নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
(ছবিতে কয়েকজন লেখক-প্রকাশকের সাথে)
আজ এক রঙা এক ঘুড়ি প্রকাশনী তে এসেছিলেন অভিনেতা লেখক ও নির্মাতা কচি খন্দকার!
কচি ভাইয়ের সাথে আমাদের গভীর হৃদ্যতা।
একজন মাটির মানুষ তিনি। আমরা একসাথে অবসরে আড্ডায় মাতি।
শাহবাগ, কাঁটাবন, আজিজ, চারুকলা, টিএসসি, মধুর ক্যান্টিন ইত্যাদি জায়গায় আমরা বসি, হাটি, ঘুরি ফিরি।
বইমেলার সময় নিয়ম করে সারা মেলা চক্কর দেই। বই দেখি। বই কিনি।
ছবি তুলি। হাহাহিহি করি।
কচি ভাই আজ ঘুড়িতে ছিলেন অনেকটা সময়।
উনি এলে যা হয়, আশেপাশের স্টল থেকেও লোকজন আসেন, তারাও ছবি তোলেন, আড্ডার ফাকে ফাকে সেইসব চলতে লাগলো।
#বইমেলা২০২৪
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৬
নীলসাধু বলেছেন: হু, তিনি দিলখোলা মানুষ।
তিনি পড়েন। আড্ডায় তো কতো কথা বলেন যা বলতে হলেও ম্যালা পড়ালেখার দর্কার।
নির্মল আড্ডাবাজি কমে যাচ্ছে, তিনি এই ধারার একজন অন্যতম।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৫
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার দাদা...
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৯
নীলসাধু বলেছেন: হু। মেলা মানে তো আনন্দ হৈচৈ।
আর বইয়ের মেলা। সে আরেক অনুভূতি। সাথে বোনাস এতো এতো প্রিয়মুখ।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৮
নিবারণ বলেছেন: একটা সময় ইউটিউব ঘাইটা তার লেখা নাটকগুলা দ্যাখতাম, হাসাতে হাসাতে একসময় দুঃখ দিয়া দিতো।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৮
নীলসাধু বলেছেন: হু তার নাটক মূলত বাংলা নাটকে একটা ধারাই সৃষ্টি করেছে। সেই ভাই ব্রাদার গ্রুপতো বিখ্যাত। তিনি অনেক নাটকের রচয়িতা, নির্মাতা। আপাদমস্তক একজন প্রাণবন্ত মানুষ।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৮
সোনাগাজী বলেছেন:
আপনাদের প্রকাশনী থেকে কয়টি বই বের হয়েছে?
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৭
নীলসাধু বলেছেন: আমরা বাণিজ্যিক প্রকাশনা সংস্থা নই। বইমেলায় আমরা আড্ডা দেই।
বই দেখি। কিনি। হাসাহাসি করি। গান গল্প করি।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১৪
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: আমরা বাণিজ্যিক প্রকাশনা সংস্থা নই। বইমেলায় আমরা আড্ডা দেই।
বই দেখি। কিনি। হাসাহাসি করি। গান গল্প করি।
-কোন বই বের হয়নি এবার?
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৪
নীলসাধু বলেছেন: আমাদের কি বই প্রকাশ হইসে, বিক্রি কেমন এই সব ফালতু আলাপ না করলে ভালো হয়। জানার ইচ্ছে হলে আমাদের ওয়েবসাইট আছে, ফেসবুক পেইজ আছে, গুগল আছে তাতে নক করুন।
বোঝা গেছে?
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: জানলাম।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০৫
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: পছন্দের একজন অভিনেতা ও নাট্যকার। মোটামুটি তার অভিনীত প্রায় সকল নাটকই দেখেছি।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৪
নিবারণ বলেছেন: কচি খন্দকারের কথা বলার স্টাইলে ভালা লাগে। মনে হয়, আপনা মানুষ। ম্যালা কিছু জানে তয় ভাব লয় না।