নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

সনেট কবির ৮০০ তম সনেট, এখন সময় গিনিজ ওয়াল্ড রেক`ডে আবেদন করার।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৭



আমাদের সনেট কবি ৮০০ তম সনেট লিখেছেন। তার এই বিষয়টা নিয়ে গিনিজের ওয়েব সাইটে একটু খোজ নিলাম। আবেদনের প্রকৃয়া খুব বেশি জটিল না কিন্তু প্রতি বছর লাখের উপরে আবেদন জমা পরে তাদের কাছে। তাই তারা আবেদনের ১২ সপ্তাহ পযন্ত সময় নেয় আবেদনের উত্তর দিতে।

আমি কবির পক্ষে আবেদনের জন্য একাউন্ট করেছি এবং কয়েক দিনের মধ্যেই আবেদনের করবো ।

কবিকে আমি তার লেখার সব কবিতার সফ্টকপি করতে বলেছি্, যদি তারা দেখতে চায় তবে দেওয়া যাবে।

আমি সবাইকে অনুরোধ করবো যদি কারুর পরিচয় থাকে বিষয়টা নিয়ে যদি দেশের পত্রিকায় লেখার ব্যবস্হা করা যায়, তবে এটা আরো একটু সহজ কবে।

আমি কবিকে অনুরোধ করবো তিনি একটা তার সব কবিতা নিয়ে একটা পোস্ট করুন যেটা সবাই রেফারেন্স হিসেবে দেখাতে পারে


আপডেট:-

http://www.guinnessworldrecords.com/account/applications/797352 এপ্লিকেসনের লিংক... নিচে আমার মন্তব্যের লিংকে ক্লিক করুন।

দেখি কি উত্তর আসে ওদের থেকে। ১২ সপ্তাহের মতন লাগবে উত্তর পেতে।

ফেসবুকে গিজিনের পেজে প্রশ্ন করেছিলাম এই বিষয়ে এবং তারা যেই জবাব দিয়েছে তাতে মনে হয় এই বিষয়ে রেকডের আবেদন ওরা নেবে না। :(

THURS 7:08PM
Unfortunately, due to the very subjective nature of poetry and the difficulty of even defining the word "poem", we do not consider any claims for poetry, other than what might ordinarily fall within our broader publishing records

মন্তব্য ১০০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১০০) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনাকে ধন্যবাদ।। আমিও চাই সনেট কবি অন্যান্য উচ্চতায় চলে যাক। শুভ কামনা।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৫

নতুন বলেছেন: তার সনেটের প্রতিভা সবার সামনে আসা দরকার। ৮০০ সনেট অবশ্যই বিরাট ব্যাপার।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪১

নতুন বলেছেন: Click This Link

আবেদনের লিংক...

২| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সামহোয়্যার ইন ব্লগের পক্ষ থেকে আবেদন করা হোক।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৮

নতুন বলেছেন: আবেদন উনি নিজেও করতে পারবেন। উনার পক্ষেও যে কেউই করতে পারে।

৩| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৯

রেইড ইন স্কাই বলেছেন: খুবই চমৎকার ব্যাপার।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৫

নতুন বলেছেন: নতুন বিষয় তাই চেস্টা করছি আরকি।

এটা তো অনলাইনেই করা যায় তাই উনার জন্য এইটুকু করা ব্যাপার না। সফল হলে এটা দেশের জন্যও সুনাম।

৪| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:


কবিতাগুলোকে কি অনুবাদ করতে হবে কোন ভাষায়? গিনীজ বুকে কি এই বিষয়ে রেকর্ডের প্রচলন আছে?

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৯

নতুন বলেছেন: মনে হয় বাংলাতে হবার জন্য সমস্যা হবেনা।

আমি Most Sonnets written by a poet in Any Language এই জন্য আবেদন করবো। যদি এটা তে না হয় তবে

Most Sonnets written by a poet in Bangla Language এর জন্য আবেদন করবো।

এরা ১২ সপ্তাহ সময় নেয় একটা আবেদন জাচাই করার জন্য।

৫| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৫

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: অবশ্যই তার গিনেস বুকে স্বীকৃতি পাওয়া উচিত।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫০

নতুন বলেছেন: চেস্টা করছি।

৬| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত।

সনেট কবি আমাদের সামুর গর্ব। তার নাম গিনিজ বুকে দেখতে চাই....:)

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৬

নতুন বলেছেন: সবাই মিলে চেস্টা করলে সম্ভব হবে।

৭| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫

কৃষ্ণ কমল দাস বলেছেন: ৮০০ সনেট!!!!!!.........

