নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

এক একটা দিন খুবই ব্যাস্ত কাটে...

১৮ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৪৬

দৌড়ের উপরে আছি। সহজ বাংলায় বলতে গেলে এভাবেই বলতে হয়। আসুন গত সপ্তাহের কাহিনি বলি আপনাদের।

অক্টোবরে শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ কাজের প্রচন্ত ব্যাস্ততা ছিলো। তার মাঝেই আবার কম্পানির দেওয়া বাসা ছেড়ে বাইরে বাস করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। সেটার জন্য বাড়ী দেখা, এজেন্টের সাথে কথা, নতুন নতুন কত কিছুই না শিখলাম গত ২ সপ্তাহে, সেটা নিয়ে পারলে আরেকটা লেখা দেবো।

শারমিনের খালা, খালু বেড়াতে আসবে, ভাগনী জামাই হিসেবে আমার দায়িত্ব তাদের যথাসাধ্য সাহাজ্য করা। B-) ডানাও খুবই খুশি তার লিলি ক্যাট আপি আসবে বলে…

বিদেশে পরিচিত কেউ থাকলে অনেক কিছুই করা সম্ভব হয় যেটা একা একা বেড়াতে গেলে করা হয় না।

তাদের বিমান বন্দর থেকে আনার জন্য অফিস থেকে তার ৮টার পরে রওনা দিলাম, গুগুলে ১ ঘন্টা জ্যাম দেখাচ্ছিলো। ৩০ মিনিট অপেক্ষার পরে খালা, খালু বের হলেন। ব্যাগ নিয়ে বারির পথে রওনা দিলাম। এয়ারপোর্টের পার্কিং এ ঘন্টা ৪০দিরহাম। বের হয়ে পথ ভুলে আবার পার্কিং এ ঢুকে ২ বার পাকিং ফি দিলাম ২য়বার আরো ৫ দিরহাম। /:)

পরের দিন আমার বন্ধ। সবাই মিলে বেড়াতে গেলাম গ্লবাল ভিলেজে।

আমাদের দেশের বানিজ্য মেলার মতন কিন্তু এটা আসল বানিজ্য মেলা। বিশ্বের প্রায় সব বড় দেশের স্টলই এতে আছে।

বিশ্বের ৭৮ জাতীর বিভিন্ন স্টল আছে ২৭টি পেভিলয়নে( UAE, KSA, Qatar, Bahrain, Kuwait, Afghanistan, Africa, Americas, China, Egypt, Europe, India, Iran, Oman, Japan, South Korea, Lebanon, Morocco, Pakistan, Palestine, Syria, Thailand, Turkey, Yemen, Russia. )

পুরা মেলা জুড়ে ২০০ এর মতন রেস্টুরেন্ট, কিয়স্ক, স্ট্রিট ফুডের দোকান আছে। যেখানে অনেক নতুন খাবার পাবেন যেটা সচারচর আপনি হাতের কাছে পাবেনা।

-(ছবি গ্লোবাল ভিলেজের সাইট)

শনিবারের বিকেলে ৪ টার দিকে রওয়ানা হলাম। কিন্তু এতো লম্বা ট্রাফিক জ্যামে পড়বো ভাবিনাই। প্রায় ১ কিমি লম্বা লাইন ধরে গাড়ি পার্কিং করলাম।

থাইল্যান্ডের প্যাভেলিয়ান


পুলাপাইনের খেলার জন্য অনেক আয়োজন আছে, স্থানীয়রা অনেক খরচ করে এখানে।




এখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রাভেলিয়ান আছে তাই এই সিজনে পর্যটকেরা ১ দিন এখানে ঘুরতে আসে। এখানে সব কিছরই ব্যবস্থা আছে, বাচ্চাদের জন্য খেলা, নানান রকমের খাবারের দোকান, ২৭টা পেভেলিয়ান, কয়েকশত ছোট দোকান, বিভিন্ন স্টেজ সো।

শারমিন আফ্রিকান স্টোলে কোকোয়া বাটার ওয়ালা গায়ে মাখা লোসন কিনলো, ডানা খেলনা কিনলো।
আগে এখানে দোকান ভাড়া কম ছিলো তখন জিনিস পত্রের দাম কম ছিলো এখন অনেক বেশি।

গ্লবাল ভিলেজ ঘুরা শেষে ঠিক করলাম এরাবিক মান্দি খেতে যাবো। চলে গেলাম আলকুজ ইন্ড্রাস্রিয়াল এরিয়াতে একটা দোকানে।

আগের একটা ভিডিও ছিলো ঐটা দিলাম। আমার কাছে এইবারের ছবি নাই।


তারপরের দিন মেহমানদের পাঠালাম মরুভুমিতে সাফারী করতে, মরুর দেশে এসে যদি মরুভূমি না দেখে তা কি হয়???

