নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!
মতামত প্রকাশের স্বাধীনতা বাকস্বাধীনতার একটি অংশ। বিশ্বের প্রতিটি দেশ (এমনকি সৌদী আরবও) প্রচারের চেষ্টা করে যে তাদের সরকার বাকস্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল।
একটা সময় ছিলো (যখন এই ফেসবুকটুক ছিলো না আরকি) যখন মানুষের মতামত প্রকাশের সবচাইতে বড় জায়গা ছিলো অফিস আর চায়ের দোকান। তখন আমরা বেশ শান্তিতেই ছিলাম। মানুষ চায়ের দোকানে ভিড় করতো, নিজের মন মত মতামত দিতো, ঘরে আসতো সব শেষ!
কিন্তু ফেসবুক-ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া হয়ে (সাথে সাথে ব্লগ হয়েও) এখন মতামতের ছড়াছড়ি। সবার মতামতের অধীকার আছে; এবং সবাই গড়পড়তায় মতামত দিয়েই যাচ্ছে।
আমি বিজ্ঞান বিষয়ে বেশ আগ্রহী, তবে এ বিষয়ে লেখালেখি করি না খুব একটা। বিজ্ঞান বিষয়ে লেখার জন্য বড় বড় মহারথীরা আছেন দুনিয়ায়। তাদের থেকে জ্ঞান নেওয়াই শ্রেয় মনে করি।
তো বিজ্ঞান বিষয়ক একটা লেখা পড়ছিলাম; সেখানে মঙ্গল গ্রহের একটা ছবি প্রকাশ করে একজন খুব দাবী করেছে যে নাসা খুব করে হাইড করছে যে মঙ্গলে তারা প্রাণের অস্তিত্ব পেয়েছে। ঐ ছবিটিতে নাকি পাহাড় কেটে দরজা বানানো হয়েছে এমন একটা কিছুর দেখা মিলেছে। অনেকেই দেখলাম তার সাথে একমত।
আমি নাদান একটা প্রশ্ন করে বসলাম যে কেন আপনাদের মনে হলো যে নাসা এমন ভাবে হাইড করার চেষ্টা করছে; মঙ্গলের অধিবাসীরা নাসাকে ঘুষ দিয়েছে? নাকি মঙ্গলের অধিবাসীদের থেকে তারা ট্যাক্স নিয়ে সেই টাকা মেরে দেওয়ার ধান্ধা করছে?
এইতো শুরু হলো আমাকে কটাক্ষ! কোথায় সে ছবির দরজা, সবাই দরজা ছেড়ে দরাজ গলায় আমাকে আক্রমণ করছে। একজনতো বলেই বসলো আমি নাকি নাসার পেইড মন্তব্যকারী!
ঠিক এই ধরণর কথা আমি অন্য জায়গাতেও শুনেছি; ধর্ম বিষয়ে। একদল বলছে ইহুদি-নাসারাদের টাকায় চলে, অন্যদল বলছে সৌদীদের পেট্রো-ডলারে চলে! ফাঁকতলে আমি নাদান না পাই সৌদী থেকে টাকা, না পাই নাসা থেকে টাকা!
যাই হোক। দেশের বাজারের অবস্থা বেশ টালমাটাল। আজ এটার দাম বাড়ে তো কাল ওটার দাম বাড়ে। ডলারের রেট বেড়ে যাচ্ছে হু হু করে।
এ মাসে দেশে টাকা পাঠাবো কোন হিসাবে সেটাই চিন্তা করছি। আমি আব্বা-আম্মার চলার জন্য কিছু টাকা পাঠাই প্রতি মাসে। টাকার এমাউন্ট মোটামুটি ফিক্সড। ডলারের রেটের সাথে আমার পাঠানো এমাউন্টের সামান্য তারতম্য হয়। কিন্তু এবার অবস্থা ভিন্ন। যদি আমি দেশের টাকার হিসাবে পাঠাই; আব্বা-আম্মার হয়ত চলতে টাকায় প্রেসার পড়বে। আবার আমার এভারেজ হিসাবে যদি পাঠাই, তাহলে তাদের বেশ অনেক টাকা বাড়তি থাকবে (এটাই করবো ইন শা আল্লাহ)।
এই যে দাম বাড়ছে, তা নিয়েও আমাদের সকলের কোন না কোন মন্তব্য আছে। কিন্তু ৯৯.৯৯৯৯৯%ই কোন কাজের না। আমরা বলছি; বলতে বলতে কি হচ্ছে? কিছুই হচ্ছে না।
আমরা অনেক ক্ষেত্রে বলেই খালাস, তার ফল দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না। সবাই মিলে খুব করে বলে দিতে পারলেই যেন সই; বলায় লাভ হয়েছে কি লস হয়েছে নাকি কিচ্ছুই হয়নি সেটায় কারও কোন খেয়াল নাই।
পদ্মা সেতু নিয়ে নানান জনের নানান কথা শুনেছি; এদের কজনার সেতু ক্যামনে বানায় এ নিয়ে ০.০০০০১% ধারণা আছে বলে মনে করেন আপনি?
