নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
ধরুন আপনাকে একটা কাজ করতে বলা হলো যার পুরুস্কার ১ বিলিওন ডলার। আপনি প্রতিদিন সকালে ৫ টায় আপনি অফিসের বারান্দায় রাখা গাছ টিতে পানি দেবেন এবং যদি ঠিক মতন ঠিক সময় মতন কাজটি ৩৬৫ দিন করতে পারেন তবে আপনি ১ বিলিওন ডলার পাবেন! এই কাজটা আপনি কতটুকু গুরুত্ব দিয়ে করবেন?
এমন একটা কাজের পুরুস্কারের সুযোদ দিলে আমাদের দেশের কতজন এই কাজটা ঠিক মতন সম্পন্ন করবে? আর কতজন অযুহাত দেবে যে এই সেই কারনে তার দেরী হয়েছে?
সবাই নিজের পুরোটা দিয়ে ১০০% সহী নিয়মে ঘড়ি ধরে ঠিক ৫ টায় গাছটিতে পানি দিয়ে আসবে কারন পুরস্কারটা অনেক বড়। বরং যদি তিনি অসুস্থ থাকেন তবে আরেক জনের কাধে ভর দিয়ে হলেও ১টা দিন মিস করবেনা। যদি দরকার হয় তবে এম্বুলেন্সে করে আসবে।
কিন্তু আমারা প্রতিদিনই মানুষের কাছ থেকে হাজারো রকমের অজুহাত শুনি। অজুহাত নিজের ভুলটাকে ঢাকার জন্য মিথ্যে কথা মাত্র।
মানুষ চাইলেই প্রায় সব কিছুই করতে পারে। কিন্তু সমস্যা হয় সে কোন কাজটাকে কতটুকু গুরুত্বের সাথে নেয় সেটার উপরে।
যখন মানুষ দেরী করে পেছনের কারনটা হলো সে এ মিটিংকে অতোটা গুরুত্বের সাথে নেয়নাই তাই হাতে যথেস্ট সময় নিয়ে বের হয় নাই।
যখন কোন ডেডলাইন মিস করে তখন সে অন্য কাজে সময় দিতে গিয়ে এই কাজটা সময় মতন সম্পূর্ন করে নাই।
তাই আমি আমার সহকর্মীদের বলি " I don't Buy Excuses" এবং উপরের গল্পটি বলে তাকে জিঙ্গাসা করি তুমাকে এই অফারটা দিলে তুমি কি ১দিন মিস করতে? সবাই বলে না করতাম না। তাহলে Its all depends on our Priority.
মানুষ যেই কাজটি গুরুত্ব দেয় সেটা ঠিক মতন সম্পন্ন করতে পারে। হয়তো অল্প কিছু সময় কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রনের বাইরে চলে যায় এবং সেটাকে ব্যাতিক্রম বলা চলে এবং তখন সেটা মেনে নিতে হয়।
তাই যদি কেউ কোন কাজ সময় মতন না করে অজুহাত দেয় তখন কোন অজুহাত শুনবেন না।
১৭ ই জুন, ২০২২ সকাল ১১:০১
নতুন বলেছেন: বস হিসেবে আমি খারাপ না।
কয়েকদিন আগেই আমাদের কলিগদের একটা সার্ভে হয়েছে (মোট ৬১ জন) আমার ডিপাটমেন্ট ৫ এর মধ্যে ৪.৪৭ স্কোর করেছে। আমাদের টারগেট ছিলো ৪.২৯।
আমি এটা ব্যবহার করি অজুহাত না শোনার ক্ষেত্র। যেন আপনার কলিগরা আপনাকে অজুহাত দিয়ে কাছে ফাকি দিতে না পারে।
কলিগদের মটিভেট করে রাখলে, সন্মান দিলে, তাদের কাজের ক্ষেত্রে উন্নয়নের পেছনে আপনি কাজ করলে, তাদের সাথে অল্প হলেও ব্যক্তিগত সম্পর্ক রাখলে তারা আপনাকে ভালো জানবে। সন্মান করবে, আপনাকে তাদের রোল মডেল হিসেবে দেখবে।
২| ১৭ ই জুন, ২০২২ সকাল ১১:০৪
নতুন বলেছেন: কলিগ এনগেইজমেন্ট সার্ভে যেটা আমাদের কম্পানী তাদের সকল কলিগদের নিয়ে করে থাকে এবং ইমপ্লয়ীরা কতটুকু হ্যাপী সেটা পরিমাপের জন্যই এটা করা হয়। আমাদের কম্পানীতে ৩২১৬ জন লোক অংশগ্রহন করেছে আমাদের কম্পানীর স্কোর অন্যদের তুলনায় বেশ ভালো।
৩| ১৭ ই জুন, ২০২২ সকাল ১১:৩২
অপু তানভীর বলেছেন: মানুষ প্রধানত দুইটা কারণে অযুহাত দেখায় । এক হচ্ছে স্বভাব, দুই হচ্ছে কাজটার থেকে যদি সঠিক আউটপুট না আসে । অর্থ্যাৎ তার কাছে কাজটার গুরুত্ব কম !
