নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

যীষখৃস্ট স্বগে` আছেন না কি ভারতের কাশ্মীর শ্বায়িত আছেন? _ ইতিহাসের চরম এক রহস্য... পব` -০১

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪২

ধম` সব সময়েই রহস্যাবৃত আর বিশ্বাস হচ্ছে ধমের প্রধান ভিক্তি। সম্প্রতি নতুন কিছু তথ্য খৃস্টান ধমের প্রধান যীষুখৃস্টের জীবনের নতুন দিক তুলে ধরেছে যেটা সত্য প্রমান হলে পুরো ধমের ভীত নাড়িয়ে দিবে...





সংক্ষেপে বাইবেল অনুসারে যীষুখৃস্টের কাহিনি :- বত`মান বিশ্বে খ্রিস্টান ধমালম্বী ৩১% মানুষ, যার শুরু ২০০০ বছর আগে। Jesus of Nazareth খুস্টপূব ২ -৭ সালে রোমান সম্রাজ্যের বেতেলহামে জন্ম গ্রহন করেন। যা বত`মানে নেটেভিটি চাচ` নামে পরিচিত। কুমারী মেরী সন্তান সম্ভবা হলে যোসেফ তাকে রক্ষায় এগিয়ে আসেন তিনি সন্তানের দায়িত্ব নেন এবং মেরীকে নিয়ে বেতেলহ্যামের এক খামারে যীষুখৃস্টের জন্ম দেন। জন্মের সময়ে ৩ মেজাই আকাশের ১টা তারাকে অনুসরন করে উপহার নিয়ে আসে।



শিল্পীর তুলিতে..



যীষুখৃস্টের শৈশবের তেমন কোন কাহিনি বাইবেলে পাওয়া যায়না। বালক যীষু যখন ১২ বছরের তখন তাকে মন্দিরে হীব্রু বাইবেল নিয়ে পুরুহিতদের সাথে কথা বলার কাহিনি আছে।( Luke 2:41-52)



তারপরে তার কোন কায`কলাপ বাইবেলে নেই। ( এটা অবশ্যই একটা রহস্য যার আশানুরুপ উত্তর ভ্যাটিকানও দেয়নি )



তারপরে তাকে দেখা যায় ২৯-৩০ বছরের যুবক হিসেবে জন দি ব্যাপটিস্টের সাথে দেখা করেন তার সংগীদের নিয়ে জ`দান নদীর পাড়ে দেখা করেন এবং সেখানে তার ব্যাপটিজম সম্পন` হয়। (Luke 3:23)



তারপরে তিনি যখন তার মতবাদ প্রচারের জন্য জেরুযালেম যান এবং সেখাতে ততকালীন ইহুদী পাদ্রীদের রোষানলে রোমান অথ`রিটি তাকে ক্রুসে গেথে মৃত্যু নিশ্চিত করে তার দেহ Joseph of Arimathea এর কাছে হস্তান্তর করে তারা কাপড়ে মুড়িয়ে একটি গুহায় সমাহিত করে। (Matthew 27:62–66)



তিন দিন পরে যীষুখৃস্টের সমাধির মুখ খোলা পাওয়া যায় এবং তার দেহ যেই কাপড় দিয়ে মোড়ানো ছিলো তা পরে থাকতে দেখা যায়। তারপরে অনেকেই তাকে দেখতে পায়। পরবত`তে সৃস্টিকতা` তাকে তার কাছে নিয়ে যায়।



৪টা গসপেল এবং খৃস্টান ধ`মের অনুসারিরা এই কাহিনি বিশ্বাস করেন....



কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে জেসাস ১৪-২৯ বছর কোথায় ছিলেন? বাইবেল এবং অন্য কোন কাহিনিতে এই সময়ে তার কোন উল্লেখ নাই।



অবশ্যই মনে জিঙ্গাসা জাগে কেন? তিনি ঐ সময়ে কোথায় ছিলেন?



তিনি কি সেই সময়ে বিশ্ব ভ্রমনে বের হয়েছিলেন?



