নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
ধাধা নং ০৯:- খুনি কে? কেন?
অফিসার অনন্ত জলিল আর মিয়া খলিফা সকাল ৯টায় বাড়ীর সামনে এসে নামলো।
অনেক বড় ঘটনা ঘটে গেছে। শহরের শেষের চৌধরী বাড়ীতে কয়েকজন কে একসাথে মৃত অবস্তায় পাওয়া গেছে। রাতে সবাই পাটি`র শেষ ঘুমিয়া পড়েছিলো তারা আর ঘুম থেকে জেগে উঠেনাই। বিষ প্রয়োগ করো হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করে গোয়ন্দারা।
ঘরে ভিডিও ক্যামেরাতে পাটির কিছু ভিডিও ছিলো তাতে মোট ৭ জন ছিলো। তাদের ৫ জনের লাশ পড়ে আছে ঘরে। পড়ে আছে ২৪টা বিয়ার, ককটেলের পান্চবোউল,৭টা খালি গ্লাস।
৭জনের মাঝে ডিপজল আর ডন দুই জন পাটি` শুরুর একটু পরেই ঘর থেকে বের হয়ে গিয়েছিলো।
পুলিশ তাদের তলব করে। অনন্ত জলিল তাদের জিঙ্গাসাবাদ করে।
ডিপজল বলে যে সে শুধুই ১ কেস কোরোনা বিয়ার আর বরফ নিয়ে পাটিতে এসেছিলো। বাকি মদ ঘরেই ছিলো এবং সবার সাথে কিছুক্ষন থেকে এবং ডনের বানানো ককটেল পানকরে চলে গিয়েছিলো।
ডন বলে সে এবং ডিপজল একই সাথে বের হয়েছিলো এবং ককটেল সেই বানিয়েছিলো। কিন্তু তারা সবাই এই ককটেল একই পাত্র থেকে ঢেলে পান করেছে। এবং খাবার পর পরই তারা দুইজন চলে গিয়েছিলো।
সিসি টিভির ভিডিও দেখে তাদের কথার সাথে মিল পায় অনন্ত জলিল।
জলিল তাদের মাঝে একজনকে গ্রেপ্তার করে.... !!!
প্রশ্ন হলো কাকে? এবং কেন?
ধাধা নং ১০:- হিরু আলম ইন এ সিক্রেট মিশন!!!
হিরু আলম দুবাইতে একটা সিক্রেট মিশনে এসেছে। বুজ`আল আরবে তার সুইট রুমে রিল্যাক্স করতেছিলো। তখন হঠাত তার রুমের দরজাতে কে যেন নক করলো। এক সুন্দরী তার দরজাতে দাড়ানো। তাকে হিরু আলম কখনো দেখেনাই।
কি চাই জিঙ্গাসা করলেন তিনি... সুন্দরী বললেন সরি ভুল হয়ে গেছে। ভেবেছিলাম এটা আমার রুম বলেই চলে যাবার জন্য ঘুরে দাড়ালো সুন্দরী।
কিছু একটা চিন্তা করে হিরু আলোম পিস্তল বের করেই কইলো স্টপ দিয়ার, সুন্দরী দুই হাত উপরে তুলে খাড়াও।
কেন হিরু আলম সুন্দরীকে হ্যান্ডস আপ করতে বললো??
--(ইংরেজী গল্প ধাধা অবলম্বনে)
পব` ০১ >> Click This Link
পব` ০২ >> Click This Link
পব` ০৩ >> Click This Link
পব` ০৪ >> Click This Link
১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৭
নতুন বলেছেন: পড়ে আছে ২৪টা বিয়ার,
বিয়ার ১ কেসই আছে... কেউ খায়নাই ঐখান থেকে...
২| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি ধাঁধা পাড়ি না। ক্ষেমা চাই।
১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৭
নতুন বলেছেন: হিরু আলম বুঝতে পারলো আর আপনি পারবেন না কেন???
