![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবুজের মত করেছিলাম জয়
কাপিনি একটু হৃদয়
দিবা করেছিলাম রাত্রি
মনের সর্বত্রয়
ধিরে ধিরে আজ ভুলিয়াছি সব
ভালো-বাসার হল ক্ষয়।
হে বন্ধু বিদায়।
অজানা সবি রহিলো পড়ি
জানিয়াছি কি বা তার
অবুজের মত ছুটিয়াছি পথে
আপনকে করিয়া পর
ধরনি ওপারে
ডাকে কে মরে
কে করিবে মরে পার
আমি দাড়িয়ে কাহার দ্বার
করেছি জয়, তবু জাগে ভয়
ছোট্র হৃদয়।
হে বন্ধু বিদায়।
সম্মান তোমাকে চায় দিতে
আরা-ধনা মরজিদে
মাত্রি মহতির পরে
তোমাকে দিলাম ঠায়
তবে কেন
আজকে চলে যায়
মিথ্যে প্রেমের ক্ষয়
হুংকারিয়া কাদিল জগৎ ময়।
হে বন্ধু বিদায়।
রাত্রি আসিল এগি
তোমার কারণে আমি বেবাগি
থাকিয়া থাকিয়া দুরে সরে যায়
মনে জাগে হাজার শত ভয়
আমি অশহায়
নিজেরি ঘরে পয়না একটু ঠায়।
হে বিন্ধু বিদায়।
দুটি পথে ছুটি
তত্ত্ব গুলি সবি ছিল ত্রুটি
আজকে বুঝেছি বুঝেছি।
আপন কে ভুলি
পরকে আপন করেছি।
আলোকে ফেলি
আধারে চলেছি
তবু কাদে না এ হৃদয়
কিছু পাবার আশায়
পায়-নাই দুরে সরে জায়
নিঃফল মন
তাকিয়ে অশোহায়
হে বন্ধু বিদায়।
©somewhere in net ltd.