নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

আরব দেশের পিঠা খাইতে লাগে মিঠা :) লুকাইমাত রেসিপি ( সুইট ডাম্প্লিং)

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:০৭

আরব দেশের নানান রকমের মিস্টি চেখে দেখার পরে বুঝলাম আমাদের দেশের রসগোল্লার কাছে দুনিয়ার সব মিস্টিই ফেল... :)



কয়েক দিন আগে লুকাইমাত নামের মিস্টি খাইলাম এবং এটা বানানোও বেশ সহজ খাইতেও মজা..অল্প সময়ে বানানো যায়.. আসেন লুকাইমাত বানাই...





উপরকরন:-

* ২কাপ ময়দা

* ক`ণ ফ্লা এক কাপের ৪ ভাগের ১ ভাগ

* ১ চা চামচ শুকনা ইস্ট ( ফোলার জন্য)

* ১.৫ চা চামচ চিনি ( ইস্ট এই চিনি খেয়ে co2 তৈরি করে)

* আধা চা চামচ দারুচিনি পাউডার

* আধা চা চামচ জাফরান ( আমার কাছে ছিলো না আমি দেইনাই )

* ১.২৫ কাপ গরম পানি

* ডুবো তেলে ভাজার জন্য তেল

* এইটি পিঠা মিস্ট না তাই মিস্টি করার জন্য চিনির সিরা তৌরি করতে পারেন অথবা মধুও ব্যবহার করতে পারেন



চিনির সিরার জন্য লাগবে :-



২কাপ চিনি + আধা কাপ পানি + চুলায় বসাইয়া জাল দিন... একটু পরেই চিনির সিরা তৌরি... ( ঘ্রানের জন্য কমলা/ভ্যানিলা/জাফরান/দারচিরি গুড়া ফ্লেভার দিতে পারেন)



প্রক্রিয়া :- একটা পাত্রে ময়দা গুলি ( চালুনি দিয়ে চেলে নেয়া ভাল) নিয়ে + ১ চামচ ইস্ট + ১.৫ চামচ চিনি দিয়ে মিশিয়ে নিন...



আস্তে আস্তে পানি মেশান>>> এমন ভাবে নাড়তে থাকুন যাতে কোন বুদবুদ/ ল্যাম্প না থাকে... দরকার হলে আঙ্গুল দিয়ে ভাল করে বুদবুদ গুলি মিশিয়ে দিন...



পাত্রটি কে ঢেকে ৩০মি একটু উষ্ন পরিবেশে রাখুন>>



দেখবেন আপনার মিশ্রন টি ফুলে উঠেছে >>





ফ্রাইং প‌্যানে তেল গরম করুন.... টেবিল চামচের ১ চামচ করে মিশ্রন নিয়ে ডুবো তেলে ভাজতে হবে... >>গাড় বাদামী রং হলে নামিয়ে রাখুন...





অন্য চুলায় আপনার চিনির সিরা তৌরি করতে পারেন.... এটা খুবএকটা সময় লাগেনা... একটু খেয়াল রাখবেন না হইলে পুড়ে যাবে.. ( আমি প্রায় ক্যারামেল বানাইয়া ফেলছিলাম)



সব ভাজা হলে লুকাইমাতে চিনির সিরা দিয়ে পরিবেশন করুন... গরম গরম খুবই মজা লাগে...



মচমচে মিস্টি স্বাদ সবাই পছন্দ করবে আশা করি...





ট্রেডিসনাল ভাবে আরবের মহিলারা কিভাবে লোকাইমাত বানায় দেখুন... ( দুবাইএর কিছু ঐতিজ্যবাহী যায়গাতে এরা বসে এই পিঠা বানায় পয`টকদের জন্য.. ১০দিরহাম এক বাক্স =২১০টাকা )



মজার একটা বিষয় সেয়ার করি... আজ দেখলাম ফেসবুকের এক পেজে আমার এই ব্লগের একটা মাফিনের রেসিপি পুরাই কপি পেস্ট করই দিছে...আমার হাতে মাফিন ধরা সেই ছবি সহ ... =p~ =p~ =p~

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


আহারে ভাই ক্ষুধা পেয়ে গেল !!!

