নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

বিবিসি ডকুমেন্টরি History of the World। ঘরে বসে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে।

১২ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২১

নেই কাজ তো ডকুমেন্টরি আর মুভি দেখ :)

উইচার, সাইরেন দেখা শেষ করে নতুন ডকুমেন্টরি খুজতে খুজতে বিবিসির পরানো History of the World ডকুমেন্টরিটা শেষ করলাম। শুরুটা আমাদের আদি মানুষের আফ্রিকা থেকে বের হবার কাহিনি দিয়ে।

বেশ কিছু নতুন জিনিস সম্পকে জানতে পারলাম। অনেক জানা জিনিসের ঘটনা ক্রম বিবরনে বেশ পরিচিত বলেই মনে হবে ডকুমেন্টরিরা।

যদিও কয়েকটা জায়গায়তে একটু খটকা লেগেছে। যেমন ক্রিস্টফার কলম্বাস কি চায়না যে যেতে রওনা দিয়েছিলেন না কি ইন্ডিয়াতে?

যদিও ধারাভাষ্য মাঝা মাঝে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য বুঝতে সমস্যা করে কিছু পবে`।

প্রথম পবে:- সারভাইভ্যাল। ৭০ হাজার বছর আগে কিভাবে মানুষ আফ্রিকা থেকে নতুন বিশ্বের খোজে লহিত সাগর পার হয়ে আরবের দিকে এসেছিলো। সেখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পরেছিলো কয়েক হাজার বছরে।

Survival - Ep. 1: Full Episode | History of the World | BBC Documentary
https://www.youtube.com/watch?v=dCmdpixogn8


Age of Empire - Ep. 2: Full Episode | History of the World | BBC Documentary
https://www.youtube.com/watch?v=32xNkhtxWw8


The Word and the Sword - Ep 3 : Full Episode | History of the World | BBC Documentary https://www.youtube.com/watch?v=Pu6S9L8ekRE


Into the Light - Ep 4 : Full Episode | History of the World | BBC Documentary https://www.youtube.com/watch?v=iMO2kg3VQqI


Age of Plunder - Ep 5 : Full Episode | History of the World | BBC Documentary https://www.youtube.com/watch?v=3wuymPfScQA


https://www.Revolution - Ep 6 : Full Episode | History of the World | BBC Documentary youtube.com/watch?v=vLteWHhNYE0


Age of Industry - Ep 7 : Full Episode | History of the World | BBC Documentary https://www.youtube.com/watch?v=qztOdj8Tr-A


Age of Extremes - Ep 8 : Full Episode | History of the World | BBC Documentary https://www.youtube.com/watch?v=hVWkqUTxYjo


মানব সভ্যতা অনেক দুর এগিয়েছে কিন্তু এই পথের বেশির ভাগ সময়ই মানুষের রক্তে রন্জিত হয়েছে। বত`মানের বিশ্বেও সম্রাজ্যবাদের ছায়া ঠিকই আমরা দেখতে পাই। বিজ্ঞান মানুষের জীবন অনেক সহজ করেছে। গড় আয়ু বেড়েছে অনেক। নতুন আবিস্কার আগামী প্রযন্মকে নতুন বিশ্বের দিকে নিয়ে যাবে।

হাজার বছর পরে বত`মানের আমাদের বিশ্ব তাদের কাছে অনেক পুরোন বলে মনে হবে। যেমনটা আমরা এখন আগের ইতিহাস পড়ে মনে করি।

পৃথিবিতে মানুষ আরো কয়েক লক্ষ কোটি বছর থাকবে, বিবতিত হয়ে নতুন পরিবত`নের সাথে খাপ খাইয়ে নেবে। আরো প্রযুক্তিগত উন্নতি, নতুন সমস্যা নতুন ঘটনা বিশ্বের ইতিহাসে যোগ হবে। আফসোস হয় মনে আমরা সেই সব দেখতে পারবোনা।

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ। সুন্দর জিনিস দিয়েছেন।
যদিও এখনো কর্মচ্যুত হই নি। তবে সবগুলোই দেখবো। প্রিয়তে রাখলাম।

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৭

নতুন বলেছেন: কাজে থাকাই ভালো, ঘরে বসে থাকতে ভালো লাগেনা। যদিও মেয়েকে ব্যস্ত রাখতে গিয়ে প্রতিদিনই নতুন কিছু করছি।

সাবধানে থাকবেন, আমেরিকাতে অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।

এখনতো সাধারন অসুস্থতার জন্যও চিকিতসা পেতে সমস্যা হবে।

২| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪৫

সাজিদ উল হক আবির বলেছেন: উইচার ক্যামন লেগেছে? রেকমেন্ড করেন?