বালক যীষূর সেই সময় কোথায় ছিলেন এবং কি করছিলেন তা নিয়ে কিছু কাহিনি আছে এবং তা নিয়েই এই ব্লগের আয়োজন।



14th of October: 1887 নিকোলাস নটভিচ ততকালীন সভিয়েত রাশিয়ার প`যটক, প্রত্নতত্ববীদ এবং লেখক ভারতের উত্তরের লাদাখে ভ্রমনের সময়ে দূঘটনায় আক্রন্ত হয়ে হিমিসের বৌদ্ধদের মনিস্ট্রিতে চিকিতসার জন্য কিছুদিন ছিলেন।



তিনি সেই সময়ের বুদ্ধ লামার কাছে তিনি জানতে পারেন যে এইখানে কিছু পুরানো (২০০০ বছর) লেখা আছে যাতে ইসা নামের বালক ১৪ বছর বয়সে থেকে ইসরাইল ভারতে এসে ছিলো।



তিনি নেপাল, ভারতের বিভিন্ন হিন্দু ও বৌদ্ধ মন্দিরে অবস্হান করেন এবং বৌদ্ধ ও হিন্দু ধমের উপরে শিক্ষলাভ করেন। তিনি ২৯ বছরে আবার মাতৃভুমি ইসরাইলের উদ্দেশে ভারত ত্যাগ করেন।



হিমিস বৌদ্ধমনিস্টি ১৯৪৯ সালের ছবি..



নিকোলাস নটভিচ তার ১৮৮৭ সালের

The Unknown Life of Jesus Christ The Original Textof Nicolas Notovitch's 1887 Discovery বইয়ে হিমিসের কাহিনি এবং ২৪৪ টা অনুবাদ করা প‌্যারাগ্রাফ উল্ল্যেখ করেন।



যেটা পস্চিমা বিশ্বে বিশেষ করে খৃস্টানদের মাঝে বিরাট ঝড় তুলেছিলো এবং তাকে তাকে ভুল প্রমানের অনেক চেস্টা করে অনেক লেখা এবং ডকুমেন্টরী তৌরি হয়েছে।



নিকোলাস নটভিচ এর কাহিনিতে বালক ঈসা( যীষু) ১৪ বছর বয়সে বেনারসের Djagguernat, মন্দিরে ৬ বছর হিন্দু ধমের শিক্ষা নেন। সেখানে তিনি নিচু বণের হিন্দুদের সাথে সময় কাটাতেন তাদের শিক্ষার জন্য চেস্টা করতেন। সেটা ব্রাক্ষমনেরা ভাল চোখে দেখতোনা। তখন তারা ঈসাকে হত্যার চেস্টা করেছিলো, কিন্তু সেটা টের পেয়ে তিনি সেখান থেকে গৌতমিদেশ রাজ্যে বৌদ্ধদের সাথে বসবাস করেন এবং পালি ভাষা শেখেন এবং ৬বছর পুরানো স্ক্রোলে লেখা পুরানো সুত্রা শেখায় মননিবেষ করেন....তার পরে তিনি ভারত, নেপাল, তিব্বতের বিভিন্ন স্থানে বুদ্ধার বানী প্রচার করেন... ২৯ বছর বয়সে তিনি জন্মভূমি ইসরাইলে ফিরে যান।



নিকোলাস নচভিসের এই কাহিনির প্রমান এখনো সম্ভব হয়নি। আমার মনে হয় বৌদ্ধরা কোন ঝামেলায় যেতে চাইবেনা তাই এটা নিয়ে গবেষনার জন্য তারা সাহাজ্য করবেনা।



যদি আমরা দুজনের জীবনী পড়ি তবে যীষুখৃস্ট আর গৌতমবুদ্ধের জীবনের কাহিনিতে অনেক মিল পাওয়ায়।





* দুইজনের জন্মে মা অলৌকিক ভাবে গভ`বতি হয়েছিলো।

* দুজনের জন্মের সময়ে ৩জন মেজাই তারা দেখে উপস্থিত হয়েছিলো।

* দুজনই পানির উপরে হেটেছিলেন।

* গৌতমবুদ্ধের পানের অযোগ্য পানিকে পানের উপযোগী আর যীষুখৃস্ট মদ কে পানি বানিয়েছিলেন।

