নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

সহজ পোলাও রান্না_ ব্যাচেলারদের পোলাও খাইতে ইচ্ছা করলে নিজেই করুন..B-)

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪০

দুইদিন ছুটির পরে আজ সকালে অফিসে গেলাম...রোস্টারে দেখি আমার আজ ও ছুটি X( ( বস আমি রোস্টার দেখার পরে ছুটি পরিবত`ন করছে)



টুকটাক কাম সাইরা ১ ঘন্টাপরে আবার রুমে ফিরা আসলাম.... দুপুরে পোলাও খাইতে ইচ্ছা করলো... ইউটিউবে দুইখান পোলাও রান্নার ভিডিও দেখলাম...তার পরে শুরু করলাম...



উপরকন সাধারনত ঘরেই থাকে...



পোলাওর চাল>> ২ কাপ.. ( সাধারন চালেও খারাপ হয়না যদি না থাকে তাও ব্যবহার করতে পারেন... )

পিয়াজ কুচি- মাঝারী ১টা

ঘি- ২ চামচ

তেল- ১ চামচ ( আমি ওলিভ অয়েল দিসি >> ঘি কম ছিলো ;) )

দারুচিনি-৩/৪ টি

তেজপাতা- ১টা

আদা/রসুন বাটা - ১ চামচ

কাচা মরিচ- ২টা ( শেষের দিকে দিতে হবে)

লবন পরিমান মতন...







আমি গজর কুচি দিছি একটু দেখতে ভাল লাগবে তাই...



রন্ধন প্রনালী::--



চাল ধুয়ে পানিতে কিছুক্ষন ভিজিয়ে রাখুন...রান্না শুরুর আগে পানি ঝড়িয়ে নিন,,,

পাত্রে ঘি+তেলটুকু দিয়ে গরম করুন....



পিয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন.... একটু বাদামী হলে তাতে দারুচিনি+তেজপাতা+আদা/রসুন বাটা দিয়ে মিশিয়ে নিন.+গাজর দিয়ে দিন+ লবন দিন>>> একটু পরে চাল দিয়ে দিন... চাল কিছুক্ষন ভাজার পরে তাতে গরম পানি দিয়ে দিন....

যতটুকু চাল তার দ্বিগুন পানি দিয়ে দিন....







পানি দিয়ে চুলার তাপ মাঝারি প`যায়ে দিয়ে ঢেকে দিন....



যেহেতু গরম পানি দিয়েছেন তাই বেশ তাড়াতাড়ই চাল সিদ্ধ হয়ে যাবে.... একটু পরে একটু নেড়ে দিন... এবং চুলার তাপ্ আরো কমিয়ে দিন... ঢেকে রাখুন...



কয়েক মিনিট পরে দেখুন আপনার পোলাও প্রস্তুত... >>> পরিবেশন করুন..





রান্না করে আমাকে দাওয়াত দিতে ভুলবেন না... :)

মন্তব্য ২৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৪

রফিকুজজামান লিটন বলেছেন: দরকারি পোস্ট। এই উইকইন্ডে ট্রাই করুম। ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৮

নতুন বলেছেন: :) ট্রাই কইরা বইলেন কেমন হইলো...

আমিও আগে কখনো পোলাও রান্না করিনাই.. আজই প্রথম করলাম...

খারাপ হয়নাই ..চলে কোন মতে...

মায়ের হাতের রান্না মিস করি.. :(

২| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৮

জাফরুল মবীন বলেছেন: আমার কাছে রান্না একটা শিল্প;আর আমি এ জগতের একজন আত্মস্বীকৃত শিল্পী :P :P :P

১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

নতুন বলেছেন: কবে আসবো আপনার রান্না খাইতে ?? :)

৩| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

চাঙ্কু বলেছেন: মনে হচ্ছে সেইরাম পোলাও রান্না করছ জেডা। তোমার বাসার দিকে কি হাটা শুরু করুম? :-*

১৫ ই জুন, ২০১৪ রাত ৯:২১

নতুন বলেছেন: হ জেডা চইলা আস.... আমি কফির পানি গরম দিলাম... :)

৪| ১৫ ই জুন, ২০১৪ রাত ৯:২৫

চাঙ্কু বলেছেন: ঠিক আছে, হাটা শুরু করলাম। আমি সিউর আগামী কয়েক বছরের মধ্যে পৌছে যাব :)

১৫ ই জুন, ২০১৪ রাত ১০:৪৬

নতুন বলেছেন: ঠিক আছে জেডা আমি পানি গরম দিলাম....

