নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

১৯,৪০৫ দিনে ৫৩ বছরের বাংলাদেশের রাজনীতি। নতুন প্রচেষ্টাকে স্বাগত জানানো উচিত নাকি জয় বা তারেককে প্রধানমন্ত্রী করা উচিত?

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৭



বাংলাদেশের বয়স ৫৩ বছর, বেশ কয়েকটা দলের শাসন দেখেছেন জনগণ।
সবাই ক্ষমতাকে নিজের এবং দলের স্বার্থে ব্যবহার করেছে।

* পুলিশকে নিজেদের পোষা বাহিনীতে পরিণত করেছে।
* ছাত্রদল, ছাত্রলীগ, শিবিরদের তাদের নেতারা লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে।
* নির্বাচন কমিশন, বিচার বিভাগে তাদের পছন্দের মানুষদের বসিয়ে প্রধানমন্ত্রীর কথা মতন চালিয়েছে।
* প্রতিটা বিভাগেই ঠিকাদারীর জন্য দলীয় নেতারা টাকা পয়সা লুটের সিস্টেম বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে। ফলে ১০০ টাকার কাজ ১০০০ টাকায় করা হয়েছে।
* দলীয় সন্ত্রাসীরা জনগণের উপরে চাঁদাবাজি, হামলা, দখল করেছে কিন্তু জনগণ কোথাও বিচার পায়নি।
* জনগণ প্রতিবাদ করতে রাস্তায় নামতে পারেনি। জনগণ লিখতেও পারেনি, অনলাইনেও পোস্ট করতে পারেনি।

একটা ঝড়ের পরে আবার সবকিছু গোছাতে হয়।

এবারের ঝড়ের শুরুটা হয়েছে নতুন প্রজন্মের হাতে। এরা আধুনিক, বিশ্বের বিভিন্ন দেশের ভালো প্র্যাকটিসগুলো সম্পর্কে জানে।

* ছাত্ররা দুর্নীতি বন্ধে কাজ করবে।
* ছাত্ররা চাঁদাবাজি বন্ধে কাজ করবে।
* ছাত্ররা সবার জন্য চিকিৎসার জন্য কাজ করবে।
* ছাত্ররা কারও উপরে অন্যায় হলে প্রতিবাদ করবে।
* ছাত্ররা ঘুষ বন্ধ করবে, নিজেরাও খাবে না।

অনেকে বলবে এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব।

আপনারা দেখেছেন ছাত্ররা রাস্তায় ঝাড়ু দিচ্ছেন, ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন, মানুষের জন্য রক্ত যোগাড় করছেন। দরিদ্র মানুষের চিকিৎসার জন্য টাকা জোগাড় করেছে।
এদের উদ্যম আছে, ইচ্ছা আছে, ভালো মন আছে, আমাদের মুরুব্বিরা তরুণদের যেভাবে গঠন করবে তারা সেভাবেই এগিয়ে যাবে।

কলেজ/বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা পড়াশোনা করতে যায়, তাদের নষ্ট করে নেতারা হাতে অস্ত্র তুলে দিয়ে।
আপনি চাইলেই তাদের দিয়ে বিশ্বের বিভিন্ন অলিম্পিয়াডে সোনাও জেতাতে পারবেন।

বাঙালি আবেগী জাতি, এখন জনগণের আবেগ ঠিকমতো দেশপ্রেমের সাথে দেশ গঠনের উদ্দেশ্যে এগিয়ে নিতে পারলে কেন আমরা বিশ্বে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না? সিদ্ধান্ত আপনার।

* আপনি কি আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান?
* আপনি কি আবার খালেদা জিয়াকে ফিরিয়ে আনতে চান?
* আপনি কি জামাতের আমিরকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগানের সুযোগ দিতে চান?

নাকি নতুন প্রজন্মের তারুণ্যের শক্তি দিয়ে দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে চান?

মন্তব্য ৪৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বিকল্প কোন দল আসতে হলে এই সরকারকে অনেক সময় ক্ষমতায় থাকতে হবে।

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৬

নতুন বলেছেন: আমার মনে মিনিমাম ৫/৬ বছর থাকতে হবে।

দূনিতি কমিয়ে আনতে পারলে, জনগন বুঝতে পারবে এটাই সঠিক পথ।

জনগন তখন নতুন নেতাদের প্রতি সমর্থন জানানো শুরু করবে।

তখন প্রচলিত রাজনিতিক দলও ভালো মানুষদের সামনে নিয়ে আনতে বাধ্য হবে।

আর কিছু নিয়মও পরিবর্তন করতে হবে যাতে সৈরাচারী সরকার সৃস্টি না হয়।

২| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার মনে মিনিমাম ৫/৬ বছর থাকতে হবে।