Photo by Allec Gomes on Unsplash
১৯ শে মে, ২০২২ বিকাল ৪:৩৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমরাই অন্যেরটা শুনি না; আমাদেরটা কে শুনবে?
২| ১৯ শে মে, ২০২২ বিকাল ৩:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঋণাত্মক শূণ্য ভাই, শুধু অফিস আর চায়ের দোকান নয়
আমাদের সময় মতামত প্রাকাশের সব চেয়ে জনপ্রিয়
স্থান ছিল (নরসুন্দর) নাপিতের দোকান।
এখন ফেসবুক আর সামজিক মাধ্যম নির সুন্দরের দোকান
হয়ে গেছে। বুঝি বা না বুঝি মন্তব্য একটা না করলে কোন
দাম থাকেনা। দেশে প্সকল পণ্যের মূল্য বাড়ছে সে দিকে
নজর নাই, আমরা আছি কার পাছায় ছিদ্র আছে তার হিসাভ
কষতে, নিজের পাছায় কাপড় উরে গেছে তার হিসাব করবে কে?
১৯ শে মে, ২০২২ বিকাল ৪:৪০
ঋণাত্মক শূণ্য বলেছেন: এহেরে, নরসুন্দরের কথা ভুলেই গেছিলাম! ধন্যবাদ মনে করায় দেওয়ার জন্য।
৩| ১৯ শে মে, ২০২২ বিকাল ৩:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনলাইনে এখন মতামতের ঝড় উঠে।
১৯ শে মে, ২০২২ বিকাল ৪:৪১
ঋণাত্মক শূণ্য বলেছেন: এবং আমরা সবাই সব বিষয়েই এক্সপার্ট।
৪| ১৯ শে মে, ২০২২ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: আপনার লেখায় তিনটা বিষয় উঠে এসেছে।
সাধারণত যারা বুঝে না, এবং বেশি বুঝে এদের এড়িয়ে চলাই ভালো।
প্রতি মাসে মাসে টাকা না পাঠিয়ে বছরে দুইবার পাঠাবেন। এটায় সুবিধা বেশি।
১৯ শে মে, ২০২২ বিকাল ৪:৪২
ঋণাত্মক শূণ্য বলেছেন: সামারাইজ করবার জন্য ধন্যবাদ। তিনটি বিষয় বলেছনে, তৃতীয়টি কোনটি? নাকি প্রথমটিই দুইটি?
একবারে পাঠালে সুবিধা বেশী না। প্রতি মাসে পাঠালে গায়ে লাগে না। একবারে পাঠাতে গেলে সমস্যা হয়। দেখা যায় হঠাৎ কোন প্রয়োজনে পড়ে, একদিকের টাকা অন্য দিকে খরচ হয়ে যায়।
৫| ১৯ শে মে, ২০২২ বিকাল ৫:২৭
সোনাগাজী বলেছেন:
পদ্মা নিয়ে আপনার কি মতামত, ইহার ফাইন্যান্স নিয়ে আপনার কি ধারণা?
