নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

কৃষ্ণচূড়া আড্ডার কথা

১৯ শে মে, ২০২৪ দুপুর ১:০২



গতকাল পূর্ব নির্ধারিত কৃষ্ণচূড়ায় আড্ডায় মিলিত হয়েছিলাম আমরা।
বছরের একটি দিন আমরা গ্রীষ্মের এই ফুলটির প্রতি ভালোবাসা জানিয়ে প্রকৃতির সাথে থাকি। শিশুদের নিয়ে গাছগাছালি দেখা, ফুল লতা পাতা চেনাসহ- সবুজের প্রতি মায়া বাড়ানোর একটি প্রচেষ্টা বলা যায়।

এই আড্ডায় আমাদের সাথে নানা সময় যুক্ত হয়েছেন লেখক কবি সাহিত্যিক বন্ধুরা সহ সাংস্কৃতিক অঙ্গনের সুহৃদরা। গত কয়েকবছর হতে আমাদের সাথে এই ইন-ফর্মাল আড্ডায় যুক্ত হচ্ছে ঘুড়ি স্কুলের শিশুরা। সবমিলিয়ে এই আয়োজনটি ঘুড়ির একটি নিয়মিত আয়োজনে পরিণত হয়েছে।
২০১২ সালে এই আড্ডার শুরুটা হয়েছিল বাংলা ব্লগের কিছু ব্লগারদের হাত ধরেই। তারপর আমি আমাদের সংস্থা ও স্কুলের পক্ষ হতে নিয়মিতভাবে এই আয়োজন করছি। একেবারেই ইন ফর্মাল আড্ডা, প্রকৃতির সাথে সময় কাটাবার উছিলা মাত্র।
আমরা আশাবাদী এভাবেও শিশু কিশোর তরুণ তরুণীদের মাঝে সবুজের মায়া ছড়িয়ে দেয়ার সুযোগ আছে।

গতকাল বিকেলে প্রকৃতির সাথে কিছুটা সময় কাটিয়ে ভালো লাগা নিয়ে ফিরেছি সবাই। যারা যুক্ত হয়েছিলেন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা রইলো।


ঘুড়ি স্কুল
এক রঙা এক ঘুড়ি
















































মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২৪ দুপুর ১:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাহ! চমৎকার।

১৯ শে মে, ২০২৪ দুপুর ২:৩১

নীলসাধু বলেছেন: থ্যাংকইউ মরুভুমির জলদস্যু।
ভয়ালও থাকবেন, শুভেচ্ছা-

২| ১৯ শে মে, ২০২৪ দুপুর ২:০৪

প্রামানিক বলেছেন: সবাইকে অভিনন্দন

১৯ শে মে, ২০২৪ দুপুর ২:৩১

নীলসাধু বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই, ভালো থাকবেন।

৩| ১৯ শে মে, ২০২৪ দুপুর ২:১৫

নাজনীন১ বলেছেন: আড্ডাটা মিস করলাম!

১৯ শে মে, ২০২৪ দুপুর ২:৩২

নীলসাধু বলেছেন: ইশ।
ইনশাআল্লাহ পরে আবার কোনো আয়োজনে আড্ডা দেয়া হয়েই যাবে, শুভেচ্ছা।

৪| ১৯ শে মে, ২০২৪ বিকাল ৩:৩৫

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব ইচ্ছা ছিল উপস্থিত থাকবো
কিন্তু কেমনে কি হলো বুঝতে পারলাম না নীল দা
সময়টা খুব মিস করলাম-----------

১৯ শে মে, ২০২৪ বিকাল ৫:২৫

নীলসাধু বলেছেন: আমি ভাবসিলাম আপনি আসবেন।
আবার কোণো আড্ডায় দেখা হবে আলমগীর ভাই।
টেক কেয়ার।

৫| ২০ শে মে, ২০২৪ সকাল ৯:২১

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্য কথা কি কখন ঘুমিয়ে গিয়েছিলাম দাদা জেগে দেখি ৫টার বেশ বাজে
দুঃখিত দাদা

৬| ২৮ শে মে, ২০২৪ রাত ১২:১৬

জ্যাক স্মিথ বলেছেন: কতদিন ধরে যে রমনায় যাই না! এই রমনার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.