* দুজনই অল্প খাবার আর পানীয় দিয়ে অনেক মানুষকে খাইয়েছিলেন।

* দুজনই মৃত মানুষকে জীবিত করেছিলেন।



যীষুখৃস্ট যেই বানী প্রচার করছিলো সেগুলি কিন্তু ততকালীন পশ্চিমা ধ`মের থেকে আলাদা ছিলো এবং অনেক কথা গৌতম বুদ্ধের ফিলোসফির সাথে মিলে।



---------------- কাহিনির অন্য টুইস্ট----------------------

অন্য আরেক কাহিনি আছে যাতে যীষূখৃস্ট ক্রুসে মারা যান নাই। তিনি ক্রুসে হত্যার চেস্টা থেকে বেচে গেলে ভারতে চলে এসেছিলেন। তিনি কাস্মীরে বাকি জীবন কাটান এবং ৮০ সালের দিকে মারা যান।

এই মাজার হজরত ইউসা আসিফের যাকে স্থানীয়রা হজরত ঈসা আ: এর মাজার বলে দাবি করেন।



তবে কি যীষূখৃস্ট ভারতে সমাহিত আছেন???



বিস্তারিত ২য় পবে`

মন্তব্য ৬৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৩

খাটাস বলেছেন: আজিব বিষয় জানলাম। :||
আগ্রহ সহকারের পরের পর্বের অপেক্ষায়।
অনেক কৃতজ্ঞতা এই টপিক টা শেয়ারের জন্য।
আগে এখানে জানি, পরে বই পড়া যাবে। +++++++++

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৯

নতুন বলেছেন: আমিও কিছুদিন আগেই জানলাম.... :)

২| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০২

আহমেদ নিশো বলেছেন: আর অপেক্ষায় রইলাম। :)

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ২:১৯

নতুন বলেছেন: সামনের সপ্তাহের ছুটির দিনে..

৩| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৩

আহমেদ নিশো বলেছেন: আর জানার অপেক্ষায় রইলাম :)

৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০০

নতুন বলেছেন: জলদি আসবে..

৪| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১১

শ. ম. দীদার বলেছেন: এর পরের পর্ব কবে আসছে? শীঘ্রই চাই।

৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৩

নতুন বলেছেন: শীঘ্রই লিখবো...

৫| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৯

আবু শাকিল বলেছেন: আজিব জিনিস পড়লাম তবে পড়ায় ভালা পাইলাম।

পরের পর্বে র অপেক্ষায়।

৩০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

নতুন বলেছেন: আজিব সব রহস্য আছে দুনিয়ায়... :)

৬| ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৩

অপূর্ণ রায়হান বলেছেন: ইন্টারেস্টিং !!!

শুভেচ্ছা :)

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫০

নতুন বলেছেন: পুরা ব্যাপারেই অনেক লুকোচুরি আছে...

৭| ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৪

আমিনুর রহমান বলেছেন:




চমকপ্রদ ! অপেক্ষায় রইল ...

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৯

নতুন বলেছেন: সামনের ছুটির দিনেই লেখার চেস্টা করবো...

৮| ৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৩

নতুন বলেছেন: হুম বেশ জটিল তথ্য..

৯| ৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৬

জাফরুল মবীন বলেছেন: বিষয়টা চমকপ্রদ, সেনসেটিভ এবং গুরুত্বপূর্ণ;পুরোটা না জেনে মন্তব্য করা ঠিক হবে না।তাই আপনার পরবর্তী পর্ব/পর্বসমূহের অপেক্ষায় রইলাম।

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১

নতুন বলেছেন: বিষয়টা আসলেই সেনসেটিভ এবং গুরুত্বপূর্ণ; দুই ধমের বিশ্বাস এর সাথে জড়িত..

যদিও সত্যটা কি তা কখনোই প্রমানিত হবে বলে আমি আশা করিনা..