৩| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১২
উদাস মাঝি বলেছেন: ওস্তাদ আই সারেন্ডার, কইয়া দ্যান তাত্তারি
২০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫২
নতুন বলেছেন: একটু অপেক্ষা করেন.... অনেকেই উত্তর দেবে
এটা খুব একটা জটিল না... আবার পড়ে দেখেন... ধরতে পারবেন।
৪| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৭
মেঘের সাথী বলেছেন: চৌধরি বাড়ির চৌধরি সাহেব নেই? সে থাকলে তাকেই খুনি ভাবা যেত।
ধাঁধাঁর ব্যপারে প্রচুর দুর্বল। উত্তরের জন্য অপেক্ষা করলাম।
২০ শে আগস্ট, ২০১৭ রাত ১:৫৬
নতুন বলেছেন: কাহিনিতেই ক্লু আছে...
৫| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ২:০২
মেঘের সাথী বলেছেন: নাহ্ পারবনা। যতবার পড়ছি ততোবারই উল্টো প্রশ্ন মাথায় আসছে।
২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩০
নতুন বলেছেন: প্রশ্ন করুন...
৬| ২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫১
হানিফঢাকা বলেছেন: ধাধা ১ঃ
১ কেস বিয়ারে যে ২৪ টা বিয়ার হয় সেইটা না জানলে এর উত্তর দেওয়া সম্ভব না। সুতরাং ১ নং ধাধার উত্তর দিতে পারলাম না।
ধাধা ২ঃ
নিজের রুম ভাবলেত আর নক করতনা। সরাসরি ঢুকে যেত। উত্তর হইছে?
২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৫
নতুন বলেছেন: In the United States, typically a standard case contains a certain number of items depending on what the merchandise is. For consumer foodstuffs such as canned goods, soda, cereal and such, a case is typically 24 items, ---
Case (goods) - Wikipedia
https://en.wikipedia.org/wiki/Case_(goods)
কেস সাধারনত ২৪ পিসে হয়।
৭| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩২
মেঘের সাথী বলেছেন: ঘরের ভিডিওগুলো করল কে? ঘরে তো সিসিটিভি ছিলনা যে অটো রেকর্ড হয়েছিল!!!
বিয়ারের বোতল কি খালি ছিল? না থাকলে ককটেল বানানো হল কি দিয়ে!
মাথায় শুধু প্রশ্নের খেলা চলছে! উত্তর জনবো কখন?
২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৪
নতুন বলেছেন: ভিডিও ওরাই করেছিলো... হতে পারে মোবাইলে বা ভিডিও ক্যমেরায়....
২৪টা বিয়ারের বোতল পেয়েছে ওরা... মানে ওগুলি ভরাই ছিলো।
ককটেল বানাতে বিয়ার ব্যবহার করেনা। অন্য এলকোহল ব্যবহার করে এবং সেটা বাসাতেই ছিলো।
দেখি কেউ উত্তর দেয় কিনা... না হলে আমিই দেবো। ( অবশ্যই উত্তর আসবে একটু অপেক্ষা করুন)
৮| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৯
সুমন কর বলেছেন: ১। মনে হচ্ছে, ডিপজল। কারণ সে বরফ নিয়ে পাটিতে এসেছিল, সুতরাং ককটেল বানাতে সে বরফ মেশানো হয়েছিল।
২। নিজের রুম হলে কেউ নক করে না, সুতরাং সন্দেহ হওয়াটাই স্বাভাবিক।
২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১৭
নতুন বলেছেন: মুটামুটি ঠিকই আছে.....
কিন্তু ভিডিওতে আছে সেও সেই ককটেল খেয়েছিলো সবার সাথেই বানানোর সাথে সাথেই এবং ডনের সাথে পাটি` ত্যাগ করে।
২ নং ঠিকই আছে....
৯| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন: সবাই বিষ পানে আত্মহত্যা করেছিল !
ডিপজলকে ধরে নিয়ে যাওয়ার কারণ হল,পুলিশ সিসি ক্যমেরায় বা ভিডিওতে দেখতে পায় যে সে পাটিতে ককটেল বানাতে সে বরফ মেশাচ্ছিল, একারণে তাকে সন্দেহ ভাজন হিসাবে ধরে নিয়ে যায়।
(ভুল হলে অগ্রীম সরি, এটা হলে হিরু আলমের দিকে যাবো)
২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২০
নতুন বলেছেন: আত্নহত্যা করে নাই।
আর গল্পে কিন্তু ডিপজলকে ধরার কথা বলা নাই। একজন কে গ্রেপ্তার করেছে খুনী হিসেবে.... প্রশ্ন হলো কাক এবং কেন?
