![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাই আমি ২ বার IELTS দিয়াও ভাল করতে পারি নাই।সবসময় ৫.৫ গিয়া আটকাইয়া যাই।কিন্তু আমার খুব দ্রুত মিনি ৬.৫/৬ লাগবো।
কি করে দ্রুত এই লক্ষ্য অর্জন করতে পারি। একটু উপদেশ দিবেন।
যদি কোথাও কোচিং করতে হয় তাও করবো (মিরপুর হলে ভাল হয়, মিরপুর থাকি ত তাই)।
কিন্তু গাইড লাইন ভাল হইতে হবে (কয়েকজন কইসে ৬ উঠাইতে তোমার শুধু একটু গাইড লাইন লাগবো)
কেউ যদি তার প্রেক্তিকাল অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে চান তবে জানান।
এক্সপার্ট দের সাহায্য খুব দরকার।
কমেন্ট করেন বা মোবাইল জানান দেন-০১৯২০০৮১০০৮
বা মেইল করেন[email protected]
২| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯
কেএসরথি বলেছেন: আপনার আগের বারের ক্যাটেগরি তে স্কোর গুলো কি কি ছিল?
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১
বিশ্বস্ত যোদ্ধা বলেছেন: লিসেনিং-৫,৫ রিডিং-৫,রাইটিং-৫,ইসপেকিং-৫,৫
৩| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২
ক্যাপটেন হ্যাডক বলেছেন: academic দিচ্ছেন নাকি general training.
academic এর reading ভালভাবে চর্চা করুন। কমন পড়বে না, তাই বেশি বেশি চর্চা করুন।
listening এর জন্য practice এক্সাম দিন, সেই সাথে প্রিয় কিছু ইংলিশ মুভি আবার দেখুন। subtitle দিয়ে, subtitle ছাড়া দুইভাবে একই মুভি দেখুন।
writing এর জন্য কিছু tricks আছে। যেমনঃ exam এর সময় পেন্সিল দিয়ে লিখবেন। লেখা শেষ করে বানান ঠিক আছে কিনা দেখবেন। grammer ঠিক আছে কিনা দেখবেন।
speaking এর ক্ষেত্রে, বেশি fluent না হলে, আস্তে আস্তে চিবিয়ে বলুন। ভেবে বলুন।
ভাল করবেন নিশ্চয়। কথায় আছে বারবার তিন বার।
৪| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬
বিশ্বস্ত যোদ্ধা বলেছেন: মিরপুরের দিকে ভালো কোন সেন্টার আছে?
যেমন ফিউচার এড (আইডিপি ভেন্দর) ওরা অফার করছিলো।কিন্তু অনেক টাকা চায়।১মাস=১৫০০০টাকা
আমার এখন খরা চলছে,আমি একটু কমের মধ্যে ভালো চাই।
৫| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬
স্বাধীন শোয়েব বলেছেন: সেন্ট োন্সের নাম ডাক শুনছিলাম। আপনার দরকার প্র্যাকটিস।
৬| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮
মৌনতা০১ বলেছেন: আরেকটা পোস্ট এ কমেন্ট দিয়েছিলাম। কপি করছি...।
গত শনিবার আইএলটি এস দিলাম।
১। লিসেনিংঃ প্রতিদিন ২ ঘন্টা বিবিসি রেডিও শুনেন। জ্যামে বসে থাকতে, বা ঘরে হাটা চলা করতে করতে কানে বিবিসি রাখুন।
ইংরেজি মুভি দেখুন। প্রথমে কিছু মুভি দেখুন সাবটাইটেল সহ। তাহলে কোন শব্দ উচ্চারনে বুঝতে না পারলেও সাবটাইটেল দেখে চিনতে পারবেন। এভাবে কিছু মুভি দেখে তারপর সাবটাইটেল ছাড়া নতুন মুভি দেখেন। কতটা বুঝতে পারেন চেক করেন।
২। রিডিং কঠিন। ২০ মিনিটে একটা প্যাসেজ পড়ে ১৩/১৪ টা প্রশ্ন উত্তর দেয়া খুব সমস্যা। অনেক প্রাক্টিস করেন। আর প্রতিদিন ইংরেজি পেপার পড়েন, ম্যগাজিন পড়েন। নকিয়া ব্যবহার করলে concise english dictionary নামে mobile 9 ওয়েবসাইট থেকে মোবাইল ডিকশনারি নামিয়ে মোবাইলে ইন্সটল করেন নিন। কোন শব্দ না পেলে চট করে মোবাইলের থেকে বের করে নিন।
৩। রাইটিং যতটা সহজ মনে হয় আসলে তা না। যতজন প্রথমবার পরীক্ষা দেয়, সবচেয়ে কম স্কোর পায় রাইটিং এ। অনেক নিয়ম আছে রাইটিং এ । প্যরাগ্রাফ, ভোকাবুলারি, ওয়ার্ড লিমিট,আর টাইম লিমিট। প্রতিদিন প্র্যাক্টিস করেন।
৪। স্পিকিং এ আপনি কতটা ভাল তা চেক করেন। একটা টেস্ট দেন , নিজেই এক্সামিনার হয়ে। মোবাইল দিয়ে নিজের কথা রেকর্ড করেন। দেখেন তারপর শুনে আপনার প্রোনাউন্সিয়েসন, শব্দের মাঝে গ্যাপ, ভোকাবুলারি , গ্রামার কেমন। একা একা ইংলিশে কথা বলেন, ইম্প্রুভ করেন।
simons ielts লিখে নেট এ সার্চ দিলে একটা সাইট পাবেন।
এই সাইটে সব মডিউলের কিছু গুরুত্তপুর্ন পরামর্শ আছে। পড়তে পারেন।
cambridge ielts 1 - 8 download করেন। প্রতিদিন একটা করে ফুল টেস্ট দেন। L R W S সব দেন, যেভাবে বল্লাম সেভাবে নিজেকে নিজে ইভেলুয়েট করেন। রিডিং , লিসেনিং এর উত্তর ক্যাম্ব্রিজের টেস্ট বুকের শেষে পাবেন। রাইটিং স্যাম্পল, টাইম, আর ওয়ার্ড কাউন্ট থেকে মার্কিং করেন।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮
বিশ্বস্ত যোদ্ধা বলেছেন: সেইরাম হইছে
৭| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯
মৌনতা০১ বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১
একাকী বালক বলেছেন: ৫.৫ পাইছেন। লাগব ৬। কাজেই খুব একটা কঠিন না উঠানো।
রিডিং কি পুরাটা শেষ করতে পারছিলেন? যদি না পারেন তাইলে রিডিং এ টাইম ম্যানেজ করার স্কিল বাড়ান। যাতে রিডিং পুরাটা শেষ করতে পারেন।
রাইটিং এ নজর দেন। বেশী বড় না লেইখা, ছোট কইরা প্যারা কইরা লেখেন।