৫| ১৫ ই জুন, ২০১৪ রাত ১১:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর! কিন্তু খালি পলাউ খাইলেন? লগে কি আসিল?

১৬ ই জুন, ২০১৪ রাত ১:০৪

নতুন বলেছেন: গরুর মাংস....

৬| ১৬ ই জুন, ২০১৪ সকাল ১০:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পোলাও দেন সংগে ভুনা মাংস।


পোলাও দেইখ্যা খাইতে ইচ্ছা করছে। :P

১৬ ই জুন, ২০১৪ রাত ১০:২১

নতুন বলেছেন: আইয়া পড়েন..

৭| ১৭ ই জুন, ২০১৪ রাত ৩:৫০

সেলিম আনোয়ার বলেছেন: বাহ্ । বেশ মজা হবে বোধ হয় ।

১৭ ই জুন, ২০১৪ ভোর ৫:৫৬

নতুন বলেছেন: হুম পোলাও পোলাও লাগছে... :)

৮| ১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

সুমন কর বলেছেন: :P

২১ শে জুন, ২০১৪ রাত ২:৩৬

নতুন বলেছেন: :)

৯| ১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

রাজিব বলেছেন: চমৎকার রেসিপি দিয়েছেন। আমাদের দেশে অনেকেই ঠিক মত পোলাও রান্না করতে পারেন না। অনেক সময় পোলাও এর চাল ঠিক মত ফুটে না, আবার বেশি ফুটে ঘ্যাটা হয়ে যায়।

০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

নতুন বলেছেন: এইটা আমার প্রথম পোলাও রান্নার চেস্টা..... প্রথম বারই চাল ঠিক মতন ফুটছে... আর গরুর মাংস দিয়ে খাইতেও ভাল লাগছে... :)

১০| ২৪ শে জুন, ২০১৪ রাত ১:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: কি বন্ধু নিজের হাতে রান্না করা পোলাও খাইতে খুব মজা , তাই না ।

০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

নতুন বলেছেন: হুম বন্ধু নিজের হাতে রান্না পোলাও খুবই মজা... :)

১১| ০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৭

আমার আমিত্ব বলেছেন: ঠিক আছে, টুকে নিলাম।

১৩ ই জুলাই, ২০১৪ রাত ২:২২

নতুন বলেছেন: রান্না কইরা ব্লগ লিখেন ... ++

১২| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৬

লিখেছেন বলেছেন: ++

১৩| ১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওরে বাবা! পুরাই পাক্কা রাধুনীর মত রেসিপি আবার ছবি!

১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২১

নতুন বলেছেন: কামলা দিয়ে ঘরে ফিরে নিজের রান্না করেই খেতে হয়... তাই পাক্কা রাধুনী হয়ে গেছি... :((

মাঝে মাঝে নতুন কিছু ট্রাই করি... সেটা ব্লগে দেবার জন্য ছবি তুলে রাখি...

এক কাজে দুই কাজ..

১৪| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সুন্দর উপস্থাপনায় ভালোলাগা ...

সংকলনে যাচ্ছে ...

২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৮

নতুন বলেছেন: ধন্যবাদ...

নিজের ভাললাগা থেকেই লেখা... সবার পছন্দ হয়েছে যেনে খুবই আনন্দ পেয়েছি...


আমি রান্না করি তার পরে সহজ ভাবে রেসিপি দেই যাতে সবাই নিজের ঘরেই যা আছে তা দিয়েই রান্না করতে পারে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.