নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
একটা ই-কমাস` সাইট তৌরির জন্য চেস্টা করছি তার জন্য একটা লোগো খুজছি। ক্রিয়েটিভ মানুষের আড্ডা সামু তাই আশা করি ইউনিক একটা লোগো সামু থাকে পেয়ে যাবো।
আমাদের এই প্রচেস্টা নতুন তাই খুব বেশি সন্মানী দিতে হয়তো পারবো না কিন্তু চেস্টা করবো।
বিষয় সম্পকে কিছুটা ধারনা দেই:-
* ই-কমাস` সাইট
* সংযুক্ত আরব আমিরাতের জন্য তৌরি
* সব রকমের পন্যই এই সাইটে বিক্রি করবো আমরা। ( আপাতত পোষাক, একসেসরিস,পারফিউম আছে)
* ৩ডি হলে ভালো হয়। ছোট খাটো হলেই ভালো।
* নাম Uae Express ( নামের বিষয়টা না থাকলোও চলবে)
ওয়েব সাইটের ঠিকানা :- http://www.theuaeexpress.com
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/neoblog/neoblog-1485933028-053e02d_xlarge.jpg
সাইটের জন্য ফ্রল্যান্সার ডট কম থেকে এক ডিজাইনার দিয়ে তৌরি করলাম এটা... বাংলাদেশী একজনই বানিয়েছে।
সামুতে কয়েক জন করতে চেয়ে শেষ পযন্ত আর করেনাই।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৬
নতুন বলেছেন: [email protected]
waiting for your design.
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার ই-কমাস` সাইটের জন্য শুভ কামনা রইল।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৬
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রায় এগার বছর ব্লগিং করছেন এখনো আপনি নতুন। বিষয়টি নিয়ে অনেক ভাবছি। আমি আবার বোকা-সোকা লোক কি না, সহজে কোন কিছু বুঝতে পারি না। অবশ্য আমার প্রতি আপনার বিরক্তি প্রকাশের ঘটনা মনে হয় অনেক পুরাতন! তার পর আর আপনার সাক্ষ্যাত মিলেনি। অর্ধশত বছরে এসে ভাবছি আমার উন্নতি করা দরকার! সেই যাই হোক নিজে উন্নতি না করলেও অনেকের উন্নতি বেশ দেখতে পাচ্ছি। পোষ্টের জন্য অনেক শুভেচ্ছা। কিন্তু এ ক্ষেত্রে আমি মনে হয় বেকার। আফসুস হয়। সুযুগটা কাজে লাগাতে পারলাম না।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৫
নতুন বলেছেন: আমি চির নতুন...
ব্লগেও তেমন সময় দিতে পারিনা। তাই আপনার লেখা সামনে আসেনা এবং পড়া হয়না।
আর সমালোচনাকে আপনি ভাল ভাবে নেন না তাই আপনার ধারনার বিপক্ষে কোন মন্তব্য করিনা।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আর সমালোচনাকে আপনি ভাল ভাবে নেন না তাই আপনার ধারনার বিপক্ষে কোন মন্তব্য করিনা। আপনার সমালোচনা আমি কি ভাবে নেই তার প্রমাণ মিলবে নীচের কবিতায়-
ভাবনায় ব্লগার নতুনঃ
সামুর ব্লগেতে এসে দেখেছি নতুন
নতুন নামের এক ব্লগার ভাসায়
জ্ঞানের সাগরে নাও স্বদেশী ভাষায়
দেখেছি বিস্তৃত তার জ্ঞানের প্রান্তর।
প্রবাসে থেকেই তিনি করেন যতন
স্বদেশী মানুষ জনে ব্লগের নেশায়
ভুলিয়ে মনের ব্যাথা, সুন্দর লেখায়
সকলে আপন তাঁর কিস্নিগ্ধ অন্তর।
এমন মানুষ পাওয়া সৌভাগ্য অনেক
সকলে সাক্ষাত দেয় হোক সে অখ্যাত
জ্ঞানের সেতারে তার সময়ে প্রত্যেক
সুরের ঝঙ্কার তোলে প্রশান্তি যে কত!
নতুনে নতুন তাই করছি এ দাবী
আসুন একত্রে গড়ি নতুন পৃথিবী।
# ছন্দঃ অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫
নতুন বলেছেন: আমার নিক নিয়ে সনেট এটা বিরাট ভাগ্য আমার....
ধন্যবাদ আপনাকে...
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৭
মানবী বলেছেন: বাহ্! ভালো খবর।
লোগো দিতে পারছিনা বলে দুঃখিত তবে একরাশ শুভকামনা রইলো নতুন সাইটের জন্য।
মাঝে মাঝে দেখে আসা যাবে। :-)
ভালো থাকুন নতুন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৩
নতুন বলেছেন: শুধু দেখে আসলে চলবেনা... পরামশ` দিতে হবে যাতে আরো ভালো করতে পারি...
৬| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৫
ফয়সাল রকি বলেছেন: লোগো ভালো হয়েছে।
১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৬
নতুন বলেছেন: ধন্যবাদ রকি ভাই।
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫
আল মেহেদি হাসান বলেছেন: আমি করতে ইচ্ছুক । আপনার ফেসবুক অথবা ইমেইল এড্রেস প্রদান করুন !
আমার ইমেইল ফেসবুকে আমি