কিন্তু এই ব্যক্ষাটাই যুক্তি সম্মত বলে মনেহয়... তাতে অলৌকিকতা নাই..বাস্তবতা আছে..

১০| ৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৭

অলিন্দ বলেছেন: পরের পর্বের অপেক্ষায়।

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

নতুন বলেছেন: ধন্যবাদ..

১১| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: বাইবেল তো বেন যা পাওয়া যায় নকল আসল বাইবেল নাই সুতরাং কোরআন ব্যাতিত সব ভুয়া ।

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৯

নতুন বলেছেন: বন্ধু দুনিয়ার ৩১% মানুষ বাইবেলে বিশ্বাস করে... তাদের কাছে বাকি সব ভুয়া..

আর এই তথ্য সত্যি হলে অনেক কিছুই নতুন করে চিন্তা করতে হবে তাদের...

১২| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জাফরুল মবীন বলেছেন: বিষয়টা চমকপ্রদ, সেনসেটিভ এবং গুরুত্বপূর্ণ;পুরোটা না জেনে মন্তব্য করা ঠিক হবে না।তাই আপনার পরবর্তী পর্ব/পর্বসমূহের অপেক্ষায় রইলাম। সহমত, অপেক্ষায় রইলাম।

০২ রা নভেম্বর, ২০১৪ ভোর ৪:৪৬

নতুন বলেছেন: ধন্যবাদ... আগামী কাল ২ পব`..

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৫

শার্লক_ বলেছেন: যা ভাবছিলাম। আহমেদীয়রাই এটা বিশ্বাস করে।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৯

নতুন বলেছেন: যা ভাবছিলাম। আহমেদীয়রাই এটা বিশ্বাস করে।


আপনার ভাবনাটা মনে হয় ঠিক না... আমি আমি আহমেদীয় না...

এবং তাদের ধারনা থেকে এই লেখা লিখিনাই...

Notovitch 1887 সালে তার বইতে এই তথ্য লিখেছিলেন... তার উপরে ডকুমেন্টরী দেখতে গিয়ে এই তথ্যের উপরে আগ্রহী হয়েছিলাম...

পরে দেখেছি যে মিজা` গোলাম আহমেদও এই বিষয়ে বই লিখেছেন...

যদিও তার বইএর বিষয়ে এখনো পড়িনাই..

বিবিসি চ্যানেলের ও এই বিষয়ে ডকুমেন্টরি আছে... তারা অবশ্যই আহমেদীয়া না..

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১২

নতুন বলেছেন: নটভিচ বই প্রকাশ করে ১৮৮৭ সালে...

মিজা` গোলাম আহমেদ ১৯০৮ সালে...

এখন চিন্তা করে দেখেন কে কাকে অনুসরন করে থাকতে পারে...

একটু গুগুল থেকে দেখুন..

১৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০১

আমি ব্লগার হইছি! বলেছেন: মাথাটা ঘুরে গেল।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৬

নতুন বলেছেন: হুম আমারও ঘুরেছে... তাই তো সবাইকে জানাতেই এই লেখা...

১৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: সত্যতা প্রমানে লিংক যোগ করলে ভাল হয় বন্ধু ।। ধুয়াশার মধ্য আছি ।

৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৮

নতুন বলেছেন: বন্ধু নটভিচের বইএর লিংক আছে... তিনি প্রথম এই বিষয়ে বইলেখেন..

আরো লিংক দেবো... অনেক ডকুমেন্টরি আছে..ইউটিউবে..

১৬| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:২০

খেলাঘর বলেছেন:

সম্ভব।

ক্রিশে যীশুর মৃত্যু হয়নি; তাকে গুহায় রেখে দেয়ার পর, তিনি বেহুস অবস্হা থেকে ফিরে আসেন, ও পালিয়ে যান। তিনি সাগরেদদের সাথে দেখা করলে, সাগরেদেরা তাঁকে বঝতে পারেননি।

তখন তিনি প্রাণ বাঁচাতে পুর্বদিকে চলে যান।

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:৩৯

নতুন বলেছেন: হুম এটাই কিন্তু বাইবেলের কথায় দেখা যায়...