বাঙালি স্বভাবের কারণেই বেশি অযুহাত দেখায় । সেখানে একটু ফাঁকি দেওয়ার সুযোগ আছে সেখানেই ফাঁকি দেওয়ার জন্য অযুহাত তৈরি করে ! যদিও ফাঁকিবাজির স্বভাব সবার ভেতরেই আছে । আমাদের ভেততে বেশি আছে ।
তবে আপনি যে একেবারেই অযুহাত শুনতে রাজি না এমন মনভাবও ঠিক না !
১৭ ই জুন, ২০২২ দুপুর ১২:৫৩
নতুন বলেছেন: তবে আপনি যে একেবারেই অযুহাত শুনতে রাজি না এমন মনভাবও ঠিক না !
যদি কোন যৌক্তিক কারন থাকে তবে সেটা অযুহাত না। সেটার জন্য অন্য পথ, তার সাহাজ্য লাগলে করবো,
কিন্তু অযুহাত আমি শুনতে রাজি না, কারন বেশির ভাগ কাজই বিফল হয় কম গুরুত্বের কারনে । এবং অযুহাত দেয় অন্য কিছুর।
ফাকি সবাই দেয় আমিও অফিসে ব্লগিং করি। কিন্তু সেটা আমাদের কম্পানীর নিয়মে নিষেধ না। ব্যক্তিগত কাছে কিছুটা ব্যবহারের অনুমুতি আছে
আর খেয়ালও রাকি যেন ব্লগিং করতে গিয়ে কোন কাজের ডেডলাইন মিস না করি।
৪| ১৭ ই জুন, ২০২২ সকাল ১১:৪৩
শূন্য সারমর্ম বলেছেন:
বাঙালী অযুহাত শুনতে ভালো শুনায় না '।
১৭ ই জুন, ২০২২ দুপুর ১২:৫৬
নতুন বলেছেন: আমরা অযুহাত দিতে ওস্তাদ
৫| ১৭ ই জুন, ২০২২ দুপুর ১২:০৭
নিমো বলেছেন: বিষন্ন পথিক বলেছেন: প্রতিদিন অজুহাত গ্রহনযোগ্য না তবে অজুহাত জীবনের অংশ
আপনার প্রতিষ্ঠানে এখন কোন রঙের বাতি জ্বলছে ?
১৭ ই জুন, ২০২২ দুপুর ১২:৫৭
নতুন বলেছেন: প্রতিস্ঠান উন্নতি করতে পারবেনা যদি অযুহাত মেনে নেবার সংস্কৃতি তৌরি হয়।
৬| ১৭ ই জুন, ২০২২ দুপুর ১২:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিকমতো মূল্যায়ন (পারিশ্রমিকসহ) পেলে অযুহাত দেওয়ার কথা না। লোকজন অযুহাত তৈরি করে মূলত কাজে অসন্তুষ্টি থেকে। কারও কারও বদভ্যাসও হতে পারে।
১৭ ই জুন, ২০২২ দুপুর ১২:৫৪
নতুন বলেছেন: মানুষ চাকুরীতে যোগ দেবার আগে কত পারিশ্রমিক নেবে সেটা ঠিক করেই তারপরে কাজ শুরু করে। তাই পারিশ্রমিক কম সেটা কোন অযুহাত না। না পোষালে কাজ পাল্টে নিলেই পারে, কিন্তু কাজের দায়ীত্ব নিয়ে না করলে সেটা ঠিক না।
৭| ১৭ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: যে কাজ করতে আমার ভালো লাগেনা আমি তা করিনা। মাঝে মাঝে বাধ্য হয়ে করতে হয়। পেইন লাগে।
১৭ ই জুন, ২০২২ দুপুর ১২:৫৫
নতুন বলেছেন: যদি করতেই হয় তবে কাজের মান বজায় রাখুন। আর যদি সম্ভব হয় যেটা করতে ভালো লাগেনা সেটা করবেন না।
৮| ১৭ ই জুন, ২০২২ বিকাল ৩:০৮
জুল ভার্ন বলেছেন: কাজের নাম- কাজ করা, কোনো অজুহাতই গ্রহণযোগ্য নয়
গুড পোস্ট।
১৭ ই জুন, ২০২২ বিকাল ৩:২২
নতুন বলেছেন: কোন দায়ীত্ব নিলে সেটা পুরুন না করা অন্যায়, তাই কোন রকমের অজুহাতই গ্রহনযোগ্য নয়।
আর যে কোন প্রতিবন্ধকতার জন্য কাজটি করতে পারছেনা তার উচিত তখনই তার সুপিরিয়ার কে এই সমস্যা সম্পর্ককে জানানো, তখন সমস্যারও সমাধান হবে এবং কাজও ঠিক সময়ে হবে।
৯| ১৭ ই জুন, ২০২২ বিকাল ৩:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: ইহাতো আমাদের ৩ নাম্বার হাত!!