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩১

নতুন বলেছেন: হুম... ৮০০ সনেট...

একটা লেখার চেস্টা করলে বুঝতে পারা যায় আসলে উনি কতটুকু সনেট পাগল...

৮| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০১

করুণাধারা বলেছেন: সহ ব্লগারের প্রতি আপনার এই অনুভূতি খুব ভালো লাগলো। দোয়া করি আপনার পরিশ্রম সার্থক হোক।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৪

নতুন বলেছেন: কবিতা আমার তেমন পড়া হয় না।

কিন্তু উনার এই ৮০০ সনেট লেখা এটা বিরাট একটা কাজ... তার জন্য যদি আমরা একটু সাহাজ্য করতে পারি তবে ভালো লাগবে।

আর এটা খুব একটা কঠিন কাজ না। আমি গিনিজের সাইটে খোজ নিয়ে একটা একাউন্ট করে তাতে তার জন্য আবেদন করবো। তারপরে যদি তারা উত্তর দেয় তবে সেই মতে ব্যবস্হা নেবো যাতে তাদের শত` পুরন করা যায়...

আমাদের এখানে ওদের অফিস আছে... দরকার পড়লে একবার যাওয়াও যাবে... কিন্তু মনে হয় না ততদুর যেতে হবে...এখন অনলাইনের যুগ সবই অনলাইনেই হবে।

৯| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: তাড়াতাড়ি বিষয়টি হলে খুশি হবো।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৪

নতুন বলেছেন: কয়েক দিনের মধ্যই আবেদন করবো। তার পরে অপেক্ষা ওরা কি জবাব দেয়... ওরা ১২ সপ্তাহ সময় নেয় উত্তর দিতে।

১০| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: গ্রেট।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৯

নতুন বলেছেন: দেখি কি হয়...

১১| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৩

মিথী_মারজান বলেছেন: খুব খুশি হবো যদি গিনিজ রেকর্ডে আমাদের শ্রদ্ধেয় সনেট কবিকে দেখতে পারি।
ব্যাপারটা শুধু উনার জন্য নয়, একজন সহব্লগার হিসাবে আমাদের এবং সামুর জন্যও হবে অনন্য এক পাওয়া।
আপনাদের দুজনের জন্যই শুভ কামনা।:)

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৩

নতুন বলেছেন: দেখি কি করতে পারি... আপনাদের কাছে কোন উপায় জানা থাকলে সেয়ার করুন...

১২| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: শুভ কামনা শ্রদ্ধেয় সনেট কবির জন্য।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩২

নতুন বলেছেন: ধন্যবাদ...

১৩| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো আপনার কাছে এমন আশ্বাস পেয়ে, হলে ভালোই হবে, আমিও অতন্ত খুশি হবো।

৮০০ কবিতা একসাথে পোষ্ট করা অনেকটা কষ্টসাধ্য হবে, তবে ১০০ বা ২০০ করে পোষ্ট করতে পারলেও অনেক ভালো হবে মনে হয়।

শুভকামনা কবির জন্য সবসময়

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩৩

নতুন বলেছেন: সবাই পরামশ` দিন কিভাবে বিষয়টা গ্রহনযোগ্য করে সবার সামনে উপস্হাপনা করা যায়।

১৪| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২০

সনেট কবি বলেছেন: আপনার পোষ্ট দেখে আমি অভিভূত। তবে আমি ভাবছি ৮০০ কবিতা ৮ টি পোষ্টে রিপোষ্ট দিয়ে এরপর সব গুলোকে আবার লিংক দিয়ে একটাতে বাইন্ডিং করা। আগষ্টে ভেবেছি বঙ্গ বন্ধুর পরিবার নিয়ে পোষ্ট দেব। যাক আশা করি দ্রুত কাজে নেমে পড়ব।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩০

নতুন বলেছেন: ১০০টা করে কবিতার নাম এবং সেই পোস্টের লিংক দিয়েই ৮টা পোস্ট করুন.... সেটাই অনেক ঝামেলার কাজ।

যাতে কেউ চাইলে লিস্ট দেখে সব কবিতা দেখতে পাবেন।

আমার পাঠানো কাগজ গুলি পড়ে দেখুন... ওদের শত` গুলি কি কি... তাতে কোন সমস্যা হবে কিনা কবিতার স্বত্ব নিয়ে...