জনপ্রতি ১০০ দিরহাম, বাসা থেকে নিয়ে যাবে এবং ভ্রমন শেষে নামিয়ে দিয়ে যাবে, বেলি ডিন্স, তুরনা ডান্স, বুফে খাবার, উটে চড়া, মেহেন্দি লাগানো, স্থানীয় অতিয্যবাহী পোষাকে ছবি তোলা, সব মিলিয়ে দুবাই এলে অবশ্যই ১বার ট্রাই করার মতন জিনিস।

( নেটের ছবি)

খালু মরুভুমিতে বালির টিলার উপর দিয়ে গাড়ী চালানোর সময় ভয় পাইছিলো, বাকি সব একটিভিটি সবাই উপভোগ করেছে।


দুবাই এসে কেউ বুর্জ খলিফা দেখবে না সেটা তো হতে পারেনা। সবাই মিলে গেলাম বিশ্বের সবচেয়ে উচু টাউয়ার দেখতে।



দুবাই মলে ওয়াটার ফাউন্টেনের সো দেখার জন্য প্রচন্ড ভীড়, মজার বিষয় হইলো সবাই মোবাইলেই ভিডিও করতেছে, পেছন থেকে দেখলে শুধুই মোবাইল আর মোবাইলে... B-))


তারপরের দিন গেলাম ব্লু ওয়াটার আইল্যান্ড আর মাছ ভাজা খেতে।

আঈন দুবাই, বিশ্বের সব চেয়ে বড় নাগর দোলা বলা যায়। ২৫০ মিটার উচু যেটা লন্ডন আই থেকে প্রায় দুগুন উচু। এটা বানাতে প্রায় ৮ বছর লেগেছে এবং বর্তমানে আবার কি জানি কোন সমস্যার জন্য বন্ধ করে রেখেছে।

টিকিট ১৩০ দিরহাম, কয়েকটা ক্যাপসুলে লাইসেন্সড বারও নাকি থাকবে :)
https://www.instagram.com/p/Ck8-PdFjbrw/

এখানে কিছুক্ষন থেকে ছবি তুলে গেলাম মাছ ভাজা খেতে।

বুর্জ আল আরব হোটেলের কাছেই জুমাইরা রোডে বু কাতার নামের একটা অনেক পুরানো রেস্টুরেন্ট আছে, ১৯৮০ সালে ছাপড়া ঘরের মতন করে ভাজা মাছ বিক্রি দিয়ে শুরু হয়ে বর্তমানে দুবাইয়ের ১ নং ফিস ফ্রাই খাবার রেস্টুরেন্টে স্থান করে নিয়েছে।

ঐখানে রাত ৯/১০ টায় গিয়েও লাইনে দাড়িয়ে মাছ অর্ডার করতে হবে এবং টেবিলের জন্য অপেক্ষা করতে হবে।
ঐখানে মাছা পরিস্কার করে, ম্যারিনেট করে রেখেছে। আপনি পছন্দ করে কেজি দরে দাম পরিশোধ করবেন। ওরা ডুবো তেলে মচমচা করে ভেজে পরিবেশন করবে।

আমরা ২টা হামুর মাছ এবং ৩০০ গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম আমাদের ৬ জনের গ্রুপের জন্য।

খাবার জন্য পোলাও ভাত অথবা লাচ্চা পরটা নেওয়া যায়। আমরা ৪টা পরাটা আর পোলাও নিয়েছিলাম।






সবাই মিলে ২খানা মাছের পুরোটাই খেয়ে নিলাম আমরা। যেই ভাবে খেয়েছিলাম তাতে প্লেটের কাটা দেখে বেড়ালেও মন খারাপ হয়ে যেতো। B-))

তারপরে বাসায় এসে ঘুম।

আগামী পর্বে সময় পেলে দুবাইয়ের সিটি অফ গোল্ডের কথা লিখবো।

মন্তব্য ২৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১০:১২

সোনাগাজী বলেছেন:



আপনার মেয়ে বাংলাদেশে বেড়াতে এলে, বাজারে মাছে দাম বেড়ে যাবে।

১৯ শে নভেম্বর, ২০২২ রাত ১২:০০

নতুন বলেছেন: ডানা ছোটবেলায় মাছ পছন্দ করতো. এখন খেতে চায়না.