আমিও এমনটাই ভাবছি।

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৭

নতুন বলেছেন: জনগনের শত্রু বিএনপি/জামাত/আয়ামীলীগের নেতারা। তারা বসে আছে কবে ক্ষমতায় আসবে, দলের নেতারা টন্ডারবাজী+চাদাবাজী শুরু করবে। এই সরকারের সাথে থাকা ২ ছাত্রনেতারা যদি ছাত্রদের সাথে ধরে রাখতে পারে তবে বিএনপি/জামাত/আয়ামীলীের সম্মিলিত চেস্টা রুখে দিতে পারবে। বিএনপি/জামাত/আয়ামীলী এরা ১ মাসের মাঝেই একত্র হয়ে হুক্কাহুয়া শুরু করবে। B-) দেশে দূনিতি বন্ধে কাজ শুরু করলেই জনগনের মাঝে সস্তি ফিরে আসবে। তারপরে নজর রাখতে হবে যাতে বিএনপি/জামাত/আয়ামীলীদের ব্যবসায়ীরা দ্রব্যমূল্য না বাড়াতে পারে। এই চক্রান্তগুলি রুখতে সবাইকে সচেতন হতে হবে।

৩| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৩

পবন সরকার বলেছেন: এব্যাপারে জনগণকে ধৈর্য ধারণ করতে হবে

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৮

নতুন বলেছেন: জনগন ৫৩ বছর তো বিএনপি আয়ামীলীগ জামাতকে দেখলোই

সামনে ৫ বছর নতুন একটা তরিকা ট্রাই করুক।

যদি কাজ না হয় তবে ভালো কিন্তু যদি দূনিতিমূক্ত বাংলাদেশের শুরুটা হয়ে যায় তবেতো আরো ভালো।

৪| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৬

সোনাগাজী বলেছেন:



ছাত্রেরা আন্দোলন করেছে, শেখ হাসিনাকে পরাজিত করেছে, এরপরও জাতি কিছু পাবে না; বরং গৃহযুদ্ধ হতে পারে; কারণ, ছাত্রদের ব্যবহার করে আন্দোলনে জয়ী হয়েছে "রগকাটা শিবির"।

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৯

নতুন বলেছেন: আপনি একজন মুক্তিযোদ্ধা, দেশপ্রমিক এবং সচেতন জ্ঞানী মানুষ।

হাসান কালবৈশাখীর মতন কমেন্ট আপনার সাজে না।

যদি আপনার কাছে ছাত্ররা "রগকাটা শিবির" প্রমান না থাকে তবে এই মিথ্যা প্রচারনা করে নিজেকে হাকা ভায়ের স্থানে নামিয়ে আনবেন না প্লিজ।

৫| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৮

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: আমার মনে মিনিমাম ৫/৬ বছর থাকতে হবে।

এতো বছর উনারা থাকতে পারবেন না। একটি বিষয় আমাদের বুঝতে হবে ,উনারা দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব করছেন না। দেশের সব কাজ উনারা করতে পারবেন না ,রাজনীতিবিদদেরকে দিয়েই করতে হবে,যদিও আমাদের দেশে অধিকাংশ রাজনীনিতিবিদগণ অসৎ । আন্তর্জাতিক মহলও মানবে না।

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৩

নতুন বলেছেন: জনগনের বিরাট অংশ ৬০-৭০ % সাধারন মানুষ।

যারা নৌকা, ধানেরশীষ আর দাড়ীপাল্লা দেখে ভোট দেয়।

আয়ামীলীগ মুক্তিযুদ্ধের চেতনা মানুষের মনের গহীনে সন্মানের সাথে রাখতে পারেনাই। তারা চেতনা বিক্রি করেছে নিজেদের লাভার জন্য।

তাই ৫/৬ বছর সময় দরকার নতুন বাংলাদেশের ভিসনটা তাদের মাঝে ছড়িয়ে দিতে।

জনগন যখন সচেতন হবে তখন বিএনপি,আয়ামীলীগই তাদের দলে সৎ নেতাদের সামনে নিয়ে আসতে বাধ্য হবে।

আর এই সময়ে বর্তমানের সামনে থাকা ছেলে মেয়েরাই নেতা হিসেবে পরিচিত পাবে।

৬| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৯

সোনাগাজী বলেছেন:


এরা যদি আসল কোমলতিরা হতো, তারা বেশ কিছু সময় টিকে থাকতে পারতো; কিন্তু আন্দোলনের নেতৃত্বে শিবির থাকায় ইহার পতন হবে দ্রুত।

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫১

নতুন বলেছেন: আশাকরি নেতৃত্বে শিবির নাই।

যদি শিবির না থাকে তবে আপনি কি তাদের সাথে দূনিতি মুক্ত, বৈশম্যবিরোধী বাংলাদেশের জন্য কাজ করবেন?