যদি না থাকে তবে আবেদন করতে পারি আমরা।

১৫| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩২

সনেট কবি বলেছেন: আমি যতদূর জেনেছি তাতে সমস্যা হওয়ার কথা নয়। কাজেই আপনি আবেদন করতে পারেন। আমি আশাকরি এরমধ্যে কাজ গুছিয়ে রাখতে পারব-ইনশাআল্লাহ।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৭

নতুন বলেছেন: ঠিক আছে্। আমি কয়েক দিনের মধ্যেই আবেদন করবো।

আপনি সবগুলি কবিতা... ৮০০ টি সনেটকে এক স্হানে দেখার বিষয়টা নিয়ে কাজ করুন...

একটা পোস্টে ১-৫০ বা ১-১০০টা সনেটের নাম লিংক আকারে দিয়ে একটা পোস্ট দিন... তখন সেই লিংকে গেলে সবাই ১-৮০০ সবই পড়তে পারবে।

১৬| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি পদক্ষেপ নেয়ার জন্য। ভদ্রলোক প্রায় অসম্ভব একটি কাজ করেছেন।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:০১

নতুন বলেছেন: তিনি অসম্ভব কে সম্ভব করেছেন.... নেটে পেয়েছি যে সবচেয়ে সনেট লিখেছিলেন Guittone d'Arezzo ২৫০টা সনেট লিখেছিলেন... তাই আমাদের কবি ৮০০ অবশ্যই রেক`ডে নাম তোলার মতন কাজই করেছেন।

একটু চেস্টা করুন... কিভাবে ৮০০ সনেটের একটা সংকলন ব্লগ বানানো যায়... তবে এটা রেকড জাচাইয়ের সময় দেখানো যাবে।

এবং যদি বিষয়টা পত্রিকায় আসে তবে সেটাও রেফারেন্স হিসেবে দেখানো যাবে।

সবচেয়ে ভালো হয় যদি কোন ফ্রী সাইট বানিয়ে তাতে সব সনেটে গুলি রেখে দেওয়া। তবে সেই খরচে যেতে আমি এখনই তাকে বলবো না।

দেখি গিনিজ কতৃপক্ষ কি বলে...তার পরে সেই অনুসারে কাজ করতে বলবো উনাকে।

১৭| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:১৩

এস এম মামুন অর রশীদ বলেছেন: সনেট কবির প্রচেষ্টা ও প্রাণশক্তি অসাধারণ বলা যায়। তবে তাঁর সনেটে অনেক বানান ভুল থাকে, বাক্যের প্রবাহ থাকে অসম্পূর্ণ। এগুলো ভালোভাবে সম্পাদনা না করে এ ধরণের রেকর্ডের আবেদন না করাই ভালো হবে তাঁর নিজের জন্য, দেশের জন্য।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৭

নতুন বলেছেন: আবেদন করেছি এখন যখন তারা দেখতে চাইবে সেটা দেখানোর জন্য উনি কাজ শুরু করেছেন।

উনার যেই ভুল গুলি সবার চোখে পড়বে সেটা দেখিয়ে দিন... উনি সুধরে নেবেন। তবেই এটা বাস্তব হতে পারে।

উনাকে বলেছি সব গুলি একসাথে পোস্ট আকারে দিতে... আশা করি আপনি এবং বাকি সবাই ভুল গুলি দেখিয়ে দেবেন এবং উনি সেগুলি সুধরে নেবেন।

১৮| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৫

আরণ্যক রাখাল বলেছেন: সম্ভব হতেও পারে। দারুণ হবে

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩১

নতুন বলেছেন: আবেদন করেছি... দেখি ওরা কি বলে... যদি বিবেচনায় নেয় তবে প্রমান দেখতে চাইবে... তখন অবশ্যই সংখ্যাটা প্রমান করতে হবে।

