নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

আজ রমনায় ঘুড়ির \'কৃষ্ণচূড়া আড্ডা\'

১৮ ই মে, ২০২৪ দুপুর ১২:২৬




আজ বিকাল ৪টার পর হতে আমরা ঘুড়ি রা আছি রমনায়, ঢাকা ক্লাবের পর যে রমনার গেট সেটা দিয়ে প্রবেশ করলেই আমাদের পাওয়া যাবে।
নিমন্ত্রণ রইলো সবার।
এলে দেখা হবে, কথা হবে-
..............................................................

ঘুড়ির এই ইভেন্ট একেবারেই নির্মল আড্ডার আয়োজন।
আমরা সবাই মিলিত হই। এক জায়গায় বসি।
একে অন্যের খোঁজ খবর নেই।
ঘুড়ির স্বেচ্ছাসেবী সদস্য ছাড়াও আমাদের কবি সাহিত্যিক বন্ধুরা যোগ দেয়।
যারা ছবি তোলে তারাও আসেন। আমরা সবাই মিলে ছবি তুলি। লেকের জলে কৃষ্ণচূড়ার ছায়া দেখি। বাদাম বুট চটপটি যা আসে বা পাই তা কিনতে থাকি এবং খেতেও থাকি।
এবং অবিরাম আড্ডা চলতে থাকে। এসবের মধ্যে কাজের কথা বার্তা একেবারেই থাকে না।
.
যোগ দিতে পারেন আপনিও। ঘুড়িদের সাথে এবং কৃষ্ণচূড়ার সাথে সময় কাটিয়ে যেতে পারেন।
প্রয়োজনে কথা বলুন ঘুড়ি সদস্য/স্বেচ্ছাসেবীদের সাথে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২৪ বিকাল ৫:১৬

প্রামানিক বলেছেন: আড্ডার সফলতা কামনা করি

১৯ শে মে, ২০২৪ দুপুর ১২:৫৪

নীলসাধু বলেছেন: সফলভাবে সম্পন্ন হয়েছে প্রামানিক ভাই।

২| ১৮ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

অধীতি বলেছেন: বাহ্ প্রথম যখন রমনায় যাই তখন ভোর বেলা গেট থেকে ঢুকে লেকের ওপারে হাতের বাম পাশে একটু হেটে সিরামিকের আসনে বসি। একটা কোকিল তখন মনের সুখে ডেকে যাচ্ছিল। ওখানে একটা গাছকে কেন্দ্র করে কতজন মানুষ আড্ডা দিচ্ছিলেন এবং আমাদের সাথেও বেশ ঘনিষ্ঠ কথা বলেছিলেন। গাছের গায়ে লেখা ছিল "ক্ষণিকের আসর।"

১৯ শে মে, ২০২৪ দুপুর ১২:৫৪

নীলসাধু বলেছেন: রমনা এখন অনেক সুন্দর। আমার কাছে ভালো লাগে। আমি যাই নিয়মিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.