নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

চাদ তো আজই দেখার কথা, দেশে রোজা কি পরশু দিন থেকে?

০৫ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

সবাইকে রমজানের শুভেচ্ছা। আগামীকাল আরব বিশ্বে রমজান শুরু হতে যাচ্ছে।

আজ মনে হয় দেশে চাদ দেখার ঘোষনা দেবে না।

কিন্তু হিসেবে বলে আজ কিছু জায়গায় খালি চোখে চাদ দেখবে এবং আমাদের দেশের আকাশ পরিস্কার থাকলে টেলিস্কোপের মাধ্যমে চাদ দেখতে পারার কথা।

লাল স্হানে টেলিস্কোপের মাধ্যমে এবং সবুজ এলাকাতে খালি চোখে চাদ দেখা যাবে আজ।



আকাশে চাদের অবস্থান জানা কঠিন কাজ না... তাই পরিস্কার আকাশ থাকলে যদি টেলিস্কোপের মাধ্যমে চাদ দেখার কথা।
https://www.timeanddate.com/astronomy/moon/light.html

আগামী কাল সৌদি আরবে এবং বেশির ভাগ দেশেই রোজা শুরু হবে...

সবাইকে রমজানের সুভেচ্ছা।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৯ রাত ১১:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাধারণত সৌদি আরবে চাঁদ দেখার পর দিবসে
আমাদের দেশে চাঁদ দেখা যায়। সে হিসেব আজ
আরবের আকাশে চাঁদ দেখা গেছে এবং আগামীদিন
তাদের প্রথম রোজা। আমাদের দেশে তার পরের দিন
অর্থাৎ মঙ্গলবার প্রথম রোজা হবার কথা। আগামী দিন
চাঁদ দেখা গেলে ইনসা আল্লাহ মঙ্গলবার ৭ মে ১ম রমজান।
সবার জন্য রমজানের সবকটি রোজা নসিব হোক। আমিন

২| ০৬ ই মে, ২০১৯ রাত ১২:৪৫

মাহমুদুর রহমান বলেছেন: আপনাকেও রমজানের শুভেচ্ছা।

আল্লাহ্‌ আপনার মঙ্গল করুন।

৩| ০৬ ই মে, ২০১৯ ভোর ৫:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:
চাদ দেখার অপেক্ষা করাটা এ-যুগে হতাশাব্যঞ্জক লাগে।

কারন ২০০ বছর আগেই এষ্ট্রনমি ভিত্তিক নিখুঁত চন্দ্র ক্যালেন্ডার গ্রহণ ক্যালেন্ডার তৈরি হয়েছে, চালু হয়েছে।
যে কোন রিজিওনে সুর্যস্তের সময়ে চন্দ্রের কলা, চন্দ্রটি দিগন্তের কত ডিগ্রি উপরে, সবই যানা যায়।
আমাবস্যার পরদিন অবস্যই চাঁদ উঠেছে ধরতে হবে।
দেখাদেখির কিছু নেই।

৪| ০৬ ই মে, ২০১৯ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: হুম ঠিক বলেছেন।

৫| ১৩ ই মে, ২০১৯ বিকাল ৩:৩৩

অজ্ঞ বালক বলেছেন: হাসান কালবৈশাখীর কমেন্টটা একদম পারফেক্ট। এর উপরে আর কিছু লেখার প্রয়োজন নাই।

৬| ১৭ ই জুন, ২০১৯ দুপুর ২:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা, মহরম - হাসান কালবৈশাখী যা বলেছেন আর কিছু বলার নাই। ধনবাদ।

৭| ২৬ শে জুন, ২০১৯ রাত ১২:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন: নতুন পোষ্ট কোথায় ?

২৬ শে জুন, ২০১৯ রাত ১:০২

নতুন বলেছেন: পড়ার সময় পাইনা, তাই নতুন কিছু লেখার বিষয় পাইনা...

ব্যাস্ততা আমায় দেয় না অবসর...

৮| ২৬ শে জুন, ২০১৯ রাত ১০:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন: দেওয়ানবাগী নামক আওয়ানবাগীকে নিয়ে একটি প্রবন্ধ লিখবো আশা করবো পাশে থাকবেন।

২৭ শে জুন, ২০১৯ বিকাল ৫:৩৬

নতুন বলেছেন: অবশ্যই আমি সকল কুসংস্কাসের বিরুদ্বে আছি.... :)

৯| ১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার আপনার কমেন্ট আমার কাছে প্রেরণা দায়ক অনেকদিন আমার ব্লগে আপনাকে পাই না।আমার ব্লগে দাওয়াত থাকলো।

১৪ ই জুলাই, ২০১৯ রাত ৮:২৭

নতুন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই, দাওয়াত কবুল করলাম, আমি কবিতা তেমন পড়িনা, তাই কমেন্ট করা হয়নি।

অন্য লেখায় আমি কমেন্ট করি। :)

১০| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ৯:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় মান্যবরেষু,