তাই সবারই সাহাজ্য লাগবে।

১৯| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৬

বাকপ্রবাস বলেছেন: সংখ্যা অনেক, অবশ্যই দীর্ঘ প্রচেষ্টা ও সাধনার ফল। পাঠকদের উচিত সনেটগুলো নিয়ে আলাপ আলোচনা। সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে সনেটগুলোর মূল্যায়ন। এসব নিয়ে পোষ্ট আশা করি। তাতে করে সনেট সম্পর্কে সবার আগ্রহ বৃদ্ধি পাবে আর কবির সনেট এর বিষয়বস্তু এবং সাহিত্যিক মান ও নির্ণয় হবে। উপরে অনেক কমেন্ট পড়েছে এবং সকল কমেন্ট সংখ্যা বিচারে, আমাদের উচিত সনেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা। সনেট সম্পর্কে যাদের ভাল জানা আছে তারা এগিয়ে আসতে পারেন।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩৬

নতুন বলেছেন: অবশ্যই উনার ৮০০ সনেট নিভূল না... তাই সবাইকে এগিয়ে আসতে হবে যাতে এই ব্যাপারটাকে সবার সামনে গ্রহনযোগ্য ভাবে উপস্হাপন করা যায়।

যদি অন্য কেউ এতো সনেট না লিখে থাকেন... তবে এটা অবশ্যই আমাদের ব্লগের জন্য বিরাট একটা ব্যাপার। এবং দেশের জন্যও বিষয়টা সম্মানজনক।

২০| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৯

কাওসার চৌধুরী বলেছেন:



ধন্যবাদ, আপনাকে; আমরা চাই আমাদের প্রিয় কবির গিনেজ স্বীকৃতি৷

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৩

নতুন বলেছেন: চেস্টা করে দেখি কি হয়। আবেদন করেছি এখন দেখি তারা কি উত্তর দেয়।

২১| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এমন একটি পদক্ষেপ নেয়ার জন্য।
বাংলার সনেট কবি বিশ্ব ভ্রমন করুক ।

....................................................................................................................................................................

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৯

নতুন বলেছেন: বিষয়টা তেমন খুব বেশি কিছু না। কারন উনার সনেট মানের দিক থেকে খুব উচু মানের না্।

কিন্তু ৮০০ সনেট লেখাটাই বিরাট কাজ। যেটা হয়তো এখন পযন্ত অন্য কোন কবি করে নাই।

২২| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৪

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ নতুন - আপনি কি quality-কে গুরুত্ব দেন নাকি quantity-কে ? কবির গুরুত্ব কি রচিত কবিতার সংখ্যায় নাকি মানে-গুণে ? সনেট কবির রচিত আটশত সনেট এই ব্লগের বাইরে কোথায় প্রকাশিত হয়েছে ? তার সনেট নিয়ে কোন লিটল ম্যাগাজিন/সংবাদপত্রের সাহিত্য সাময়িকী/ ফোরামে আলোচনা হয়েছে ? তার সনেটের কাব্যগুণ নিয়ে কোন review লিখেছেন কেউ ? আগে এসবের খবর নেন তারপর গিনিজ রেকর্ডে নাম তোলেন ।

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১০

নতুন বলেছেন: আমি যদি ৮০০ সনেট লেখার কে রেক`ডের জন্য আবেদন করি তবে quantity ই আসল ।

যদি উনার ৮০০ সনেট হিসেবে গ্রহনযোগ্য হয় তবেই চলবে।

আমি সাহিত্যে নোবেলের জন্য আবেদন করছিনা। :)

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৮

নতুন বলেছেন: সবচেয়ে বেশি সনেট লেখা কবি হিসেবে রেক`ড হতে হলে উনার লেখা কবিতা গুলি সনেট কিনা সেটা কনফাম হতে হবে।

আমি উনাকে বলেছি সবগুলি এক জায়গায় করতে...