২| ১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেকদিন পর লিখলেন। আপনার মেয়েদের নিয়ে এর আগের পোস্ট পড়েছিলাম। পরিবারের সবাইকে নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো অসাধারণ আর কিছুই নেই। অতিরিক্ত ডিভোর্সের ফলে আমাদের পরিবার গুলো ভেংগে যাচ্ছে। আমি ৪ মাস আগে একটা সুইট কাপল এর ওয়েডিং ফটোশুট করেছিলাম। আজকে তাদের সেপারেশনের নিউজ পেলাম ফেবুতে।


সবসময় এভাবে হাসিখুশি ও সুখে শান্তিতে থাকুন নতুন ভাই

১৯ শে নভেম্বর, ২০২২ রাত ১২:০৫

নতুন বলেছেন: মানুষের জীবনের একটাই উদ্দেশ্য থাকা ঊচিত, তা হলো পরিবার নিয়ে সুখী জীবন যাপন করা।

মানুষ কিছু ইলুসনের পেছনে দৌড়ায় কিন্তু সাধারন জীবন যে সুখী হতে পারে সেটা বোঝে না।

৩| ১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো লাগলো পোস্ট।

উটের রাখালেরা এত কিছু বানিয়ে ফেলেছে।

১৯ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:০৩

নতুন বলেছেন: উটের রাখালের র্সদার বুদ্ধিমান ছিলেন।

তারা দূর্নিতি করে নাই এবং বিদেশ থেকে বুদ্ধিদীপ্ত কমঠ মানুষের সাহায্য দেশের উন্নয়ন করেছেন।

৪| ১৯ শে নভেম্বর, ২০২২ রাত ১২:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কিছু কিছু ব্যস্ত দিন স্মৃতির খাতায় মোরা থাকে।

১৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৬

নতুন বলেছেন: আমার মনে হয় আমাদের প্রতিটা দিনই স্মৃতির পাতায় অনেক কাহিনি লিখে রাখে।

প্রতিটি মানুষের জীবনের কাহিনি নিয়ে ছবি তৌরিকরা যায়। অনেকেই নিজের জীবনের কাহিনি গুলি গুছিয়ে লিখতে পারে, আমরা পারি না।

৫| ১৯ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:৩২

শেরজা তপন বলেছেন: পড়েছি- দুবাইয়ের খাবারের কথা মনে পড়লে এখনো শরিরটা চনমনিয়ে ওঠে!
ডানা মামনির খাওয়া দেখে লোভ লাগছে- পুরোটা কি সে-ই খেয়েছে? না বাবা মা খেয়ে দেয়ে শুধু কাটা দিয়েছে ওকে পোজ দেবার জন্য :)

১৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:১০

নতুন বলেছেন: চলে আসেন আবার নতুন দুবাই ঘুরিয়ে দেখাবো।

ডানা অল্পই খেয়েছে, সবাই মিলে দুইখানা মাছের পুরোটাই খেয়ে ছিলুম আমরা। :)

৬| ১৯ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:৪৯

মনিরা সুলতানা বলেছেন: ইশ প্রিয় প্রিয় দুবাই !!
গ্লোবাল ভিলেজে প্রতি সিজনে অনেকবার যেতাম।
বাহ ! ডানা মা'মনি তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। অনেক শুভ কামনা।
ছবিগুলো ও অনেক স্মৃতি মনে করিয়ে দিলো।

১৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:১২

নতুন বলেছেন: গ্লোবাল ভিলেজে গেলে অনেক কিছুই কিনতে ইচ্ছা করে। প্রতিবারই নতুন করে উপস্থান করে এরা।

ডানা এখন ক্লাস টু তে পড়ে, মেয়ে আমার বড় হয়ে যাচ্ছে... :(

৭| ১৯ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৫

রানার ব্লগ বলেছেন: মেয়েরা সম্ভবত মাছ খেতে অর্থাৎ মাছের কাটা বেছে খেতে সিদ্ধহস্ত। আমি তো মাছ দেখলে আগে জেনে নেই কাটার পরিমান কেমন। কাটা আছে তো আমি নাই কিন্তু আমার বোন সে ঠিকি কাটা বেছে সুন্দর মতো খেয়ে ওঠে।

১৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৬

নতুন বলেছেন: শারমিন দেশী মাছের ভক্ত, দেশে গেলে ব্যাগের অর্ধেক শুধুই মাছ, গরুর ভুরী, বিভিন্ন রকমের শাক, রান্না করা খাবারেই ভরা থাকে।

ডানা ছোট বেলায় মাছ পছন্দ করতে এখন তেমন খেতে চায় না।

আমি অবশ্য কাটা নিয়ে মাথা ঘামাইনা। সব রকমের মাছই খাই। ছোট বেলায় চিংড়ি মাছ খেতাম না। সম্ভবত ২৬ বছর বয়স থেকে আবার খাওয়া শুরু করেছি।

৮| ১৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: আপনার কিছু ব্যস্ততা আমাকে দিয়ে দিন।

১৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৮

নতুন বলেছেন: ব্যস্ত থাকা তো জটিল কিছু না। কোন একটা প্রজেক্ট শুরুকরেন।

আমার তো হাতে কোন কাজকাম না থাকলে ভালো লাগেনা।

৯| ১৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ। সুন্দর পোষ্ট।
দিন লিপি পড়তে ভাল লাগে।

১৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৯

নতুন বলেছেন: সময় পাইনা লিখার, গত আগস্টে দেশে গিয়ে অনেক স্ট্রিট ফুড খেয়েছি, ছবি তুলে রেখেছি দুবাই ফিরে লিখবো বলে, এখনো সময় করতে পারিনাই।

১০| ১৯ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২১

মিরোরডডল বলেছেন:




দেশ থেকে ফ্যামিলি ভিজিটর আসলে তাদেরকে নিয়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা ।
ভালো লাগলো দেখে ।

বাংলাদেশী খাবার হচ্ছে সেরা ।
এরপর এশিয়ান ফুড থাই, মালয়েশিয়ান, জাপানিজ আর এদিকে মিডল ইস্টার্ন ফুড অনেক ইয়াম ।
ওদের রাইস আইটেমের চেয়ে কাবাব আইটেমগুলো বেশি মজা ।

ভিডিও দেখলাম, সত্যি সেইদিনের মিররের পাশে দাঁড়ানো গুল্লু গুল্লু ডানাটা বড় হয়ে গেছে ।
বাংলাদেশের ট্রিপ নিয়ে লিখবে, ওটা পড়ার অপেক্ষায় থাকলাম ।



১৯ শে নভেম্বর, ২০২২ রাত ৮:৪৫

নতুন বলেছেন: আত্নীয়স্বজন, বন্ধুদের বাড়ী বেড়াতে যাওয়ার, দাওয়াদ খাওয়ার মজাটা বিদেশে সবাই খুব বেশি মিস করি।

গত ২ সপ্তাহ তারা আমাদের সাথে ছিলেন, প্রতিদিন বেড়াতে যাওয়া, বিভিন্ন বাসায় দাওয়াত খাওয়া, গল্প করা তে মনে হয়েছে দেশের মতন মজা হয়েছে।

ডানা এখন ক্লাস ২ তে , ৪টা দাত পড়েছে, অনেক বড় হয়ে গেছে।

১১| ২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:০১

মিরোরডডল বলেছেন:




নতুন আর ডানা, বাবা মেয়ের বেশ কয়েকটা মজার ভিডিও দেখেছি ।
ভালোই সময় কাটে বাবা মেয়েতে । দুজনেই চঞ্চল ।
শারমিন মনে হয় তুলনামুলকভাবে একটু শান্ত ।

২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:২৬

নতুন বলেছেন: ডানা কে ট্রেইনিং দিচ্ছি যাতে ভাল মানুষ হয়, সাহসী হয়, শেখার প্রতি আগ্রহ থাকে, নেতৃত্বের গুনাবলি অর্জন করতে পারে। :)

১২| ২৮ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৫৯

খায়রুল আহসান বলেছেন: সহজ সরল দিনযাপনের দিনলিপি পড়ে ভালো লাগল। মেহমানদের নিয়ে সপরিবারে ঘুরতে যাওয়ার আনন্দ ও আমেজ আলাদা। আপনার মেয়ে কাঁটা বেছে মাছ খেতে পারে (যদিও তা ভাজা মাছ) দেখে ভালো লাগল। এখনকার বেশিরভাগ বাচ্চারা মাছ খেতে পারে না।

আপনার এ লেখাটা পড়ে মেলবোর্নে আমার ছেলের বাড়িতে থাকাকালীন কিছু সময়ের স্মৃতি মনে পড়ে গেল। প্রায় প্রতিটি উইকএণ্ডেই কোথাও না কোথাও দাওয়াত থাকতো। ওরা যেখানেই আমন্ত্রিত হতো, সেখানেই আমাদেরকেও আলাদা করে আমন্ত্রণ জানানো হতো। অনেক বাসাতেই গিয়ে আমাদের বয়েসি তাদেরও মা বাবা বা কোন মুরুব্বীকে পেতাম। আমরা বুড়োবুড়িরা আলাদা করে গল্পে বিভোর হ'তাম, ওরা ওদের মত করে ওদের মজার বিষয় নিয়ে গল্পে মশগুল থাকতো।

২৮ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:২৮

নতুন বলেছেন: প্রবাসি জীবনটাই এমন। এখানে জীবনযাত্রার মান উন্নত কিন্তু আত্নীয় স্বজন ছাড়া থাকা সবাই খুবই মিস করে সবাই্।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.