৭| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪২

সোনাগাজী বলেছেন:



আন্দোলনে শেখ হাসিনার পতন দেখে, আমেরিকা নিজের থেকে কিংবা ড: ইউনুসের অনুরোধে, ড: ইউনুসকে চড়ুইভাতি সরকারে যোগ করেছে। কিন্তু পাকিস্তান মিলটারী ও রগ কাটাদের বিজয় দ্রুত হারিয়ে যাবে।

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫২

নতুন বলেছেন: বর্তমানের দলের মাঝে এমন কেউ নাই যে ভারত থেকে আশা চাপে টিকে থাকতে পারতো।

আপনি নিশ্চয় দেখেছেন কিভাবে ভায়াগ্রা খেয়ে ভারতীয় টিভি প্রেজেন্টরা বাংলাদেশের আন্দোলন বিরোধি প্রচারনায় নেমেছিলো?

নাকি আপনি ভারতীয় টিভি থেকেই আপনার থিউরি গুলি পাচ্ছেন?

৮| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৩

সোনাগাজী বলেছেন:



আন্দোলনে পাকিস্তানী মিলিটারী পুরোপুরিভাবে সাহায্য করেছে।

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৬

নতুন বলেছেন: কোন প্রমান আছে? যারা রাতে স্বপ্নে পাকি দেখে সেই ভারতের কাছেই পাকিতের হাতের প্রমান নাই। আর আপনি প্রমান ছাড়া মন্তব্র করেই যাচ্চেন?

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৬

নতুন বলেছেন: রাহুল গান্ধি জাগাইছিলো কিন্তু জয়সংকর এখনো পাকি কানেকসন পায় নাই।

জয় আর ভারতীয় মিডিয়া প্রজেন্টারই পাকি কানেকসন পাইছে।

আপনার সোর্স কি? আমাদের ভুলটা ভাঙ্গান যদি আপনার কাছে সহী সোর্স থাকে।

৯| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৮

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন: আপনি একজন মুক্তিযোদ্ধা, দেশপ্রমিক এবং সচেতন জ্ঞানী মানুষ।

-কালবৈশাখীর সাথে আমার কোন মিল নেই; আমি যাহা দেখছি, তা বলছি; আশাকরি, আমার অনুমান সঠিক।

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫০

নতুন বলেছেন: যখন আপনি ছাত্রদের রগকাটা জামাত বলছেন সেটা পুরাই হাকা ভাইয়ের ব্রেনের ইকো মনে হচ্ছে।

আপনার কাছে থেকে এতো সস্তা প্রমানহীন যুক্তি আশা করিনাই।

১০| ১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৪

মেঠোপথ২৩ বলেছেন: অন্তর্বর্তী সরকারের উপড় আস্থা একেবারেই নষ্ট হয়ে গেছে। ৮৪ বছরের ডঃ ইউনুস এর পক্ষে খুব বেশি কাঠিন্য প্রদর্শন করা আসলে সম্ভব নয় বোঝাই যাচ্ছে। উপদেষ্টা গুলোততো পুরাই চুড়ি পড়ে বসে আছে। একজন স্বরাস্ট্রমন্ত্রী কিভাবে বলে যে, ''দেশের আইন শৃংখলা পরিস্থিতি যে খারাপ তার জন্য সবাই আল্লাহ আল্লাহ করেন। কারন পুলিশ নাই !!!!'' এসব কথা শোনার জন্য কি এদের ক্ষমতায় পাঠানো হয়েছে?এইসব অপদার্থদের দুর্বলতার সুযোগে আওয়ামী হায়েনদের যে কোন ষঢ়যন্ত্র বাস্তবায়ন হবার ভয়ে আছে সবাই। এই সরকার এখন যত দ্রুত ইলেকশন আয়োজন করে তত ভাল দেশের জন্য ।

১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২১

নতুন বলেছেন: ভদ্র মানুষেরা তো আর গালাগালী করবেনা।

উনি ১৫ তারিখের মধ্যে কাজে যোগ দিতে বলেছেন।

এখন যত দ্রুত ইলেকশন দেবেন বিএনপি ততবেশি ছিট পাবে।

মাত্র কয়েকদিন হলো। আরো সময় দিতে হবে।

এবার ছাত্ররা সাথে আছে, আশা করি পরিবর্তন আসবে।

১১| ১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: আমার মনে হয় কমপক্ষে ২ বছর রাজনৈতিক দলগুলোকে ধৈর্য ধরতে হবে পরবর্তী নির্বাচনের জন্য এবং জনগণকে ধৈর্য ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগীতা করতে হবে কিছু না পাওয়ার লোভ পরিত্যাগ করে।

আর সেই সময়ে নো তারেক জিয়া, নো সজিব ওয়াজেদ ( হাসু-খালেদা বাই বাই- বাংলায় তোমাদের আর দরকার নাই । এবার তুমরা শান্তিতে ঘুমাও আর আমাদেরকে আমাদের কাজ করতে দাও )।