প্লিজ একটা সাহাজ্য করবেন যেন তার কোন লেখাটা সনেটের ক্রাইটেরিয়া মিট করেনা সেটা খুজে বের করতে। তখন যদি উনি সেটা সমাধান করতে পারেন তবে উপকার হবে।

২৩| ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর একটি পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ।

ওনার নাম গিনেসে উঠবেই।

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৬

নতুন বলেছেন: চেস্টা করে দেখি।

২৪| ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৪

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো একটা উদ্ধেগ নিয়েছেন।

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৯

নতুন বলেছেন: ধন্যবাদ

২৫| ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৮

আখেনাটেন বলেছেন: ভালো উদ্যোগ।

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

নতুন বলেছেন: Thank you vi

২৬| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

বিজন রয় বলেছেন: সাথে আছি, কি করতে হবে বলুন।

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

নতুন বলেছেন: I requested him to compile a list of all his sonnet in a blog. Maybe 1-50 ,51-100 in this format.

All we need is to discuss critically and find if there.are.any.mistake so he can fix them.

I'm waiting for answer from authority. If they find it can be a record then we have to submit the sonnet, we need to provide 800 sonnet, all submitted one's have to fit in the sonnet criteria.

২৭| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

শাহারিয়ার ইমন বলেছেন: আশা করি সনেট কবি স্বীকৃতি পাবেন গ্রীনিজ বুক থেকে ।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৪

নতুন বলেছেন: অবশ্যই পেলে ভালো লাগবে।

২৮| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৬

সোহানী বলেছেন: বিশাল ব্যাপার। আমার কিছু করার থাকলে জানাবেন, সর্বোচ্চ চেস্টা করবো।

আর অভিনন্দন সনেট কবিকে।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৩

নতুন বলেছেন: অফিসিয়াল জবাব পাবার পরই আসলে বুঝতে পারবো কি করতে হবে।

আপাতত কবিকে বলেছি একটা সংকলন ব্লগ লিখতে যেখানে ১-৮০০ নম্বার দিয়ে লিংক থাকবে যাতে সবাই ঐ লিংকে গিয়ে দেখতে পারে।

২৯| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৪

জাহিদ অনিক বলেছেন:

বিশাল ব্যাপার !!!!!!!!!!
সনেট কবির আসল নামটাই তো প্রায় ভুলে গেছি-- সনেট কবির আড়ালেই তার পরিচিতি হোক

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৯

নতুন বলেছেন: হুম আমি সেটাই বলবো যে তিনি তার নাম সনেট কবিই বলুক। সেটা মানুষ মনে রাখবে অনেক দিন।

৩০| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৫

পদ্মপুকুর বলেছেন: আপনার নাম 'নতুন'। কিন্তু যখনই সামুতে আসি, আপনার নামটা সবচে পুরাতন হিসেবে সবার উপরে দেখি। সে হিসেবে আপনি একজন গুরুজন। যে উদ্যোগটি নিয়েছেন, সেটা গুরুজনের মতই উদ্যোগ। খুবই ভালো লাগলো। উনার রচিত সনেটগুলো কতটুকু কবিতা হয়ে ওঠে, আমি তার বিচার করার যোগ্য নই, কিন্তু যে বিপুল পরিশ্রম এবং প্রায় অসম্ভব একটা কাজ উনি খুবই অল্প সময়ে করেছেন, তার একটা স্বীকৃতি অবশ্যই উনার প্রাপ্য। আর যে পদ্ধতিটা আপনি বাতলেছেন, সেটাই মনে হচ্ছে সর্বোত্তম। তবে চাইলে সামুও ওনার এই কৃতিত্বের স্বীকৃতি দিতে পারে।

আপনার প্রতি কৃতজ্ঞতা এবং সনেট কবিকে অভিনন্দন।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬

নতুন বলেছেন: মানের দিক দিয়ে তেমন ভালো কিছু হয়নি তার সনেট।

কিন্তু সনেট তো হয়েছে। আর যেহেতু সংখ্যাটা ৮০০ তাই অবশ্যই এটা একটা অসম্ভবকে সম্ভব করার মতন।

অনেকে প্রশ্ন তুলবেন যে সনেটগুলি মান সম্প`ন নয়।

কিন্তু এই গুলি যদি সনেট হয় তবে সবচেয়ে বেশি সনেট তিনি লিখেছেন এটা তো সবাই স্বীকার করবে তাই না?

