![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[img|http:
বহমান সময় স্রতে
ভেসে চলেছি দৃুজন বিপরীতে।
অশহায় নয়নে তাকিয়ে পথের বাকে
স্মৃতি গুলো জমে, ভবিৎতের দরজা খুলে
দুজন দুই ধারে ভালোবাস কে কাকে
তুমি মাস্তলে আমি দাড়টানি ভুলে।
কিছু কথা বলেছি তোমায়
শুলেছো গিয়েছো ভুলে
হাসতে ঠিকি দেখেছো তুমি
দেখনি বেথা হাসির তলে।
অনেক কথা ছিলযে বলার
বলিনায় তোমাকে খুলে
তুমি কোন খেয়ালে আমি দাড়টানি ভুলে।
মুক্ত করে দিতে চাইনে
মুক্তির সন্ধানে,
তোমার চাওয়াতে আমি হেসেছি
কেদেছি তোমার ভুলে।
তোমার হৃদয় শীতল হলকি
আমার আখি জলে।
দুজন দুই ধারে কে কাকে ফেলে?
তুমি নিরচুপে আমি দাড়টানি ভুলে।
©somewhere in net ltd.