১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫৫

নতুন বলেছেন: এই সরকারকে ৫ বছর থাকতে হবে।

সচেতন মানুষের কাজ হবে নতুন বাংলাদেশের জন্য নতুন যেই নেতার দরকার সেই ভাবনা সাধারন জনগনের মাঝে ছড়িয়ে দিতে হবে।

১২| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি - এরাই সরকার গঠন করবে। অনেকে ছাত্রআন্দোলন দ্বারা নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলেছেন। দল গঠন করা হলেও গ্রাসরুট লেভেল পর্যন্ত তারা ২-৩ বছরের মধ্যে সংগঠিত হয়ে নির্বাচনে জয়ী হতে পারবে বলে মনে হয় না। সাম্প্রতিক আন্দোলনে যে গণ-জোয়ার দেখা গেল, তাতে আওয়ামী লীগ ছাড়া অন্য সব দলেরই ছাত্র, নেতাকর্মী ছিলেন। কাজেই, এটা ভাবার কোনো কারণ নেই যে, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন কোনো রাজনৈতিক দল গঠন করলে গণজোয়ারের সবাই সেই দলের সমর্থক হবেন বা সেই দলে যোগ দেবেন।

আমাদের রাজনৈতিক দলগুলো একে অন্যের পিঠ হলেও আমরা যদি খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি, তাহলে সব দলের মধ্য থেকে কোনো কোনো দলকে অন্য দলের চাইতে ভয়ঙ্কর, কোনো কোনো দলকে অন্য দলের চাইতে একটু মডারেট বা নমনীয় দেখতে পাব। ১৯৮১ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের মানুষ ৯ ও ১৩ বছরের দুইটা স্বৈরশাসন দেখলো। আমার মনে হয়, সাম্প্রতিক স্বৈরশাসনের মতো আগের স্বৈরশাসন এত ভয়ঙ্কর ও একরোখা ছিল না। অন্য দিকে, জনরোষের কবলে স্বৈরশাসকের দেশ থেকে পলায়ন দেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় রচিত হলো, আগামীর শাসক ও স্বৈরশাসকগণ, আশা করি, এ থেকে কিছুটা হলে শিক্ষা নেবেন এবং সতর্ক থাকবেন (যদিও ইতিহাসের শিক্ষা হলো কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না - প্রোভার্ব)।

আমার মতে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ আগের চাইতে একটু বেশি হওয়াই ভালো হবে। এতে বিএনপি, জামাত যেমন ফাঁকা মাঠে গোল দিয়ে সরকারে এসে অতি দ্রুত স্বৈরচারী মনোভাবপুষ্ট হবার সুযোগ পাবে না, অন্যদিকে সদ্য পরাজিত আওয়ামী লীগ ধীরে ধীরে রাজনীতির মাঠে পদচারণা করতে পারবে। রাজনীতির মাঠে সমান সমান দলের বিরাজ ক্ষমতায় একটা ভারসাম্য সৃষ্টি করে। সবগুলো দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা গেলে আশা করি জনতার কাতার থেকে যোগ্য প্রার্থীরা উঠে আসবে। একটা সুষ্ঠু নির্বাচনই সকল নৈরাজ্য ও দুর্নীতি দূর করতে সক্ষম।


অফটপিক : অনেক বানান ভুল চোখকে খুব পীড়া দিয়েছে।

১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫৩

নতুন বলেছেন: সরি ভাই, আসলে ব্লগে বাংলা লেখার সময় ছাড়া অন্য সময় বাংলা লেখা ঠিকমতো হয় না। তাই বানান ভুল হয়ে যায়। সেই জন্য আমি এখন চ্যাটজিপিটি দিয়ে বানান ঠিক করে নিচ্ছি। এই লেখাটার বানান ঠিক করা হয়নি।

এখন ঠিক করে দিয়েছি। আশা করি এবার ঠিক আছে।

ভোটের সময় জনগনের বিরাট যেই অংশটা ভোট দেবে তাদের মনভাব পরিবর্তন করতে হবে।

সাধারন জনগনের বিরাট অংশ আজহারী/মামুনুলের ওয়াজে ব্রেনওয়াস্ড হচ্ছে।
বিরাট একটা অংশ নৌকা/ধানের শীস দেখে ভোট দেয় তারা মানুষ জাচাই করতে যায় না।
তাদের সামনে আধুনিক বাংলার কোন ছবিনাই। তাই পুরানো আইডিয়া থেকে তাদের বের করতে সময় লাগবে।

পেটে লাথি যখন পড়েছে এখন আয়ামীলীগ/বিএনপি/জামাত মিলেই এই সরকারের পেছনে লাগবে। তারা চাইবে জনগন এই সরকারকে অপছন্দ করুক এবং নিবাচন দিক।

এই সরকার যদি ৫ বছর ক্ষমতায় থাকতে পারে তবে জনগনের মনে নতুন পরিবর্তনের এই ভাবনার বীজ বুনতে হবে।