তাই আমি এই উদ্দোগ নিয়েছি।

৩১| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০১

সনেট কবি বলেছেন: আপনার কথা অনুযায়ী কাজ করছি। আজ ৮০০ তম সনেট পোষ্টে ৩১১ টি সনেটের লিংক জড়ো করেছি। ৮০০ হয়ে গেলে সবগুলো লিংক দিয়ে পোষ্ট দেব আশা করছি।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৫

নতুন বলেছেন: এখন কয়েকটা কাজ করতে হবে।

এই ৮০০ কবিতা কি সনেটের সবগুলি শত`পুরন করে?

এটার পোস্ট দেবার পরে সবাই মিলে দেখতে হবে ছোট খাটো কোন ভুল আছে কিনা!

তারপরে ব্লগের সবাই মিলে বিষয়টা পত্রিকায় পাঠাতে হবে.... যারা পত্রিকার সাথে যুক্ত তাদের কাছে অনুরোধ বিষয়টা নিয়ে আলোচনা করুন। তাহলে এটা গিনিজ কতৃপক্ষের কাছে দেওয়া যাবে।

৩২| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৩

উম্মে সায়মা বলেছেন: ৮০০ সনেট! আসলেই গিনেস বুকে নাম আসার মত ব্যাপার!
সনেট কবি ভাইকে অভিনন্দন!
আর সহব্লগারের প্রতি আন্তরিকতা এবং ভালোবাসায় এই উদ্যোগ নেয়ায় আপনাকে ধন্যবাদ।
দুজনের জন্যে শুভ কামনা.....

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৯

নতুন বলেছেন: আসলেই অসাধ্য সাধন করেছেন তিনি।

৩৩| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:


আপনি হেল্পফুল! এটা খুব ভাল লাগে!


পোস্ট করেছি: ২৯৮টি
মন্তব্য করেছি: ১৬৯২৫টি
মন্তব্য পেয়েছি: ৬৪৪৫টি
ব্লগ লিখেছি: ১২ বছর ৬ মাস


পারফেক্ট ব্লগিং!! এটা আরো ভাল লাগে!!

২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৩

নতুন বলেছেন: চেস্টা করি যদি মানুষের কোন উপকার করতে পারি এর চেয়ে বেশি কিছু না।

উনি নিজে এই সব করতে পারবেন না তাই ভাবলাম চেস্টা করে দেখি।

৩৪| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৫

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক!

২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪১

নতুন বলেছেন: ঈদ মোবারক... ভাই...

ঈদের দুই দিন কামলা দিয়ে আজ ছুটি পাইলাম... :)

প্রবাসী কামলাদের ঈদ নাইরে ভাই... :)

৩৫| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৯

মৌরি হক দোলা বলেছেন: বাহ্, চমৎকার একটি উদ্যোগ! আশা করি, বিষয়টি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা হবে :)

২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৫

নতুন বলেছেন: মনে হয় বিষয়টা সহজ হবে.... এরা মনে হয় কবিতাকে রেকডে নেয় না... অন্য ভাবে চেস্টা করতে হবে।

অফিসিয়াল উত্তরের আপেক্ষে করছি।

৩৬| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৫

উদাসী স্বপ্ন বলেছেন: দিলেন তো চাচারে ফাসাইয়া। আপনে মানুষ না.... পুরাই...

চাচা একটু ভাব লইতো আর মাঝে মাঝে জঙ্গি ধর্মের প্রচারনা করতো ভালোই তো চলতেছিলো। এখন আপনে নিয়া আসলেন কোয়ালিটি আর সংকলনের বাগড়া নিয়া

২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০১

নতুন বলেছেন: চাচা আজ মা কালী নিয়া সনেট লিখা ফেলছে.... আমি আস্তাগফিরু্ল্লাহ বলে আসি... :)

তবে যাই বলেন ৮০০+ সনেট লেখা অবশ্যই বিরাট একটা কাজ... তার এপ্রিসিয়েট করা দরকার।

৩৭| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সনেট কবি এবং লেখককে চমৎকার উদ্দ্যোগ নেবার জন্য।
তবে আমার পরামর্শ গিনিজ ওয়ার্ল্ডে সনেট জমা
দেবার সংখ্যা কম হলে ক্ষতি নাই। ৫০০/৬০০ যথেষ্ঠ।
আমাদের মতো সাধারণ ব্লগারদের নিয়ে তার লেখা সনেটগুলি
বাদ দিয়ে অন্যান্য সনেটগুলো নির্বাচন করা হোক। তাতে
কবির মান বাড়বে। আর কর্তৃপক্ষ গুরুত্ব দিবে।

২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৭

নতুন বলেছেন: Good idea vi.