পরের পবে` এটা লিখবো..

১৭| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


ইন্টারেস্টিং...

নতুন দা আমার পছন্দের বিষয় নিয়ে লেখার জন্য অসংখ্য প্লাস..........

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ২:০৬

নতুন বলেছেন: জানি আপনার এই লেখা ভাল লাগবে :) কারন আপনিও জটিল রহস্য নিয়ে ভাবেন তা আপনার লেখায় বোঝাযায়..

এইনিয়া বেশ কিছু ডকুমেন্টরি আছে..নেটে.. সেই গুলি থেকেই আগ্রহ আর এই লেখা..

১৮| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ২:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:



নতুন দা আপনার কাছ থেকে Three Secrets of Fatima সম্পর্কে কিছু জানতে চাই। এই কাহিনীটা নিয়ে অনেক ভাবছি। আপনার এইসব বিষয় নিয়ে ধারনা অনেক স্বচ্ছ। তাই মনে হলো আপনিই আমাকে সাহায্য করতে পারবেন।

০১ লা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২০

নতুন বলেছেন: আমি এই রহস্য সম্পকে আপনার কাছ থেকেই জানলাম...

দেখি এইটা নিয়া স্টাডি করে .. নতুন কিছু জানতে পারলে অবশ্যই জানাবো.. :)

১৯| ০১ লা নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৩

সবুজ স্বপ্ন বলেছেন: আমি এই কবরটি দেখেছি কাশ্মীর এ কিন্তু তখন আসলে এত পুরানো মনে হয় নাই

০১ লা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

নতুন বলেছেন: লিখুন এটা সম্পকে... আপনি কি শুনেছেন ঐ কবর সম্পকে..

ঐ করবের অনেক পুরোনো ইতিহাস আছে...

২০| ০১ লা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯

সবুজ স্বপ্ন বলেছেন: আমি গত আগস্টে এই কব দেখেছি কাশ্মীর । কিন্তু ওইসময় একজন ড্রাইভার বলল এটা কোন পীরের মাজার এবং একদম হযরত বাল মসজিদের পাশেই। এরকম জানলে তো ছবি তুলে আর তথ্য জানার চেষ্টা করতাম । আফসোস !!!!

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১:০৮

নতুন বলেছেন: :)

২১| ০১ লা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩

সবুজ স্বপ্ন বলেছেন: আর যীশু ভারতবর্ষে এসেছিলেন এরকম আর অনেক প্রমান আছে।

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮

নতুন বলেছেন: ধন্যবাদ..

২২| ০১ লা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২১

সবুজ স্বপ্ন বলেছেন:

০১ লা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০

নতুন বলেছেন: অনেক ধন্যবাদ ছবির জন্য... কাস্মিরে ভ্রমনের ইচ্ছা আছে..খুবই সুন্দর জায়গা..

প্রথম ২টা আসেনাই লিংকটা ঠিক হয়নাই মনে হয়..

২৩| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: জাফরুল মবীন বলেছেন: বিষয়টা চমকপ্রদ, সেনসেটিভ এবং গুরুত্বপূর্ণ;পুরোটা না জেনে মন্তব্য করা ঠিক হবে না।তাই আপনার পরবর্তী পর্ব/পর্বসমূহের অপেক্ষায় রইলাম।

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০১

নতুন বলেছেন: ২য় পব`লিখেছি.. দেখুন..

যীষু খ্রস্টের জীবন নিয়ে নতুন একটা কাহিনি... পুরোপুরি ঐতিহাসিক সত্য না...

আমার কাছে এই কাহিনিটা অনেক যৌক্তিক মনে হয়েছে... মৃত্যু থেকে জীবিত হওয়া...তার স্বগে` চলে যাওয়ার চেয়ে...