তখন আয়ামীলীগ/বিএনপি/জামাত ই ভালো নেতাকে সামনে আনবে।

১৩| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৯

শ্রাবণধারা বলেছেন: জয় বা তারেককে প্রাধানমন্ত্রী করার অর্থ নিজের নাক নিজে কাটা।

আমি আশা করছি যে এমন টা হবে না। স্বাধীনতার পরে এটাই আমাদের দেখা সবচেয়ে বড় গণঅভ্যুত্থান এবং গণজাগরন। এটা আমাদেরকে অবশ্যই নতুন পথ দেখাবে। বুড়ো শয়তানদের ষড়যন্ত্র যদি রুখে দেওয়া যায়, তাহলে এমনিতেই নতুন পথ তৈরি হবে।

১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫৭

নতুন বলেছেন: আমাদের জনগনের মাঝে কারা জয় বা তারেক কে প্রধানমন্ত্রী বানানোর জন্য হুক্কাহুয়া করে????

সকল ধান্দাবাজেরাই চায় তাদের পছন্দের নেতা আসুক, তারা লুটেপুটে খাক।

এখন যারা বিরোধীতা করছে তারা কি চায়?

ছাত্রদের সুযোগ দিক, দূনিতি বন্ধ করুক, বাকস্বাধীনতা ফিরে আসুক,

ছাত্ররা ফেইল করলে তো তারেক বা জয় আছেই???

১৪| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৪

দি এমপেরর বলেছেন: এ সরকারকে প্রচুর সময় দিতে হবে। দেশ থেকে দুর্নীতি সম্পূর্ণভাবে দূর করে আইনের যথাযথ শাসন প্রতিষ্ঠার পরই এ সরকার নির্বাচন দিক। তারপর জনগণ যে দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে সে দলের ব্যাপারে কারো কোনো আপত্তি থাকবে না।

১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০০

নতুন বলেছেন: এই কাজটি তো বিএনপি/জামাত/আয়ামীলীগের নেতারা হতে দিতে চাইবেনা।

দূনিতি বন্ধ হলে নেতারা কি করে খাবে?
চাদাবাজী বন্ধ হলে নেতার চেলারা কি করে খাবে?
বাকস্বাধীনতা থাকলে দূনিতি করতে সমস্যা হবে!

জনগনকে মুক্তিযুদ্ধের চেতনা, আধুনিক বিশ্ব, বৈশম্যবিহিন সমাজ সৃস্টির স্বপ্ন দেখাতে হবে। তারাই ঠিক করবে আগামীর নেতা।

১৫| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই সরকারের মেয়াদ নির্ভর করবে অ্যামেরিকা এবং অন্যান্য প্রভাবশালী পশ্চিমা দেশের উপর। কিছুদিন পরে তারা যদি বলে যে কেন একটা অনির্বাচিত সরকার এতো দিন ক্ষমতায় আছে সেই ক্ষেত্রে এই সরকারকে চলে যেতে হবে। ১/১১ র সময় জেনারেল মইনুল ক্ষমতায় স্থায়ী হতে চেয়েছিল। কিন্তু বাইরের দেশের সমর্থন না পাওয়ার জন্য তাকে অল্প সময়ের মধ্যে আওয়ামীলীগের সাথে সমঝোতায় আসতে হয়েছে। উনি নিজেই উচ্চাভিলাষী ছিলেন। মিথ্যা কথা বলে ক্ষমতা দখল করেছিলেন।

তবে আমার ধারণা ডঃ ইউনুস প্রভাবশালী দেশের কাছে থেকে একটু বেশী সময় থাকার অনুমতি নিয়ে নেবেন। সেই ক্ষেত্রে সমস্যা হবে না আশা করি। অন্তত ২ থেকে ৩ বছর না থাকলে পুরনো বানরগুলি আবার দুষ্টামি শুরু করবে। আজকে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা নিজেদের মধ্যে গোলাগুলি করেছে। গতকাল রাতে গোপালগঞ্জের গোপালিদের হাল্কা পাতলা সাইজ করেছে আর্মি। এগুলি ভালো লক্ষণ না। তবে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আজকে কড়া ভাষায় এই ধরনের কর্মকাণ্ড থেকে সব দলকে দূরে থাকার ব্যাপারে সতর্ক করেছেন। ওনার সাথে বর্তমান আর্মির সিনিয়র পর্যায়ে একটা সুসম্পর্ক আছে। তাদের কাছে উনি সম্মানিত ব্যক্তি। তাই আশা করা যায় সেনাবাহিনীর সাথে বর্তমান সরকারের উপদেষ্টাদের দূরত্ব সৃষ্টি হবে না। পলিটিকাল পার্টি আইন আনার কথা বলেছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত। আশা করা যায় সামনে রাজনীতি করা কঠিন হয়ে যাবে। জিয়া যেটা এক সময় করেছিলেন। কিন্তু জিয়া নিজের কলিগদের সাথে ট্রাম্প ওভার ট্রাম্প করতে গিয়ে প্রাণ দিয়েছেন।