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫১

নতুন বলেছেন: কিছুটা গেম অফ থ্রনের মতন পরিবেশে করা। কিন্তু এখানে ডাইনী, উইচার, দানব, জীন আছে।

খারাপ না চলে , ৬/১০ ( গেম অফ থ্রন এর চেয়ে একটু কাচা কাজ)

১টা সিরিজ দেখেছি, পরেরটা আসতে আগামী বছর নাগাদ সময় লাগবে।

৩| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:
তবে দুঃখ
ভিডিওগুলো আমেরিকান দর্শকদের বিনামুল্যে দেখার অনুমতি নেই।

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫৪

নতুন বলেছেন: ফ্রী জিনিস আপনাদের জন্য ব্লক করছে কেন? :) ব্রিটিস বইলা. ব্রিটিস আমেরিকার ঝামেলা তো একটু থাকবেই।

এপিক ব্রাউজার ব্যবহার করতে পারেন।
https://www.epicbrowser.com

৪| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ২:০৩

নেওয়াজ আলি বলেছেন: সবটি দেখবো । ভালো থাকবেন

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৩০

নতুন বলেছেন: শেষ করুন। ভালো লাগবে।

৫| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৯

সোহানী বলেছেন: দারুন একটা সাজেশান। পোলাপান নিয়া খই মুড়ি নিয়া বসবো B:-/

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৩২

নতুন বলেছেন: স্কুল/কলেজের ছেলে মেয়েদের দেখা উচিত।

মানব ইতিহাসের প্রধান ঘটনাগুলির অনেকটাই টাচ করেছে।

৬| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৩:১৫

শের শায়রী বলেছেন: সোজা প্রিয়তে নিলাম নতুন ভাই, কাইলকা শুরু করুম

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৩৩

নতুন বলেছেন: আমি ২ রাইরেই শেষ কইরালাইছি B-)

৭| ১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: একদম আদি থেকে শুরু করা উচিত ছিল।

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৯

নতুন বলেছেন: একদম আগে থেকে অন্য কাহিনি আসবে।

সেটা মানুষের হোমো সেপিয়ান্স পযন্ত আশার কাহিনি। সেটা সম্পকে খুব বেশি জানা নেই।

এখানে কিছু গুরুত্বপূন` ঘটনা সম্পকে ধারনা থেকেই শুরু করা হয়েছে।

ধারনা করা হয় আফ্রিকার বাইরে হাজার খানের মানুষের একটা দলই প্রথম বের হয়েছিলো এবং আমরা সবাই তাদের বংসধর।

৮| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: দেখেছি।

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৪

নতুন বলেছেন: ভালো :)

৯| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৪

বিজন রয় বলেছেন: বাহ!

আপনি কেমন আছেন?

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪২

নতুন বলেছেন: ভালই আছি ভাই।

কাজ নাই তাই বাসায় আছি, আমাদের মেয়ে ডানা কে নিয়ে সময় কাটাই খাই দাই ঘুমাই।

আপনারা কেমন আছেন?

১০| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৫

বিজন রয় বলেছেন: শরীর ভাল মন ভাল না।

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৮

নতুন বলেছেন: মন এই সময়ে কারুরই ভালো না ভাই। সময়টাই খারাপ, সামনে করোনা পরিস্থিতির উন্নতি হলে অথ`নৈতিক সমস্যা শুরু হবে। সেটা নিয়েই চিন্তায় আছি।

১১| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৪

রূপম রিজওয়ান বলেছেন: ওয়াহ! দারুণ জিনিস। এগুলো দিয়েই এবারের নববর্ষ কাটানো যাবে।

নতুন বছরের শুভেচ্ছা :)

১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৪

নতুন বলেছেন: দেখুন ভালো লাগবে।

নব বষের শুভেচ্ছা রইলো।

১২| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১:২৫

জাফরুল মবীন বলেছেন: মানব ইতিহাস ও বিবর্তন নিয়ে কোন লেখা পড়ি বা মুভি / প্রামাণ্য চিত্র যখন দেখি তখন কেন জানি ঐ সময়ে ফিরে যেতে খুব ইচ্ছে করে।

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১:৩৩

নতুন বলেছেন: আমার খুব ইচ্ছে করে ইতিহাসের জিনিস গুলি দেখা।

একটা ইচ্ছা আছে। যদি মৃত্যুর পরে সত্যিই সৃস্টিকতার সাথে দেখা হয় তবে তখন তার কাছে সৃস্টির রহস্যের লাইব্রেরিতে একসেস চাইবো। যাতে অতীতের সব ঘটনা আর আমি মারা যাবার পরে কি ঘটবে সেই সব দেখতে পারি।

:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.