আপনি বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় সাম হয়্যার ইন ব্লগের একজন প্রারম্ভিক ব্লগার। ব্লগের 13 তম বর্ষপূর্তিতে আপনাকে আমার শুভাশিস জ্ঞাপন করা কমেন্ট আছে। মূলত এর বাইরে আর তেমন যোগাযোগ নেই আপনার সঙ্গে ।আপনিও যে আমার পোস্টে এসেছেন সে কথাও মনে পড়ে না। শুধু আপনি বলে নন যে কোন ব্লগারের সম্মানহানি নিন্দনীয় ধিক্কার যোগ্য। গতকাল বিতর্কিত পোস্টের প্রতিমন্তব্যের বিশেষ জায়গাটা দেখে আমি স্তম্ভিত হয়েছিলাম। কিন্তু প্রথমে বিষয়টি আমার চোখে ধরা পড়েনি।। কোন মার্জিত রুচির মানুষের মুখের ভাষা এমন হতে পারে বলে আমার কল্পনাতীত। তখনই বুঝেছি আমাদের ব্লগারদের মধ্যেও বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে।

গতকাল অপর একটি বিশেষ প্রতিবাদী পোস্টে উল্লিখিত ব্লগারের সঙ্গে আমার নামটি জড়িয়ে দেওয়াতে আমি যারপরনাই বিব্রত। আত্মপক্ষ সমর্থনে ওই পোস্টে আমি কনফেস করেছিলাম।কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওনার প্রতিমন্তব্য পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়নি। ওই পোস্টের শ্রদ্ধেয়া ব্লগারের যাবতীয় অভিযোগকে আমি মাথা পেতে নিয়েছি। আপনার কাছে এজন্য বিষয়টি জানাতে এলাম।
উল্লেখ্য আমি প্রথমে যখন মন্তব্য করেছিলাম তখন ওনার পোস্ট ও আপনার মন্তব্যগুলো দেখে গেছিলাম।প্রতিমন্তব্যে উনি আপনার কমেন্টগুলি জায়গায় জায়গায় মোটা হরফে লিখে গিয়েছিলেন।আমি এক ঝলকে সেগুলোতেই চোখ বুলিয়ে গেছি।। আপনার মন্তব্যগুলো আমার ভালো লাগাতে সে কথা আমি উল্লেখ করে গেছিলাম। পরে নোটিফিকেশনে আমার কমেন্টের প্রতিমন্তব্য দেখতে গিয়ে দেখলাম পোস্টে ততক্ষণ রীতিমতো বিতর্ক শুরু হয়ে গেছে। তিন নম্বর প্রতিমন্তব্যে মোটা হরফের লেখার নিচে অপেক্ষাকৃত অনুজ্জ্বল লেখাতে কুরুচিপূর্ণ কমেন্টি করেছেন। আমি দ্বিতীয়বার আবার কমেন্ট করে উনার তিন নম্বর প্রতিমন্তব্যের ধিক্কার জানাই। এমন একটা পোস্টে মন্তব্য করে নিজে অত্যন্ত লজ্জিত ও বিব্রত বোধ করি।

এমতাবস্থায় একজন সহ ব্লগার হিসেবে আপনার হেনস্থায় আমি অত্যন্ত ব্যথিত।আশা করবো এর পরে আমার প্রতি আপনার ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।

শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।






১৪ ই জুলাই, ২০১৯ রাত ৯:৪৯

নতুন বলেছেন: ভাই ধন্যবাদ কস্টকরে এতো বিস্তারিত লিখার জন্য। ভাই আপনার লেখা পড়া হয়েছে কম কারন সময় পাই কম তাই বড় লেখা অনেক সময় পড়া হয়ে উঠেনা।

আর ব্লগে এই রকমের কিছু ভন্ড বেয়াদপ আছে যারা বুদ্ধিপ্রতিবন্ধী, বাস্তব জীবনে তাদের অভিঙ্গতা শুন্য শুুধু কিছু বইপড়েই দুনিয়াকে জাজ করে বসে থাকে, গতকাল সবাই প্রতিবাদ করেছে তাকে সরি বলতে বলেছে আমি আশা করেছিলাম সে ভুল বুঝতে পারবে কিন্তু আজ সে আবার সেই একই জিনিস নিয়ে লিখেছে এবং যারা প্রতিবাদ করেছে তাদের সবাই কে জঘন্য ভাষায় জবাব দিয়েছে। এই বেয়াদপকে শিক্ষা দিতে হবে।

যাই হোক আপনি লেখক মানুষ আপনি কস্ট করে আমার উদ্দেশ্য এতো খানি লিখেছেন সেটা আমার জন্য অনেক পাওয়া।

ভালো থাকবেন...

১১| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ১০:৩২

নজসু বলেছেন:





আস সালামু আলাইকুম।

১৪ ই জুলাই, ২০১৯ রাত ১০:৫৮

নতুন বলেছেন: ওয়ালাইকুম আস সালাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.