১২ ই আগস্ট, ২০২৪ রাত ১:১৪

নতুন বলেছেন: ভাই আলো না থাকলেই সেখানে অন্ধকার আশে।

ড: ইউনুস অবশ্যই বিদেশী সমর্থন বেশি পাবেন। তার সাথে ২ ছাত্র নেতা আছে, অর্থ তার পেছনে ছাত্রক্ষমতা আছে।

দেশের অবস্থা খারাপই আছে, এর চেয়ে বেশি খারাপ আর কি হতে পারে।

তাই আমি চাইবো দূনিতি বন্ধ করুক, ঘুষ নেওয়া কঠিন করুক, অবৈধ সম্পত্তি বানানো কঠিন করুক, নগদ টাকার চেয়ে ডিজিটাল লেনদেন বেশি করুক।

মানুষের আইন, চিকিতসা, শিক্ষার ব্যায় কমেযাক, মান বৃদ্ধি পাক।

বেশি করে ব্যাবসার সুযোগ সৃস্টিহউক। চাদাবাজী কমাতে পারলে দাম কমবে।

ব্যবসায়ীরা যেন দামবাড়িয়ে সরকারকে ভ্যাজালে ফেলতে না পারে সেটার উপরে নজর রাখুক।

আমাদের চেস্টা করতে হবে। যদি এটা বাস্তবায়ন হয় তবে তো খুবই ভালো।

কিন্তু না হলেও জনগনের কোন ক্ষতি হচ্ছেনা। ক্ষতি হচ্ছে ধান্দাবাজদের।

কিন্তু কিছু মানুষ কেন গুজব ছড়াচ্ছে বুঝতে পারছিনা। যে মানুষ নিজেকে সন্মান করে সে মিথ্যা গুজব ছড়াতে পারেনা।

১৬| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১১

জটিল ভাই বলেছেন:
ভাইরে, এক-এগারোর পরও জাতি এমন অনেক স্বপ্ন দেখছিলো। কিন্তু.......... :(

১২ ই আগস্ট, ২০২৪ রাত ১:২০

নতুন বলেছেন: ১-১১ তে চেস্টা করেছিলো। দানবের সাথে পেরে উঠেনাই।

এরাব আবার চেস্টা করলে ক্ষতি কি?

বিশ্বের ভালো গনতন্ত্রও একদিনেই আসেনাই। অথবা ঐশী অহি নাজিল হয়ে সব দূনিতিবাজ রাজনতিকিন রাতারাতি ভালো হয়ে যায়নাই।

চেস্টা করতে হবে। চেস্টা করে যেতে হবে।

আপনি আমি সবাইকে সবার স্থান থেকে চেস্টা করতে হবে। আমি মনে করি আমি ব্লগ লিখে, ফেসবুকে লিখে, কমেন্ট করে, আলোচনা করে যদি ১ জন মানুষকেও অনুপ্রনিত করতে পারি সেটাই আমার জন্য অনেক।

আলো ছড়িয়ে পড়লে অন্ধকার দুরে যেতে বাধ্য।

ছাত্ররা রাস্তা ঝাড় দিচ্ছে, ট্রাফিক নিয়ন্ত্রন করছে, রোগীর জন্য রক্ত জোগাড় করছে, চিকিতসার ব্যবস্থা করছে।

তাদের দিয়ে কেন দূনিতির বিরুদ্ধে সচেতনা বাড়াতে পারবেন না।
তাদের দিয়ে কেন চাদাবাজীর বিরুদ্ধে সচেতনা বাড়াতে পারবে না। পুলিশে খবর দিতে পারবেনান া।
তাদের দিয়ে কেন দূনিতিবাজদের সম্পদের খবর দুদুককে দিতে পারবেনা না।

তাদের কেন ব্যবসায় যুক্ত হয়ে বেকারত্ব ঘুচাতে অনুপ্রানিত করতে পারবেননা। ???

চেস্টা না করে যদি আমরা ২ জন শিবির, আইএসএসের কমানড ট্রেনিং নিয়েছে এই জুজু দেখাতে ব্যাস্ত থাকি তবে দেশের উন্নয়নের জন্য উপর থেকে অহীর অপক্ষেই করতে হবে।

১৭| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৮

কামাল১৮ বলেছেন: গনতন্ত্রকে কার্যকরী করা জাতির জন্য মঙ্গল।গনতন্ত্র কার্যকরী না হলে অশুভ শক্তি ক্ষমতায় আসতে পারে।

১২ ই আগস্ট, ২০২৪ রাত ১:২৩

নতুন বলেছেন: ৫৩ বছরের অনেক সময়ই গনতন্ত্র ছিলো, শেষ সৈরাচার ৪/৫ শত মানুষ হত্যা করেছে এবং তাতে তাদের কোন অনুসুচনাও নেই।

