![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ)এর পথে এক বুড়ি কাঁটা বিছিয়ে রাখত কিন্তু আমাদের প্রিয় নবী তাকে ক্ষমা করে দেন এই কাহিনী আমাদের সবারই শুনা আছে তাই পুরা কাহিনী আর ভেঙ্গে বললাম না। এই সত্য কাহিনী থেকে আমাদের কি শিখার কথা?
ছাগু/জামাত-শিবির /কথিত মুসলমান : বুড়িকে জবাই কর।
আমরা যারা প্রকৃত মুসলমান : ক্ষমা করতে শিখা...... বিচারের মালিক আল্লাহপাক আমাদের বিচারের ক্ষমতা দেয়া হয়নি।
এক বিধর্মী মহিলার পিপাসায় কাতর কুকুর কে পানি খাইয়ে বেহেশতে নাজিল হবার কাহিনী পরেছি । এই সত্য ঘটনা থেকে কি শিখার আছে ?
ছাগু/জামাত-শিবির /কথিত মুসলমান : বুড়িরে জবাই কর । এটাই তার প্রাপ্য ছিল আর সে জাহান্নামের আগুনে জ্বলবে আজীবন
আমরা যারা প্রকৃত মুসলমান : বিচারের মালিক আল্লাহপাক আমাদের বিচারের ক্ষমতা দেয়া হয়নি। কে বেহেশতে যাবেন আর কে দোজখে তা আমাদের উপর নির্ভরশীল নয় ।
আমরা যে এতদিন সবাই শাহবাগে আছি আপনার পাশের মানুষটি কি মুসলিম,হিন্দু, মারমা , শাওতাল ,আস্তিক নাকি নাস্তিক কোনদিন জানতে চেয়েছিলাম? সবাই শুধু এটাই জানতাম আমরা এখানে এসেছি আমাদের দাবি নিয়ে বাংলাদেশী হিসেবে, রাজাকারের ফাঁসির দাবী জানাতে। তবে আজ কেন আস্তিক নাকি নাস্তিক এটা নিয়ে এত মাথা ব্যাথা? ইসলাম শান্তির ধর্ম জবাই করার শিক্ষা আমাদের ইসলাম দেয়না। দয়া করে বিকৃত শিবির,জামাতের বিকৃত ইসলাম চর্চা প্রতিহত করুন। ইসলাম আমাদের অন্তরে ধারন করি সুন্দর দেশ গড়ি। সত্যর পথে থাকি বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ্। এসব ধর্ম ব্যবসায়িদের আমাদের ধর্ম নিয়ে খেলা করার দিন শেষ। আস্তিক নাকি নাস্তিক সেটা নিজের মাঝে রেখে চলুন সবাই শাহবাগের পথে পা বাড়াই আমাদের আন্দোলন সফল করে শেষ করি। নামাজ পরবেন না পরবেন না আপনার ব্যাপার কিন্তু রাজাকারের ফাঁসির দাবী নিয়ে শাহবাগ যেতে ভুলবেন না নাহলে বিকৃত ইসলাম চর্চাকারি ছাগুদের কাছে আমরা মুসলমানরা হেরে যাব......
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
নিষ্কর্মা বলেছেন:
ধর্মের কথা বলে আর ধর্ম নিয়া খেলে -- এর নাম জামাত।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
ভেনাস বলেছেন: জামায়াত, শিবির, বা যে কোন দলের সমর্থক....সে মুসলমান বা অন্য যে ধর্মেরই হোক না কেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে এটুকু জানা উচিত যে কোন ধর্মই এমন কাজ পছন্দ করে না যা মানুষকে কষ্ট দেয়, যা সহিংসতার জন্ম দেয়। যে এটুকু বোঝে না সে কোন ধর্মেরই ধার্মিক না।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
উর্ণনাভ বলেছেন: আমরা যে এতদিন সবাই শাহবাগে আছি আপনার পাশের মানুষটি কি মুসলিম,হিন্দু, মারমা , শাওতাল ,আস্তিক নাকি নাস্তিক কোনদিন জানতে চেয়েছিলাম? সবাই শুধু এটাই জানতাম আমরা এখানে এসেছি আমাদের দাবি নিয়ে বাংলাদেশী হিসেবে, রাজাকারের ফাঁসির দাবী জানাতে। তবে আজ কেন আস্তিক নাকি নাস্তিক এটা নিয়ে এত মাথা ব্যাথা?
৫| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০
যাযাবরমন বলেছেন: আমরা যারা প্রকৃত মুসলমান : ক্ষমা করতে শিখা...... বিচারের মালিক আল্লাহপাক আমাদের বিচারের ক্ষমতা দেয়া হয়নি।
বাহ! বেশ ভাল:!!!!
নবীজী সা. এর বিষয়ে আল্লাহপাক আমাদের বিচারের ক্ষমতা দেন নাই; আর নিজের বিষয়ে ফাসী চাই, তাও সবার না, শুধু যারা অন্য দল করে!!!
০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
বীলজেবাব বলেছেন: " আর নিজের বিষয়ে ফাসী চাই, তাও সবার না, শুধু যারা অন্য দল করে!!! "
অন্য দলের কারো ফাঁসী কেও চাচ্ছে না । সবাই চায় রাজাকার দের ফাঁসী । আফসোস সকল রাজাকার ঐ একটি বিশেষ দলের ই সদস্য ।
জামাত , রাজাকার আর পাকিস্তানি দালালী পাকিস্থানের ব্লগে গিয়ে করুন । আমার ব্লগে নয় ।
৬| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩
যাযাবরমন বলেছেন: তোমরা যে কোন জাতের কুকুর তা আর বলতে!!!
এখন ফাসি চাও, আবার নবীজী সা. এর বিষয়ে বিচার চাইলে বল "আল্লাহপাক আমাদের বিচারের ক্ষমতা দেন নাই" দালাল কোথাকার।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
মশামামা বলেছেন: ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আমিও আজ তোমাদের সাথে কন্ঠ মিলিয়ে বলতে চাই -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার