নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

সারা দেশে কারফিউ জারি, সেনা মোতায়েনের সিদ্ধান্ত < > কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা কোটা আন্দোলনকারীদের

২০ শে জুলাই, ২০২৪ রাত ১:০৭

বিবিসি বাংলায় সাইটে লাইভ আপডেট আসছে।


১ ঘন্টা আগের আপডেট:-

সারা দেশে কারফিউ জারি, সেনা মোতায়েনের সিদ্ধান্ত
কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনে দেশজুড়ে সহিংসতার পর সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুক্রবার রাতে গণভবনে ১৪ দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।

বিবিসি বাংলাকে তিনি বলেন, ১৪ দলের বৈঠক শেষে আইন মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সিদ্ধান্ত কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে বলেও জানান তিনি।

তিনি জানান, সারা দেশের যে যে জায়গায় সংঘাত সহিংসতার শঙ্কা রয়েছে সে সব জায়গায় বেসরকারি প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী।

৩৩ মিনিট আগের আপডেট:-

কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা কোটা আন্দোলনকারীদের
জনগণের ওপর আরো দমন পীড়নের জন্য সরকার সেনা মোতায়েন করছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

“সরকারকে সমর্থন না দিয়ে ছাত্রদের পাশে থাকতে” দেশের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

কারফিউ জারি অবস্থায় কীভাবে তারা কর্মসূচি পালন করবে জানতে চাইলে বিবিসি বাংলাকে মি. হোসেন বলেন, কারফিউ জারি করার আগেই তারা কর্মসূচি ঘোষণা করেছেন তাই জনগণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে তারা মনে করেন।

বিবিসি বাংলা:- https://www.bbc.com/bengali/live/c0dmk0jykz7t

পরিস্থাতি খারাপের দিকেই যাচ্ছে। :(

এপযন্ত মারা গেছে ১০৫ জন - এফপি https://x.com/AFP/status/1814346289569771736

মন্তব্য ৩৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২৪ রাত ১:১০

ভুয়া মফিজ বলেছেন: AFP এর লেটেস্ট আপডেটঃ এখন পর্যন্ত ১০৫ জন শহীদ হয়েছেন।

২০ শে জুলাই, ২০২৪ রাত ১:১৪

নতুন বলেছেন: এই শহীদের লাশ গুলি দাফন না করে শেখ হাসিনার বাসভবনে পাঠিয়ে দেওয়া উচিত ছিলো।

১৯৭১ এর পাকিস্তানী অফিসারেরাও নিজে ১০০ বাঙ্গালী হত্যা করেনাই।

সাবাস শেখ হাসিনা।

২| ২০ শে জুলাই, ২০২৪ রাত ১:৪৮

আমি সাজিদ বলেছেন: দেশে যোগাযোগের উপায় কি এখন? নেটওয়ার্ক আর ইন্টারনেট বন্ধ করে আন্দোলন তো নিয়ন্ত্রণ করতে পারে নাই, উলটা আর্মি নামানো হচ্ছে। হঠাৎ করে নেটওয়ার্ক বন্ধ করার পরের পরিস্থিতিতে বাইরে থেকে আমারই দমবন্ধ লাগতেসে, দেশের ভেতরে ওদের কি উত্তর কোরিয়া/ রাশিয়া / ইরান ফিল হচ্ছে না? কয়েকদিনের জন্য পৃথিবী বিচ্ছিন্ন হতে কেমন লাগে, সেটা কি বুঝতে পারছে জনগণ? টাইম মেশিনে ফিরে এখন নিজেদের কোন ভুলগুলো শুধরাতে ইচ্ছুক তারা জানতে মন চায়।

২০ শে জুলাই, ২০২৪ সকাল ৯:২০

নতুন বলেছেন: মাথা ঠিক মতন কাজ করছেনা।

অবাক লাগছেতে আমরা কোন দেশে আছি।

যেই সমস্যা আলোচনা করে সমাধন করা যেত সেটার জন্য ১০৫ জনের মৃত্যু।

আর এখনো কিছু ব্লগার বলছে সমস্যাটা তো কোটা % ঠিক করলেই সমাধান।

দুই যুগে সব গুলি সাইকো আয়ামীলীগে একত্রীত হইছে।

৩| ২০ শে জুলাই, ২০২৪ রাত ১:৫৩

আঁধারের যুবরাজ বলেছেন: ‘It’s not a protest anymore. It’s a war now.’

৪| ২০ শে জুলাই, ২০২৪ রাত ২:৪৪

কামাল১৮ বলেছেন: আপনি কি আন্দোলনকারীদের সাথে যুক্ত আছন।নাসকতার দায়িত্ব কে নিবে।আগে নাসকতার বিচার হোক তার পর আন্দোলন।

২০ শে জুলাই, ২০২৪ সকাল ৯:২৬

নতুন বলেছেন: নাসকতা বিএনপি জামাত শুরু করেছে মানলাম। ঘ[র পোড়ায় তারা আলো পোড়া দিচ্ছে।

আর যারা এই ক্ষতি নিয়ে কান্না করছে তারা কি জানে আয়ামীলীগের নেতারা কতটাকা বিদেশে পাচার করে দেশের উন্নতি করছে?

ভুতের মুখে রামনাম মানায় না। বরং এইযে মেরামতের কাজ গুলি হবে এখানেও টাকার ধান্দা এই আয়ামীলেগার নেতা কর্মীরাই করবে।

আর তাদের বিচার না হয় জরিমানার টাকা তুলে ক্ষতি পুরুন করা যাবে।

১০৫ জন মানুষের জীবন ফিরিয়ে দিক সরকার।

ছাত্রদের উপরে গুলি করলে চোখের সামনে দেখে যে লাশটা উঠিয়ে নিয়ে চলে যাবে? বাংলাদেশীরা আবেগী, জজবা ওয়ালা সেটা জানেন।

ছাত্রলীগ হামলা না করলে ছাত্রদের হাতে লাঠিও উঠতো না।

এই হামলার শুরুটা করেছে আয়ামীলীগ।

৫| ২০ শে জুলাই, ২০২৪ রাত ২:৫৯

আমি সাজিদ বলেছেন: নাসকতার বিচার হওয়ার আগে ছাত্রলীগ আর পুলিশের গুলির জবাবদিহিতা কি কামাল করবে? ব্লগে তো আরও সিনিয়র লোকও আছে কামালের কথাবার্তা এমন কেন? স্ট্যান্ডার্ড ছাড়া।

২০ শে জুলাই, ২০২৪ সকাল ১১:১০

নতুন বলেছেন: অনেকেই বিগার পিকচারের কথা মাথায় রেখে আয়ামীলীগের সরকারকে রাখতে চায়। কারন নতুবা আবার বিএনপি ক্ষমতায় এলে রাজাকারকে মন্ত্রী বানাবে, বেয়াদব তারেখ জিয়াকে প্রধানমন্ত্রী বানাবে।

কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে।

ঘর পুইলো তো পইলো কিন্তু উই তো মইলো।
( এক কৃষক উইয়ের যন্ত্রনায় ঘরে আগুন দিছিলো কারন তিনি আর সইতে পারছিলেন না। এখন আয়ামীলিগের উপরে অনেকের মনভাবটা এমনই)

৬| ২০ শে জুলাই, ২০২৪ রাত ৩:০৮

ভুয়া মফিজ বলেছেন: এই হারামজাদা কামালের তিন পা এর দুই পা কবরে। অবশিষ্ট পা'টা ভেঙ্গে দেয়া দরকার। তাহলে যদি এইটার জবান বন্ধ হয়। ছোট ছোট বাচ্চারা রাস্তায় মারা যাচ্ছে, আর এই হারামজাদা কানাডায় বসে দালালী করছে। দালাল কোথাকার!!! X(

২০ শে জুলাই, ২০২৪ সকাল ৯:২৭

নতুন বলেছেন: ভাই কামাল ভাই ভালো মানুষ, আপনি গালী দেবেন না। উনি যেটা বলেছেন সেটার ভিন্ন্য অর্থ আছে,। উনি ছাত্রদের বিরুদ্ধে না।

৭| ২০ শে জুলাই, ২০২৪ রাত ৩:২১

নব অভিযান বলেছেন: কতা বলার অসতর্কতা জাতিতে এই পর্যায়ে নিয়ে এসেছে!

২০ শে জুলাই, ২০২৪ সকাল ১১:১১

নতুন বলেছেন: আমি অনেক আগে থেকেই বলেছি যে শেখ হাসানার চুপাই তার পতনের কারন হবে।

৮| ২০ শে জুলাই, ২০২৪ ভোর ৪:৩৭

রবিন_২০২০ বলেছেন:
@কামাল১৮ ,
নাশকতার বিচার করতে গেলে আগে আপনাকে দড়িতে ঝুলাতে হবে তারপর অন্য কিছু। স্বাধীনতার পর আপনার মতো দুস্কৃতিকারীরা দেশে যে অৰাজকতা সৃষ্টি করেছিলো তা সবাই মনে রেখেছে। সর্বহারা ক্রিমিনাল কোথাকার।

২০ শে জুলাই, ২০২৪ সকাল ১১:১২

নতুন বলেছেন: ভাই আপনি কামাল ভাইয়ের কথা ঠিক বুঝতে পারেন নাই। উনি ছাত্রদের বিপক্ষে না। কিন্তু সরকার হটিয়ে বিএনপি জামাতকে ক্ষমতায় আনার পক্ষে না।

৯| ২০ শে জুলাই, ২০২৪ ভোর ৬:৪৭

মেঠোপথ২৩ বলেছেন: ১০৫ জন শহীদ , এই প্রজন্মের মুক্তিযোদ্ধা । আমাদের ইতিহাসে শহীদের রক্ত কোণদিন বৃথা যায়নি, যাবেও না ইনশাল্লাহ। জয় কবে আসবে জানিনা , কিন্তু আমাদের ট্যক্সের টাকায় সরকারী বাহিনীর যারাই এই গনহত্যায় অংশগ্রহন করছে বা তাদের পক্ষালম্বন করছে তাদের চিহ্নিত করুন যে যার অবস্থান থেকে ।

১০| ২০ শে জুলাই, ২০২৪ সকাল ৮:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
কর্মসুচি চালিয়ে যাবে?
কর্মসুচি তালিকায় কি কি আছে? দুএকটা বলেন শুনি।
বর্তমানে ওদের মুল দাবি কি?
ওদের দৃশ্যমান দাবি দেখছি না। কোটা দাবি তো মামুলি ব্যাপার। যেটা অলমোস্ট ডান।
আর কোন দাবী আছে?

২০ শে জুলাই, ২০২৪ সকাল ৯:১৪

নতুন বলেছেন: ভাই আমি তো আগের পোস্টে বলেছি কিছু মানুষ ১০৫ জন্য মানুষের খুন দেখতে পাবেনা।

ছাত্রদের উচিত এই ১০৫ টা লাশ নিয়ে হাসিনার সামনে রেখে তাদের জীবিত করতে বলা। তারপরে কোটা আন্দোলন তো সাধান সমাধান। সেটা তো আলোচনা করেই সমাধান করা যাইতো।

সমস্যা নাই চালিয়ে যান।

বন্দুক যার হাতে থাকে গুলি সে কোথায় করবে তার নিয়ন্ত্রন তার হাতে, গুলি বুকে না ফাকা করবে সেটা নির্ভর করবে সে কতটুকু মানুষ তার উপরে।

এই আন্দোলনের বর্তমানে যারা দেশে বাতাবী লেবুর ফলন কতটুকু হয়েছে সেটা নিয়ে আলোচনা করতে আসে তারা যে কতটা প্রতিবন্ধি সেটা বোঝা যায়।

১১| ২০ শে জুলাই, ২০২৪ সকাল ৮:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
আমি নিজে এজাবৎ ওদের শুধু একটি স্পষ্ট দাবি দেখছি প্রথম আলোতে।
আসিফ নজরুল। দেখছি প্রথম আলোতে মিন মিন করে শুধু স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে।

২০ শে জুলাই, ২০২৪ সকাল ৯:১৭

নতুন বলেছেন: ১০৫ জন কে হত্যা করা হইলো তাদের আপনি জীবিত করে দিন।

তারপরে না হয় কোটা আন্দোলনের % নিয়ে আলোচনা হবে।

আপনার বস ওকাদের দেখলাম কার্ফু কি সেটা ব্যাক্ষা করেছেন, সুট এট সাইট... :|

আশা করি এই ১০৫ জনের কেউ তাদের সন্তানদের হত্যাকারী সাথে দেখা করতে যাবে কোন দিন।

১২| ২০ শে জুলাই, ২০২৪ সকাল ৯:৪০

শ্রাবণধারা বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
কর্মসুচি চালিয়ে যাবে?
--------------
আর কোন দাবী আছে?

এটা জানার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বলে মনে হয়।

বন্দুকের নলের সামনে যারা দাড়িয়ে আছে তাদের দাবী, আর বিদেশে নিরাপদে বসে মানবিক কন্ঠস্বরে বলা দাবী সম্পুর্ণ ভিন্ন হবে সন্দেহ নেই। তবে মোটামুটি নিশ্চিত দাবীটা মিন মিন করে বলা দাবী হবে না।

২০ শে জুলাই, ২০২৪ সকাল ১১:০২

নতুন বলেছেন: প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা
ছাত্রলীগকে নিষিদ্ধ করে যারা হামলা করেছে বিচার করে ছাত্রলীগের নেতৃত্ব পনরায় গঠন করে নতুন করে শুরু করা।
যারা গুলি করেছে সেই সব পুলিশের বিচার,
ওবায়দুল কাদেরের অপসারন, তিনিই ছাত্রলীগের হামলা করতে বলেছে
ছাত্রদের বিরুদ্ধে সকল মামলা বাতিল
যারা মারা গেছে তাদের পরিবারের ভরন পোষনের ব্যবস্থা।

তারপরে কোটার % ঠিক করা।

১৩| ২০ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
৪ জনের ৩ জন মন্ত্রীদের সাথে আলোচনার ছিল।
এরা সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এবং সহ-সমন্বয়ক তানভীর আহমেদ।
বাকি একজন আলোচনায় অশ্বীকৃতি জানানোতে আলোচনার আগেই গ্রেফতার করা হয় সমন্বয়ক নাহিদ ইসলামকে। তার আগে নুরাকে গ্রেফতার করা হয়।
ঢাকা আজ শান্ত। সেনা টহল চলছে। টিভিতে দেখছি।
আপনাদের আর কোন আশাভরসা দেখছি না।

২০ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:২০

নতুন বলেছেন: ভাই আমি আগের পোস্টে কিছু মানুষের কথা বলছি যারা দের কাছে ১০৫ জন মানুষের মৃত্যু কোন ব্যাপার না।

আরেকটা কথা মনে পরে গেলো ৭১ এও আলোচনার কথা বলে কারা যেন এমন ভাবে মানুষকে তুলে নিয়ে যেতো =p~

২০ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:২৭

নতুন বলেছেন: বাকি একজন আলোচনায় অশ্বীকৃতি জানানোতে আলোচনার আগেই গ্রেফতার করা হয় সমন্বয়ক নাহিদ ইসলামকে।

সাবাস আলোচনা না আসতে চাইলে ধইরা আইনা উল্টা ঝুলাইয়া থেরাপি দিলে সব মেনে নেবে। ;)

সাবাস ভাই। সহী বঙ্গবন্ধুর অনুসারীরাদের মুখে এমনটা শুনে অবাক লাগতেছে। ;)

১৪| ২০ শে জুলাই, ২০২৪ দুপুর ১:০৯

রাসেল বলেছেন: দেশের সূর্য সন্তান, মহাজ্ঞানী, মহাজন, দেশ প্রেমিক, নিষ্পাপ BCS cadre দের বেকায়দায় ফেলার ফলাফলস্বরূপ আমাদের দেশের সরকার বাহাদুর (দেশ প্রেমিক, নিষ্পাপ) বেকায়দায় পরে গেছে, মাঝে দিয়ে মরিচের দশা শেষ ।

২০ শে জুলাই, ২০২৪ দুপুর ১:২২

নতুন বলেছেন: দেশের সূর্য সন্তান, মহাজ্ঞানী, মহাজন, দেশ প্রেমিক, নিষ্পাপ BCS cadre

এদের সহী পথে রাখার দায়ীত্ব আমাদের মুরুব্বিদের।

আমাদের দূনিতিবাজ মুরুব্বির সমাজ থেকে দূনিতিই শিখতেছে।

তবে বর্তমানেও অনেক ভালো সরকারী কর্মচারী আছে কিন্তু সংখ্যায় তারা কম।

আয়ামীলীগ ক্ষমতায় থাকলে কোন সমস্যা নাই। কিন্তু এমন সৈরাচারী মনভাব কেউই সহ্য করবেনা।

বাংলায় একটা কথা আছে, ঘর পুইলো তো পুইলো কিন্তু উই তো মইলো। ( অর্থ ঘর পড়ছে তো কি হইছে কিন্তু উই তো মরছে) তেমনি বর্তমানের আয়ামীলীগ চেতনা বিক্রি করে খাচ্ছে। নিজেরা দূনিতি করছে। কিন্তু মুখে চেতনা আর চেতনা।

১৫| ২০ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৩৮

রাসেল বলেছেন: লেখক বলেছেন: তেমনি বর্তমানের আয়ামীলীগ চেতনা বিক্রি করে খাচ্ছে। নিজেরা দূনিতি করছে। কিন্তু মুখে চেতনা আর চেতনা।

সেজন্যেই আমাদের সরকার বাহাদুরগণ সর্বদাই (১৯৭১ সাল হইতে) নিষ্পাপ।

২০ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৫০

নতুন বলেছেন: আমাদের জাতীগত কোন সমস্যা আছে। অনেক বড় সমস্যা আছে।

আমারা খুবই সুবিধাবাদী, ভন্ডামী রোগে আক্রন্ত।

নেতাগুলি চোখে মুখে মিথ্যা বলছে। আয়ামীসমর্থকেরা তালি বাজাচ্ছে। এমনকি ব্লগেও আছে অনেকেই ১০৫ জীবনের চেয়ে ঝামেলা বাড়ছে সেটা নিয়ে আলোচনা করছে।

আয়ামীলীগ সরে গেছে বিএনপি আসবে সেই একই দানব ভিন্ন নামে। :| আর যদি কোন রাজাকারকে মন্ত্রি বানায় তবে তো আরেক ঝামেলা।

১৬| ২০ শে জুলাই, ২০২৪ রাত ১১:৩৯

চাঙ্কু বলেছেন: "শুট অ্যাট সাইট হবে" - কোন গনতান্ত্রিক দেশে এই বাক্যগুলো কেউ উচ্চারনও কেন করবে? আনফরচুনেটলি এতগুলো মানুষের মৃত্যুর কোন বিচার হবে না!

২১ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৭

নতুন বলেছেন: বাংলাদেশের সরকার বিচার করবে না। জানি।


কিন্তু অনেক সময় ভালোবাসার মানুষ তাদের প্রিয়জনের আত্নার শান্তির ব্যবস্থা করে।

১৭| ২০ শে জুলাই, ২০২৪ রাত ১১:৫৬

প্রহররাজা বলেছেন: দেশের বেশীর ভাগ মানুষ পাকিস্তান ভাগের পক্ষে ছিলো না কোনদিনও।পাকিস্তানিদের পিটা খেয়ে সাময়িক অভিমানে মুক্তিযুদ্ধ হয়েছিলো, এখন সব রাগ হাসিনার উপর ঝারতেসে।

২১ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:৪১

নতুন বলেছেন: কথাটা ভুল।

কিছু মানুষ আছে যারা অন্ধবিশ্বাসী ধর্মের নামে এদের পাকিপ্রেম শেখায় কিছু গোস্ঠি। তারা সেটা মানে ভারত বিরোধিতার কারনে।

আয়ামীলীগ দূনিতি করছে, সন্ত্রাস করছে যার ফলে ঐ গোস্টির হাতে আরো প্রমান দিচ্ছে যে এরা কত খারাপ।

দেশের অনেক মানুষই চায় যে জামাত/বিএনপি ক্ষমতায় না আসুক, তাই এখনো সরকার পতনের জন্য সাধারন জনতা মাঠে নামেনাই।

কিন্তু প্রধানমন্ত্রী অহংকারে অন্ধ হয়ে ছাত্রলীগকে সাধারন ছাত্রদের উপরে আক্রমনের সায় দিয়েছে তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে।

এখন শেখ হাসিনা একটা ঘৃনিত নাম হিসেবে এই প্রজন্মের সামনে থাকবে।

কিন্তু দূনিতি মূক্ত বাংলাদেশের শুরুটা করে দিতে পারলে তিনি শেখের বেটি নামে বাংলাদেশের ইতিহাসে তার বাবার পাশেই থাকতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.