২৪| ০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

ভ্রমন কারী বলেছেন: .কিন্তু সেটা টের পেয়ে তিনি সেখান থেকে গৌতমিদেশ রাজ্যে বৌদ্ধদের সাথে বসবাস করেন...এবং পালি ভাষা শেখেন এবং৬বছর পুরানো স্ক্রোলে লেখা পুরানো সুত্রা শেখায় মননিবেষ করেন....তার পরে তিনি ভারত, নেপাল, তিব্বতের বিভিন্ন স্থানে বুদ্ধার বানী প্রচার করেন... ২৯ বছর বয়সে তিনি জন্মভূমি ইসরাইলে ফিরে যান... [/si
B:-) B:-) B:-) B:-)

এই অংশটা বুঝলাম না, বুদ্ধা কি অন্য কারো কাছ থেকে বৌদ্ধ ধর্ম শিখলো ?

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৬

নতুন বলেছেন: বালক যীষুর কথা বলা হয়েছে..

এটা নটভিচের বইয়ে.. বুদ্ধদের স্ক্রলের অনুবাদ হিসেবে তিনি লিখেছেন...

২৫| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৮

ইমরান আশফাক বলেছেন: নতুন তথ্য জানলাম, দেখা যাক সামনে আর কি কি আছে।

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬

নতুন বলেছেন: ধন্যবাদ..

২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪০

সািদকআরকে বলেছেন: ঈসা আঃ কে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন ।এবং তিনি আবার আসবেন ।এটাই সত্য ।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০১

নতুন বলেছেন: এটা বিশ্বাস.. এটা কাহিনি..

প্রমানিত সত্য না..

অনেক কিছুই আমরা বিশ্বাস করি এবং সত্য বলে মনে করি...

কিন্তু একই জিনিসের অনেক রকমের বিশ্বাস আছে... তাহলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা ?

এই জন্যই অনেক রহস্য থেকে যায় দুনিয়াতে...

২৭| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি অনুগ্রহ করে পোস্টের বানানগুলো ঠিক করে নিন।

১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২৮

নতুন বলেছেন: ঠিক আছে.. আজ রাতে করবো

২৮| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমরা আপনার এই সিরিজটি আমাদের ফেসবুক পেইজে প্রমোট করতে চাই। সেই লক্ষ্যে বানানের ব্যাপারটি খুব গুরত্বপূর্ণ।

২৯| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৯

যাযাবরমন বলেছেন: ইসলামিক বিশ্বাসের সাথে এই ধারনা মিলে না।
আর ইসলাম ধর্মে ইসা আ: একজন গুরুত্ব পুর্ন নবী।

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০১

নতুন বলেছেন: Some time truth can be stranger then fiction.

৩০| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ৯:২৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: এমন কাহিনী আগে কখনো শুনি নাই। যদি মিথ্যা জানি না। তবে সত্যি হলেতো অনেক কিছু হয়ে যেতে পারে।

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৬

নতুন বলেছেন: এটা বেশ পুরানো কাহিনি...

মজার ব্যাপার হলো হিন্দুদের অনেক পুরানো একটা গ্রন্হ বিশ্বপুরানেও এই ব্যাপারে একটা কাহিনি আছে...

কাস্মীরের এক রাজা ঐ অঞ্চলে এক বিদেশী সাধুর দেখা পেয়েছিলেন.... তিনি নিজেকে ইসা বলে দাবি করেছিলো... তিনি কুমারী মাতার সন্তান ছিলেন এবং তাকে তার এলাকার মানুষ হত্যার চেস্টা করাতে তিনি ঐখানে এসেছিলো....

তার গায়ের রং সোনালী বলা হয়েছে কিন্তু বত`মানে যীসূর যত ছবি দেখবেন সবই কিন্তু তাকে সাদা রং এর দেখা যায়..

কিন্তু ততকালীন হীব্রুরা বাদামী ছিলো... পুরো সাদা ছিলোনা...

তাই বিশ্বুপুরানোর কাহিনিতে তাকে সোনালী বা সাদা/বাদামীর মাঝামাঝী রংএর বোঝালে বিষয়টা আরো বিশ্বাস যোগ্য হবে...

কারন বত`মানে সবাই মনে করে যীসূ শ্বেতাঙ্গ ছিলেন.. কিন্তু ইসরাইলের আদী মানুষ আসকের শ্বেতাঙ্গের মতন ছিলেন না...

