়ে Ekushey Television - ETV এর সাথে কথা বলছিলাম।
ধন্যবাদ Ekushey Television-News

প্রিয় সহযোদ্ধা ভাই বন্ধুরা,
আগামীকাল বিকাল ৩ টায় বাংলা একাডেমির সচিব মহোদয়ের সাথে লিটল ম্যাগাজিন সম্পাদকদের একটি জরুরী সভা অনুষ্ঠিত হবে। সকল লিটল ম্যাগাজিন সম্পাদক বন্ধুদের উপস্থিত থাকতে অনুরোধ করছি।

সম্পাদক, মেঘফুল
অমর একুশে বইমেলা ২০২৪

ক্লিকবাজি শামস সুমন





ব্লগার লিলিয়ান এসেছিল ঘুড়িতে


মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমার প্রথম বইটা ছিলো লিটল ম্যাগ চত্বরে। বইমেলায় তাই লিটল ম্যাগ চত্বরের প্রতি আলাদা একটা মায়া কাজ করে।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২৮

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার দাদা...

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:২০

জনারণ্যে একজন বলেছেন: তা ব্রেশ, তা ব্রেশ।

ইয়ে, তো বলছিলুম কি, বইমেলায় প্রকাশ্যে বিড়ি টানার স্বপক্ষে কোনো বাণী প্রদান (সম্প্রদান কারকে) করেন নাই?

ও হ্যাঁ, আরেকটা কথা বলতেই ভুলে গেছিলাম| লজ্জিত এবং দুঃখিত সেজন্য- নিজের ঢোল নিজে যত কম পেটানো যায় ততই ভালো। ফেটে গেলে কি হয় নাহয় আবার……

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৭

নীলসাধু বলেছেন: জ্বলে নাকি!

সহ্য করেন। বেশি বেদিশা লাগলে দূরে থাকেন।
দৌড়ের উপর যাকে বলে।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৫৭

নিবারণ বলেছেন: আপনার প্রফাইলের ছবি আর এই ছবিতে অনেক তফাত।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৮

নীলসাধু বলেছেন: প্রোফাইলের ছবি অনেক আগের। তখন আমি মটূ ছিলাম।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: আসলেই বইমেলা আপনাদের জন্যই।
এই এক মাস আপনাদের দিন।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৮

সামরিন হক বলেছেন: অনেক শুভেচ্ছা রইল।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১০

লাইসিয়াম বলেছেন: এবার একুশের বইমেলায় গিয়েছি একদিন। চারটি বই কিনেছি। সব স্টল ঘুরে ঘুরে নতুন-পুরাতন লেখকদের প্রিয় বইগুলো কিনতে আবার যেতে হবে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০১

নীলসাধু বলেছেন: এই মেলা বই-প্রেমী, লেখক পাঠক বন্ধু শুভাকাঙ্ক্ষীদের মেলা। এ কারণেই এতো ইস্যু যুক্ত বলেই প্রাণের মেলা হয়ে উঠেছে।
ভালো থাকুন।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৮

প্রামানিক বলেছেন: লিটল ম্যাগ চত্তরটাই ছিল আমাদের মিলন মেলা। সেই স্মৃতিগুলো ভুলে যাওয়ার মত নয়।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২১

নীলসাধু বলেছেন: জ্বি প্রামানিক ভাই, এই চত্বর থেকেই বাংলা ব্লগের ব্লগারদের লেখা বইগুলো সারা দেশে ছড়িয়ে পরেছিল।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৫

নিবারণ বলেছেন: প্রোফাইলের ছবি অনেক আগের। তখন আমি মটূ ছিলাম। তাইতো দ্যাখতাছি। মেলায় যাইয়া, ব্লগের ছবির লগে মিলাইলে দ্যাখা যাইব একটা মোডা দেইখা একজনরে নীল সাধু বইলা, জড়াইয়া ধরছে কেউ গিয়া।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২০

নীলসাধু বলেছেন: হা হা

এই কাণ্ড হইলে মন্দ হয় না :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.