এখন যদি ৫ বছর গনতন্ত্র পাশে রেখে তারপরে নিবাচন দিয়ে ট্রাই করতে ক্ষতি নাই।

১৮| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১০:১১

অপু দ্যা গ্রেট বলেছেন:


আমি আশাবাদী হয়ত দেশ আবার ঘুরে দাঁড়াবে। দেশের অন্যায় অবিচার দুর্নীতি থেকে শুরু করে সকল কিছু নিয়ন্ত্রণে আসবে। তবে আমি যেই বিষয়ে আশাবাদী সেটা হচ্ছে তৃতীয় পক্ষের উত্থান। আমি চাই নতুন কোন দল আসুক যারা দেশের ও দেশের মানুষের জন্য কথা বলবে।

তবে আমাদের দেশের মানুষের সমস্যা হচ্ছে তারা সব সময় দেহের একটা বিশেষ অংশের মতই দুই ভাগ হয়ে যায়। এখন দলকানা লোকজন আছে। যারা লীগ বা বিএনপি জামাত শিবির ছাড়া চোখে কিছু দেখে না। আবার এটাও ঠিক ৯০ এর পর থেকে দেশ এই দুই দল ছাড়া আর কাউকেই দাড়াতে দেখেনি।

এখন সময় এসেছে নতুন ভাবে নতুন কিছু করার। জয় বা তারেক নয়, লীগ বা বিএনপি নয়। চাই দেশের জন্য একটা দল। যাদের সমালোচনা করলে তারা গুম হত্যা করবে না। অন্যায় করলে আঙুল উচিয়ে বলা যাবে আপনি অন্যায় করছেন। স্বৈরতন্ত্র আর পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসতে হবে।

১২ ই আগস্ট, ২০২৪ রাত ১:২৭

নতুন বলেছেন: গত ৫৩ বছর মানুষ অনেক সরকারই দেখেছে।

২০ বছর মুক্তযুদ্ধের দলই ক্ষমতায় ছিলো। বরং তাদের কাজই তাদের আস্তাকুড়ে ছুড়ে ফেলেছে।

নতুন প্রযন্মকে নিয়ে চেস্টা করতে তো সমস্যা নাই।

খারাপ কি হবে? আবার এমন সৈরাচারই ফিরে আসবে।

কিন্তু চেস্টা না করলে যে পরিবর্তন আসবেইনা সেটা কিন্তু ১০০% কর্নফাম।

সবাইকে তাদের নিজ নিজ জায়গা থেকে দূনিতি এবং বৈশম্যবিহীন বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে আহবান জানান।

ব্লগেও গুজব, মিথ্যাচার চলছে তাদের কাছে প্রমান চান নতুবা মিথ্যাবাদী বলুন।

১৯| ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০১

শাহ আজিজ বলেছেন: নতুন বাংলাদেশে নতুন প্রজন্ম নিয়ে সংস্কার করতে হবে । দুই বুড়ি এবং এক মাওলানা এর কোনটাই চলবে না । আর বেজন্মা দুই যুবরাজ যেন এই নতুন দেশে আসতে না পারে ।

১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৪

নতুন বলেছেন: বাংলাদেশের ২৪.৫৪ বিলিওন ডলার উন্নয়ন বাজেট আছে, সাথে আছে আরো ধান্দা।

এই দেশের দখল নিতে সব দলের এতো চেস্টা।

ভাই যদি সত্যিকারের দেশপ্রমিকরা দেশের উন্নয়নের জন্য কাজ করে।

ভারতের আমআদমী পার্টির মতন নতুন দলের সামনে আসতে সময় দিতে হবে।

একটা জিনিস বুঝতে হবে, এখন সবাই মিলে চেস্টা করলে কোন ক্ষতিনাই।

কিছু মানুষ ছাত্রদের পেছনে লেগেছে কেন বুঝতে পারছিনা। তারা আয়ামীলীগ,বিএনপির সেই দূনিতিতে যেতে রাজি কিন্তু নতুন মানুষকে সুযোগ দিতে প্রস্তত না্!!!

২০| ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: আমার আশঙ্কা হচ্ছে ছাত্র বিপ্লবের সুফল শেষ পর্যন্ত জনগণের কপালে নাও থাকতে পারে। প্রাতিষ্ঠানিক দলগুলো যদি শেষ পর্যন্ত আবার সরকারে আসে তাহলে যা লাউ তাই কদু প্রমাণ হবে। এক্ষেত্রে বরং দিল্লিত আম আদমি পার্টির অনুকরণে নুতন কোনো ছাত্র দল গড়ে ওঠে যারা দূর্নীতি মুক্ত শোষণ মুক্ত দেশ জাতিকে উপহার দিতে পারবে সেটা হলে এই বিপ্লব মর্যাদা পাবে। কিন্তু কথা হলো সেরকম সম্ভাবনার সুযোগ কোথায়? এই মুহূর্তে বড়দলগুলো ওত পেতে বসে আছে। তদারকি সরকারের প্রধান হিসেবেও মোঃ ইউনুস সাহেবের বেশিদিন ক্ষমতাসীন এরাই না আবার গেলো গেলো রব তুলে গোল না বাধায়...