But Genesee authority don't consider poetry as a record.

So we have establish his poems as sonnet first. Maybe he can publish in a newspaper or a book or in a website.


I'm waiting for geneses authority's reply to my application, then we can think about it again. I will consult seek advice from them how this achievement can be recorded.

৩৮| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৭

উদাসী স্বপ্ন বলেছেন: মা কালিরে নিয়ে কবিতা লেখা হলো কাজী নজরুল এফেক্ট। মিয়া আপনার পদক্ষেপ কাজে দিছে

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৬

নতুন বলেছেন: যখন মানুষ চশমা পড়ে থাকে তখন ঐ রং এই দুনিয়া দেখে....

দুনিয়া না দেখলে আর বিভিন্ন ধম`, সংকৃতির কাছে না আসলে মানুষ গোড়া হয়ে যায়।

মানুষ হয়তো পরে বুঝতে পারবে তার ভাবনার বাইরেও অন্য কিছু আছে... :)

৩৯| ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৭

খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন, যা সর্বান্তঃকরণে প্রশংসার্হ। আপনার এ উদ্যোগের প্রতি শুভকামনা আর সনেট কবির প্রতি অভিনন্দন!
ইত্যবসরে উনি ওনার সনেটগুলো পুস্তকাকারে প্রকাশ করে ফেলতে পারেন, এর ফলে হয়তো স্বীকৃতি অর্জন সহজতর হবে। নূর মোহাম্মদ নূরু এর ৩৭ নং মন্তব্যের সাথি আমি একমত, আমাদের মতো সাধারণ ব্লগারদের নিয়ে তার লেখা সনেটগুলি বাদ দিয়ে অন্যান্য সনেটগুলো নির্বাচন করা হোক। তাতে কবিতার মান বাড়বে। আর কর্তৃপক্ষও গুরুত্ব দিবে।
উনি নিজে এই সব করতে পারবেন না তাই ভাবলাম চেস্টা করে দেখি - ৩৩ নং প্রতিমন্তব্যে একজন সহব্লগারের প্রতি আপনার এ গভীর সহানুভূতি ও সদিচ্ছার কথা জেনে প্রাণিত হ'লাম, স্পর্শিত হ'লাম।
পদ্ম পুকুর এর ৩০ নং, বাকপ্রবাস এর ১৯ নং এবং এস এম মামুন অর রশীদ এর ১৭ নং মন্তব্যগুলো ভাল লেগেছে। +
ইতোমধ্যে কি গিনিজ এর কাছে ই-মেল করে ফেলেছেন?

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৯

নতুন বলেছেন: আবেদন করেছি গিনিজ কতৃপক্ষের কাছে। ওরা ১২ সপ্তাহ সময় নেবে উত্তর দিতে।

অবশ্য তাদের কে ফেসবুকে ম্যাসাজ দিয়েছিলাম, সেখানে তারা বলেছে যে কবিতাকে তারা রেক`ডের জন্য ওরা নেয় না কারন কবিতা ডিফাইন করে একটু কস্টকর।

তাই হয়তো ওরা নেগেটিভ জবাবই দেবে। কিন্তু জবাবে আরো ডিটেইলস থাকবে অথবা ওদের কাছে পরামশ` চাইবো যে এই বিষয়টা কিভাবে রেকড করা যায়।

৪০| ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪

শায়মা বলেছেন: ভাইয়া আমি মুগ্ধ!
তুমি যে তার এই প্রচেষ্টা নিয়ে ভেবেছো সেটা দেখেই আমি সত্যি মুগ্ধ হলাম!

অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা ভাইয়ামনি!:)

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৩

নতুন বলেছেন: :`>

৪১| ২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২১

বিষাদ সময় বলেছেন: তাঁর এ অসম্ভব পরিশ্রমের স্বীকৃতি মিললে খুব ভাল হয়। এমন একটি মহতী উদ্যোগ নেওয়ায় আপনাকে অভিনন্দন....