১৭ ই জুন, ২০২২ বিকাল ৩:২৪
নতুন বলেছেন: সবাই কাজ ঠিকমতন না করে অজুহাত খোজে. এটাই সমাজে সবার অভ্যাস হয়ে গেছে।
১০| ১৭ ই জুন, ২০২২ বিকাল ৪:২২
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি মনে হয় বস হিসাবে বেশী কড়া।
১৭ ই জুন, ২০২২ বিকাল ৪:২৭
নতুন বলেছেন: কড়া না কিন্তু কাজের ব্যাপারে ফাকি দেইনা, মান নিয়ে কম্প্রমাইজ করিনা।
কিন্তু ব্যক্তিগত ভাবে সবার সাথে ভালো সম্পর্ক রাখি।
১১| ১৭ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৪
ফারহানা শারমিন বলেছেন: কলেজে স্যার বলতেন, বাঙালির তিন হাত। ডান হাত, বাম হাত বর অজুহাত।
প্রিয়তে রেখে দিলাম। এখন থেকে কেউ এই তিন নাম্বার হাত খানা দেখালে, আমিও লেখা খানা পড়ে শোনাবো।
১৭ ই জুন, ২০২২ বিকাল ৪:৫২
নতুন বলেছেন: যে কেউ যখন অজুহাত দেবে তখন উপরের কাহিনির মতন করে তাকে প্রশ্ন করবেন। তখন সে বলবে সে অবশ্যই কাজটা ঠিক মতন শেষ করবে।
তখন তাকে বলবেন যে তুমি এই কাজটাকে গুরুত্ব দেওনাই বলেই এখন এতো অযুহাত দিচ্ছো। তখন বুঝতে পারবে আপনাকে অযুহাত দিয়ে বুঝ দেওয়া যাবেনা
১২| ১৭ ই জুন, ২০২২ রাত ৮:৪৭
রাজীব নুর বলেছেন: বাংলীর তিন হাত। ডান হাত, বাম হাত। আর অজুহাত।
১৭ ই জুন, ২০২২ রাত ৮:৫১
নতুন বলেছেন: এই কালো অজুহাত ভেঙ্গে দিন।
১৩| ২৮ শে জুন, ২০২২ সকাল ১১:২৩
জ্যাক স্মিথ বলেছেন: অজুহাত এটা হচ্ছে সবচেয়ে বড় হাত। আমি প্রতিদিনই কোন না কোন অজুহাত খুজি নিজেকে ফাঁকি দেবার জন্য।
২৮ শে জুন, ২০২২ সকাল ১১:২৬
নতুন বলেছেন: নিজের প্রতি একটু কঠোর হলে নিজের উপরে নিয়ন্ত্রন বাড়বে, তখন আপনার উদ্দেশ পুরনে আপনি আরো বেশি সফল হতে পারবেন।
১৪| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১১:৫৫
খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন। কাজকে প্রায়োরিটি দিলে কোন অজুহাতের প্রয়োজন হয় না।
কিছু মানুষের জিহ্বার ডগায় যেন সবসময় কিছু অজুহাত ঝুলতেই থাকে। সুযোগ পেলেই টুপ করে ঝেড়ে দেয়।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৮
নতুন বলেছেন: প্রায়োরিটি দিলে সবই সময় মতন করা সম্ভব।
আমাদের দেশে এটা শেখা নো হয় না।
১৫| ০১ লা আগস্ট, ২০২২ রাত ১২:০৪
মনিরা সুলতানা বলেছেন: কর্পোরেট দুনিয়ায় তো সে স্কোপ ও নেই। আমার হাসবেন্ডের এমন অভ্যাস হয়েছে সে বাচ্চাদের কোন এক্সকিউজ ও মানা তো দূরের কথা শোনে ও না।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২১
নতুন বলেছেন: এই ট্রেনিং কপোরেট দুনিয়া থেকেই পেয়েছি।
যদিও কর্পোরেট দুনিয়া অনেক কঠর, অমাবিক কিছু ক্ষেত্রে এবং পুরাটাই ব্যবসার লাভ ক্ষতির চিন্তার উপরে চলে কিন্তু বেশ কিছু জিনিস শিখেছি যেটা মানুষকে আত্নবিশ্বাসী করে, যেকোন সমস্যা মোকাবেলাতে প্রস্তুত করে।
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৫১
সোনালি কাবিন বলেছেন: তবে মাঝে মাঝে না শুনে পারা যায় না।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২২
নতুন বলেছেন: বেতিক্রম সব ক্ষত্রেই আছে কিন্তু আমাদের দেশে অজুহাত আমাদের তৃতীয় হাতে পরিনত হয়েছে।
১৭| ১৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:০২
গেঁয়ো ভূত বলেছেন: নিজের দুই হাত যখন সঠিকভাবে কাজে না লাগানো হয় তখনি কেবল অজুহাত দেখানোর প্রয়োজন পরে।
১৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৩
নতুন বলেছেন: অবশ্যই
১৮| ২২ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৫১
মিরোরডডল বলেছেন:
নতুন, ব্লগের সবাই কোথায় গেছে!