সবশেষে বলি আপনার একদম শেষ বাক্যের সঙ্গে শতভাগ সহমত পোষণ করছি।

১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৮

নতুন বলেছেন: বিএনপি/জামাত/আয়ামিলীগ এক হয়ে সব যাবে কিছু দিন পরে।

পেতে লাথি পড়েছে সবার। সবাই মিলে এই সরকারের বিরুদ্ধে লাগবে, সন্ত্রাস, দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনগনকে বিষিয়ে তুলবে।

১৫-২০ বছর পরে এমন বড় আন্দোলন হয়। এমন আন্দোলনে পুড়ে সমাজ খাঠি হয়।

সবাই মিলে এই এই সুযোগটা নিতে হবে।

২১| ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৫

রানার ব্লগ বলেছেন: শাহ আজিজ বলেছেন: নতুন বাংলাদেশে নতুন প্রজন্ম নিয়ে সংস্কার করতে হবে । দুই বুড়ি এবং এক মাওলানা এর কোনটাই চলবে না । আর বেজন্মা দুই যুবরাজ যেন এই নতুন দেশে আসতে না পারে ।

সহমত !!

১২ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪

নতুন বলেছেন: তার জন্য সবাইকে কাজ করতে হবে।

জনগন এই সুযোগটা নিতে না পারলে বাংলাদেশ দখলেন জন্য তারেক জিয়া বসেই আছে, জয় তারেক কে অনুরোধ করবে যে তাকেও একটু সুযোগ দিক।

জামাতীরা যত রকমের আমল আছে করছে, পাকিদের পরামর্শ নিচ্ছে কি করা যায়।

ব্লগেও কিছু গুজব ছড়াচ্ছে তাহলে বাইরের মানুষ কি করতে পারে একটু অনুমান করতে পারেন।

২২| ১২ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

নূর আলম হিরণ বলেছেন: ছাত্ররা কি আগামী বিশ বছরের ভিতর বাংলাদেশকে ফুটবল বা ক্রিকেট বিশ্বকাপ এনে দিতে পারবে?

১২ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১২

নতুন বলেছেন: ফুটবলে আমরা ভালো করতে পারবো না মনে হয়। কারন ৯০ মিনিট দৌড়ে খেলার মতন ফিটনেস ওয়ালা টিম আমাদের হওয়ার মতন কাঠামো আমাদের নাই।

ক্রিকেটে সম্ভব। যদি ঠিক মতন শহর থেকে মেধাবী ক্রিকেটার খুজে তাদের ট্রেনিং দিওয়া যায় তবে অবশ্যই সম্ভব।

হোসাইন বোল্ট ৯.৫৮ সেকেন্ডে ১০০ মি: দৌড় শেষ করেছিলেন।

কিন্তু এই ৯.৫৮ সেকেন্ডের পেছনে তার কত সময় ট্রেনিং নিতে হয়েছিল?

দুনিয়ার সকল কিছুই অর্জন করা যায় কিন্তু তার জন্য সেই রকমের চেস্টা করতে হয়।

১৮ কোটি মানুষের দেশে আমারা কয়টা অলেম্পিক সোনা জিততে পেরেছে এই পযন্ত?

ঠিক একই ভাবে অনেক মানুষই আছে যারা এই সরকারকে সাহাজ্য করবেনা দূনিতি বন্ধ করতে, রাজনিতির সন্ত্রাসী করন বন্ধ করতে।

কিন্তু ঠিকই কান্নাকাটি করবে দেশের কিছুই হবেনা।

২৩| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ৯:২৯

জ্যাক স্মিথ বলেছেন: আমি নতুন প্রচেষ্টাকে স্বাগত জানাবো।

২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১৬

নতুন বলেছেন: ৫৩ বছর যেহেতু অনেক থিউরি কাজ করেনাই। তাই নতুন ভাবে চেস্টা করতে হবে।

২৪| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৭

জুল ভার্ন বলেছেন: এবার যদি রাষ্ট্র সংস্কার না করতে পারি- আমরা জীবদ্দশায় আর ভালো কিছু দেখতে পারবোনা।

২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪১

নতুন বলেছেন: জনগনের সামনে এটা Once in a lifetime সুযোগ দূনিতি বন্ধ করে, বৈশম্যবিরোধী সমাজের শুরুটা করার।

সুবিধাবাদীলীগ, আফসোসলীগের কান্না দেখে জনগন যদি তাদের সমর্থন করে তবে এই সংস্কার হবেনা।

আবার দেশের সম্পদলূট করতে রাজনিতিকরা চলে আসবে।

দূনিতি বন্ধ না করলে দেশে শান্তি হবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.