১০| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ২:০৫
শব্দমিস্ত্রি বলেছেন: লেখক উত্তর দিয়ে দিন.....
২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২২
নতুন বলেছেন: ২ নং উত্তর দিয়েছেন ... হানিফ ঢাকা ভাই.... এবং সুমন কর ।
২ নং উত্তর<< । নিজের রুম হলে কেউ নক করে না, সুতরাং সন্দেহ হওয়াটাই স্বাভাবিক।
১১| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২১
হানিফঢাকা বলেছেন: ঘরে ভিডিও ক্যামেরাতে পাটির কিছু ভিডিও ছিলো তাতে মোট ৭ জন ছিলো। তাদের ৫ জনের লাশ পড়ে আছে ঘরে। পড়ে আছে ২৪টা বিয়ার, ককটেলের পান্চবোউল,৭টা খালি গ্লাস।
ভিডিওতে মোট ৭ জন ছিল। তার মানে হল, লোক ছিল ৮ জন। ৮ নম্বর ব্যক্তি ভিডিও করছিল। এখন ৫ জন মারা গেছে, দুই জন বের হয়ে গেছে। এরা সবাই একই পাত্র থেকে খেয়ছিল। সুতরাং এরা দোষী না। সুতরাং ৮ নম্বর ব্যাক্তি যে ভিডিও করছিল সেই ব্যাক্তিকেই ধরে নিয়ে গিয়েছে। হয়েছে?
২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৪
নতুন বলেছেন: হানিফঢাকা বলেছেন: ঘরে ভিডিও ক্যামেরাতে পাটির কিছু ভিডিও ছিলো তাতে মোট ৭ জন ছিলো। তাদের ৫ জনের লাশ পড়ে আছে ঘরে। পড়ে আছে ২৪টা বিয়ার, ককটেলের পান্চবোউল,৭টা খালি গ্লাস।
ঘরে ৭টা খালি গ্লাস ছিলো এবং ভিডিওতে মোট ৭জন দেখা গেছে..... মানে মোট ৭ জনই ছিলো।
বাকি ২ জন হলো ডিপজল + ডন...
দুইজনই সবার সাথে ককটেল খেয়েছে একই পাত্র থেকে নিয়ে।
কিন্তু ডিপজল বরফ নিয়ে এসেছিলো.... ঐ বরফেই বিষ ছিলো... বরফের কিউবের ভেতরে বিষ ছিলো... তাই যখন বরফ ককটেলে দেয় তখনই ডিপজল সেখান থেকে ড্রিংস নিয়ে ছিলো... তাই সে এবং ডন বিষে আক্রান্ত হয় নাই। কিন্তু যখন বরফ গলতে শুরু করে এবং বিষ ড্রিংসে মিশে যায় তখন বাকিরা আক্রান্ত হয় এবং মারা যায়।
তাই অনন্ত জলিল ডিপজলকে গ্রেপ্তার করেছিলো।
সে ডনকে নিয়ে এক সাথে ড্রিংকস করেছিলো এবং পাটি` থেকে চলে গিয়েছিলো যাতে সে সন্দেহ এড়াতে পারে।
১২| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
সুমন কর বলেছেন: তাহলে আমি ঠিক ছিলাম........
১৩| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ২:১৭
চাঁদগাজী বলেছেন:
আমি পড়ার আগে সমাধান বলে দেয়া হয়েছে, আমাকে মাথা ঘামাতে হলো না।
২৮ শে আগস্ট, ২০১৭ রাত ২:৪১
নতুন বলেছেন: এতো দিনেও পড়েন নাই... ?
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৭
ক্লে ডল বলেছেন: ধাধা নং ০৯ এর উত্তরঃ জলিল ডিপজলকে গ্রেপ্তার করেছে। ১ কেস কোরোনা বিয়ারে সম্ভাবত বিষ ছিল।