ব্লগ এমন ব্লগার শূন্য কেনো
What have you done man
২২ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৭
নতুন বলেছেন: নতুন ব্লগার তৌরির কোন কাজ হচ্ছেনা।
সরকার চাইছেনা, সোসাল মিডিয়ার আকর্ষন ব্লগ থেকে বেশি।
১৯| ২২ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩২
নতুন বলেছেন:
ওহ আমিতো খেয়ালই করিনাই্।
মনে হয় অফিস শেষে সবাই বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
আমি এখনো অফিসে আছে তাই অনলাইনে আছি
নতুন ব্লগার তৌরি হচ্ছে না। ছেলে মেয়েরা এখন ফেসবুক আর ইনিস্টাগ্রামে ব্যস্ত।
২০| ২২ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৬
মিরোরডডল বলেছেন:
আমি যখন মন্তব্যটা করেছিলাম, তখন মাত্র ৬ জন ছিলো ।
এতো কম খুব একটা দেখিনি আগে, তাই লিখেছিলাম
কিন্তু আমরা যারা সোশ্যাল মিডিয়াতে নেই, শুধুই ব্লগ নির্ভর, তাদের কি হবে যদি এভাবে কমে যায়
২২ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০০
নতুন বলেছেন: এই শেষ জামানায় যদি কারুর ফেসবুক স্টেটাস না থাকে তবে তো মহা সমস্যা।
২১| ২২ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: স্যরি ভাইয়া, জানা আপুকে ভিডিওতে সাক্ষাৎকার দিতে দেখেছিলাম।
উল্টোয়ে ফেলেছিলাম।
কমেন্ট মুছে দিলাম।
ভালো থাকবেন।
২২ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬
নতুন বলেছেন:
ব্যাপার না একটু মজা করলাম আরকি।
ভালো থাকবেন, ধন্যবাদ ভাই।
২২| ২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৭
সামিউল ইসলাম বাবু বলেছেন:
২৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অবশ্যই আমি আমার ভোটাধিকার প্রয়োগ করবো ।
এটা আমার গণতান্ত্রিক অধিকার।
আমরা যারা সাধারণ মানুষ দেশের খেটে খাওয়া জনতা তারা অবশ্যই উৎসবের আমেজে ভোট দিতে যাব । অন্তত একদিনই তো আমাদের হাতে ক্ষমতা । এই ক্ষমতা আমরা প্রয়োগ করতে চাই
এটাকে যারা বাধাগ্রস্ত করে তারা জাতির শত্রু।
০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১০
নতুন বলেছেন: এবার যেহেতু আমরা আমরাই তো স্টাইলে ভোট হচ্ছে তাই বর্তমানের চ্যালেন্জ হলো ভোটারের উপস্থিতি দেখানো।
প্রার্থীরা যেহেতু আয়ামীলীগেরই তাই যেই জয়ী হউক তিনি পরে আয়ামীলীগের নৌকাতেই উঠে পড়বেন...
তাই এখন বেশি ভোটার উপস্থিতি দেখালেই নিবাচন হালাল করা সহজ হবে...
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০২২ সকাল ১০:৫৩
বিষন্ন পথিক বলেছেন: বস হিসাবে আপনি খুবই নিম্মমানের হবেন। আপনার ইমপ্লয়ীকে যদি সেই লেভেলের বেতন দিতে পারেন তাহলে কেন প্রত্যাশা করবেন এমন? প্রতিদিন অজুহাত গ্রহনযোগ্য না তবে অজুহাত জীবনের অংশ।