এটা নিয়ে আরেকটু খোজ খবর নিতে হবে... কিন্তু বিশ্বপুরানের থেকে অনুবাদ করে বোঝাতে পারবে তেমন কাউকে পাচ্ছিনা.. :(

৩১| ১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১২

নাজিব হোসেন আকাশ বলেছেন: আপনার ধারণা সঠিক।
মির্যা গোলাম আহমদ এই ব্যাপারে লিখেছেন।
তবে তিনি যা লিখেছেন তা কেবলই এক রেফারেন্স বুক।
বিভিন্নভাবে তিনি ঈসা/জেসাস/ইয়াশুয়া এর ক্রুশীয় মৃত্যু থেকে উদ্ধার ও কাশ্মীরে সমাহিত হওয়া প্রমাণ করেছেন।
উনার বই "JESUS IN INDIA" তে তিনি সব রেফারেন্স একত্র করেছেন।
বইটার বাংলা অনুবাদও রয়েছে।
সেখানে তিনি প্রথমত, কুরআন হতে, দ্বিতীয়ত বাইবেল হতে, তৃতীয়ত চিকিৎসাশাস্ত্র হতে, চতুর্থত ইতিহাস হতে, পঞ্চমত কাশ্মীরী লোককথা হতে তিনি প্রমাণ করেছেন।
বইটা পড়ে দেখবেন।
কাদিয়ানি/আহমদীয়াদের ধর্মবিশ্বাসের মূলভিত্তিই এটা যে ঈসা/জেসাস মৃত ও কাশ্মীরে সমাহিত আছেন।
কাদিয়ানিদের বাংলা ওয়েবসাইট ww.ahmadiyyabangla.org তে বইটা পাবেন।

১৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২২

নতুন বলেছেন: হুম তিনিও এই ব্যপার নিয়ে লিখেছিলেন।

১৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৬

নতুন বলেছেন: ভাই একটা প্রশ্ন<<
আপনি কি বিশ্বাস করেন যে মির্যা গোলাম আহমদ ইমাম মাহাদী ছিলেন?

৩২| ১৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৯

নাজিব হোসেন আকাশ বলেছেন: ভাই, আমি বিশ্বাসের অন্ধত্ব হতে সদা সর্বদা মুক্ত থাকতে চাই।
২ আর ২ যোগ/গুণ করলে যে ৪ হয় সেটা বিশ্বাস করতে হয়না।
সেটা প্রমাণিত।
ঠিক তেমনি কেউ যদি কুরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে যাচাইবাছাই করে তাহলে তার কাছে মির্যা গোলাম আহমদের সত্যতার ব্যাপারটা নিশ্চিতরূপে স্পষ্ট হবে।
আমি পবিত্র কুরআন অনুযায়ী তাকে যাচাইবাছাই করেই তার ইমাম মাহদী হবার ব্যাপারে নিশ্চিত বিশ্বাস স্থাপন করেছি।
তিনিই ইমাম মাহদী যদি ও কেবল যদি কুরআন সত্য হয়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৫

নতুন বলেছেন: ভাই কোরানে মাহাদী আছে কি? মনে হয় নাই। তাহলে কিভাবে কোরান দিয়ে যাচাই করলেন?

আর মাহাদী হলো ওয়েটিং ফর গডো এর মতন গডো... একটা আশা... ইমাম মাহাদী আশার কোন কারন নাই। এটা একটা বানানো মিথ।

এই পযন্ত অনেক মাহাদী এসেছে... একজন তো মক্কা দখলও করেছিলো... ১৯৭৯ এ Click This Link

৩৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৬

সিরাজী বলেছেন: অনেক দেরিতে হলেও এমন একটা পোষ্ট পরে আনন্দিত হইলাম।। নিকোলাস নটোভিচ এর লেখন বা বই টি আমার জন্য অনেক উপকারে আসবে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৬

নতুন বলেছেন: ধন্যবাদ.... ভালো লেগেছে শুনে খুবই খুশি হোলাম...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.