১৯ শে মে, ২০২২ বিকাল ৫:৪৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: পোস্ট না পড়ে মন্তব্য করার জন্য আগের মত আবারো আপনাকে তিরস্কার জানাচ্ছি
পোস্টের টাইটেল মান ইজ্জত রক্ষার জন্য বলছি,
আমার জন্য পদ্মা সেতু খুবই গুরুত্বপূর্ণ, ঢাকা থেকে খুলনা যেতে এটা অনেক হেল্প করবে। যেহেতু আমার জন্য গুরুত্বপূর্ণ, তাই টাকা কোথা থেকে আসলো কোথায় খরচ হল এসব দেখার টাইম নাই। আমি এপার-ওপার যেতে আসতে পারলেই হইলো।
৬| ১৯ শে মে, ২০২২ রাত ১০:০১
গরল বলেছেন: যে যেই মতামতই দিক না কেন মতামত দেওয়ার স্বাধিনতা থাকুক সেটাই কাম্য। মতামত দিতে না পারা আর ভোট দিতে না পারা সমান কথা। তবে আমরা বেশির ভাগ মানুষই অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল না আর তাই তারা আপনাকে বিভিন্ন যায়গা থেকে পেইড বলে সাব্যাস্ত করেছে।
২০ শে মে, ২০২২ রাত ১২:৫৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: ভোট দিয়ে লাভ কি? আপনি কি ভোট দিয়ে সরকারের কোন সিদ্ধান্তে অংশগ্রহণ করতে পারেন?
৭| ২০ শে মে, ২০২২ রাত ১২:০৪
সোনাগাজী বলেছেন:
আপনি বলেছেন, "যেহেতু আমার জন্য গুরুত্বপূর্ণ, তাই টাকা কোথা থেকে আসলো কোথায় খরচ হল এসব দেখার টাইম নাই। আমি এপার-ওপার যেতে আসতে পারলেই হইলো। "
-আপনি জ্ঞানী মানুষ।
২০ শে মে, ২০২২ রাত ১২:৫৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: :/
৮| ২০ শে মে, ২০২২ রাত ১২:০৬
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: পোস্ট না পড়ে মন্তব্য করার জন্য আগের মত আবারো আপনাকে তিরস্কার জানাচ্ছি।
-আপনি যে পোষ্টর লেজের দিকে শিবের গান গেয়েছেন, উহা মনে আছে?
২০ শে মে, ২০২২ রাত ১:০০
ঋণাত্মক শূণ্য বলেছেন: মিউজিক কি আপনি বাজিয়েছেন? আমিতো গান গাই নাই!
৯| ২০ শে মে, ২০২২ রাত ১২:৩৪
রাজীব নুর বলেছেন: আরেকটা বিষয় হলো বিজ্ঞান।
বিজ্ঞান নিয়ে কিছুটা আলোকপাত করেছেন। নাসার কথা লিখেছেন। মঙ্গল গ্রহের কথা লিখেছেন।
২০ শে মে, ২০২২ রাত ১:০০
ঋণাত্মক শূণ্য বলেছেন: ওকা!
১০| ২০ শে মে, ২০২২ বিকাল ৪:২২
সাড়ে চুয়াত্তর বলেছেন: আগে ছোট রেস্টুরেন্টের দেয়ালে লেখা থাকতো 'রাজনৈতিক আলাপ নিষিদ্ধ'। রেস্টুরেন্টের মালিকও জানতো মাত্রা ছাড়া বাক স্বাধীনতা ভালো না। এখন ব্লগে সব চেয়ে সংবেদনশীল বিষয় ধর্ম।
ডলারের দাম বাড়াতে আপনি প্রবাসী হিসাবে লাভবান হয়েছেন। রফতানিকারকরা লাভবান হবে।
২১ শে মে, ২০২২ সকাল ৭:৩৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: প্রথম কথার সাথে পুরাপুরি একমত।
ডলারের দাম বাড়াতে আসলে লাভবান হয়েছি এক হিসাবে। কিন্তু বাদ বাকি সব তো প্রায় যা যা তাই তাই। ৫,০০০ রিয়ালে আগে হতো ১,১০,০০০ টাকা। এখন হয় ১,২০,০০০ টাকা। কিন্তু ওভার অল খরচতো ৩০,০০০ বেড়ে গেছে। তার কি হবে?
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০২২ বিকাল ৩:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের মতামত আছে, বলারও আছে। কিন্তু তা শোনার কেউ নাই।