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৫

নতুন বলেছেন: ধন্যবাদ...

৪২| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সনেট কবির জন্য শুভকামনা। আপনাকে অশেষ ধন্যবাদ চমৎকার উদ্যোগ নেয়ায়। আপনাদের দুজনার সফলতা কামনা করছি ।

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২১

নতুন বলেছেন: দেখি চেস্টা করে যদি এই বিষয়টা রেক`ডে তোলা যায়।

৪৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০২

Atom Impiety বলেছেন: শুভ কামনা

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

নতুন বলেছেন: ধন্যবাদ

৪৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২

হাবিব মোহাম্মদ ইমরান বলেছেন: শুভ কামনা, কবির জন্য ৷আর আপনার জন্য ভালোবাসা ৷

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫১

নতুন বলেছেন: ধন্যবাদ

৪৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: গিনেজের সাথে সাথে আমাদেরকে ভিবিন্ন সাহিত্য ম্যাগাজিন, পত্রিকা, টেলিভিশন এর মাধ্যমে মানুষের সম্মুখে উনার এই অনবদ্য কর্মকে তুলে ধরা উচিৎ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

নতুন বলেছেন: এটাই করতে হবে। তবেই বিভিন্ন মাধ্যমে বিষয়টা ছড়িয়ে পড়বে। তখন বিষয়টা গিনিজের রেক`ডে নিতে সহজ হবে।

৪৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৮

অভিশপ্ত জাহাজী বলেছেন: ক্ষমা করবেন, ভিন্ন প্রসঙ্গে কথা বলার জন্য। আমার পোষ্ট কবে প্রথম পাতায় যাবে দাদা ? ৩ দিন অতিবাহিত হয়েছে তো। :(

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

নতুন বলেছেন: লিখতে থাকুন.... আলোচনা করুন মন্তব্যে... তবে আপনার ব্লগে প্রথম পাতায় অনুমুতি দেবে আশা করি।

আমিও আপনার মতন সাধারন ব্লগার মাত্র... ব্লগের সাথে যুক্ত কেউ না।

৪৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

অভিশপ্ত জাহাজী বলেছেন: আজকেই সেফ মুড্ পেলাম দাদা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬

নতুন বলেছেন: অভিনন্দন.... পড়ুন..লিখুন... আপনার আইডিয়া সেয়ার করুন সবার সাথে... হ্যাপী ব্লগিং

৪৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৯

বলেছেন: সনেট কবিকে নিয়ে আপনার প্রচেষ্টা সফল হোক।
যদি কোন সহযোগিতা করতে পারি তবে একটু জানাবেন।
আর আপনাকে সাধুবাদ এই শুভ উদ্দোগ নেয়ার জন্য।
ভাল লাগলো

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৭

নতুন বলেছেন: আবেদন করেছি। ওরা কয়েক মাস সময় নেয় আবেদন জাচাই করে জবাব দিতে।

আমি কবিকে বলেছিলাম সনেটগুলি আবার জাচাই করে একটা সংকলন বানাতে... উনি কতদুর করেছেন সেটা জানান নি।

আর এই বিষয়ট গুলি আলোচনা করে বিভিন্ন পত্রিকা/মিডিয়াতে লিখতে হবে। তবে সেটা সামাজিক স্বীকৃতি পাবে আমাদের দেশেও।

তখন কতৃিপক্ষ বিষয়টা আমলে নিতে চাইবে।

এখনো জবাব পাইনাই ওদের থেকে ... দেখি কি বলে... যদি কোন শত` দেয় সেটা পুরন করে ওদের জানাবো।

৪৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



অনেক অনেক অভিনন্দন ভাই । দারুন একটা উদ্যোগ নিয়েছেন । আশা করি সফল হবেন ।

সফলতা কামনা করছি । শুভকামনা রইল ।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১

নতুন বলেছেন: রেকড কতৃপক্ষ আবেদন নাকচ করে দিয়েছে। তারা কবিতাকে সঙ্গায়িত করা যায় না বলে তারা রেকডের আওতায় নেয় না বলে জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.