০৮ ই জুলাই, ২০১৪ রাত ২:০৪

নতুন বলেছেন: :) গরম গরম গুলান আপনার জন্য...

২| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


:) :) :) আজকের সেহেরি এগুলো দিয়েই হয়ে যাবে :) :) :)

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০৮

নতুন বলেছেন: :)

৩| ০৮ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৫৫

রাজিব বলেছেন: পারলে বাকলাভা বানিয়ে খেয়ে দেখেন। দারুন মজা। আমার অবশ্য বাংলাদেশের মিষ্টি আর পিঠাই বেশি প্রিয়।
http://en.wikipedia.org/wiki/Baklava

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৩

নতুন বলেছেন: বাকলাভা খেয়েছি.... ভালই...

ঘরে বানানোর রেসিপি দেখে বানানোর চেস্টা করবো...

৪| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: যাক সুন্দর একটা রেসিপি শেখা হলো

১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৮

নতুন বলেছেন: ধন্যবাদ বানাইয়া সেয়ার কইরেন কেমন লাগলো...

৫| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৮

আমিনুর রহমান বলেছেন:




ভালু তো ... মাঝে সাঝে পিঠা খাইতে মুঞ্চাইলে বানাইয়া খাই ফালামু :)

০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩২

নতুন বলেছেন: হুম টেরাই কইরা জানাইয়েন

৬| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৯

জাফরুল মবীন বলেছেন: ভাই আমি আত্মস্বীকৃত রন্ধন শিল্পী! :P লুকাইমাতকে তো জিলাপীর ভিন্ন সংকরণ মনে হলো।

আমাদের দেশের রসগোল্লার কাছে দুনিয়ার সব মিস্টিই ফেল...-আলবৎ :)

পোষ্টে ভাল লাগা +++

০৯ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৫২

নতুন বলেছেন: হুম আরবের লোকরা আমাদের মতন প্যাচ দিতে পারেনাই তাই লুকাইমাত বানাইছে

৭| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: ঘুরে দেশে দেশে
আবিস্কার শেষে
ধুমসে খাওয়া , বাড়তি মজা পাওয়া ।
পোস্টে +

১০ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫২

নতুন বলেছেন: ধন্যবাদ বন্ধু... :)

নিজে একবার ট্রাই করে দেখুন... মজাই লাগবে..

৮| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১১

বলাকাবিহঙ্গ বলেছেন: Good , testing!

১৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫২

নতুন বলেছেন: হুম ভালই ...

৯| ১৯ শে জুলাই, ২০১৪ ভোর ৫:৫১

সচেতনহ্যাপী বলেছেন: রেসিপি জানতাম না কিন্তু খেয়েছি এবং খাবোও। ফ্রিজে জামাইয়া মানে ডিপার্টমেন্টাল ষ্টোর থেকে কিনে এনেছি। এই সময় চিতই পিঠার মতই একধরনের পিঠাও পাওয়া যায়। মাংস দিয়ে খেতে ভালই লাগে।।

১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৭

নতুন বলেছেন: এখন বানাইয়া খাইবেন আর আমাদের খাওইবেন... :)

১০| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৩:৩০

প্রবাসী ভাবুক বলেছেন: এখন তো খাইতে মন চায়৷ কিন্তু এসব উপকরণ এনে আমার এখানে বানানো অনেক কঠিন!

২১ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৫০

নতুন বলেছেন: উপকরন হইলো

ময়দা
ইস্ট
কণ` ফ্লাওয়ার...

জটিল কিছু না... চেস্টা করেন পারবেন...

আপনি কোথায় আছেন?

১১| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১০

সুইট এঞ্জেল বলেছেন: ওএমজি! তুমি ছেলে হয়েও অন্নেক নাইস রাঁধতে পারো :) :)

২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৫

নতুন বলেছেন: পরবাসে যারা থাকে তারা মোটামুটি রান্না করতে পারে...

আর হোটেলম্যানেজমেন্টের পড়ার সময় রান্নার বিষয় ছিলো...

এখন নিজে রান্না করি... আর ছবি তুলেরাখি ব্লগে দেই... :)

ইচ্ছা হলে মা কে জিঙ্গাসা করি কিভাবে রান্না করবো... বউও সাহাজ্য করে...

উপরের রেসিপি আমি আর বউ দুইজনে মিলে বানানো...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.