![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ন্যাশনাল ভার্সিটি জীবনটা শেষ কইরা দিল।শেষ পর্যন্ত এমবিএস(মাস্টার্স) কমপ্লিট কইরা ৬ মাস ধইরা বেকার।
কেউ চাকরী দেয় না। তাই ভাবলাম আইইএলটিএস দেই, দিলাম পাইলাম (৫।৫) লাগবো মিনিমাম ৬ প্রতিটাতে।যাই হোক কাল আমার এজেন্ট ফোন দিয়া বলে, আপনার যদি কোন ভেন্দর সার্টিফিকেট না থাকে তাহলে আমাদের পক্ষে সম্ভব না।আমিতো পুরাই থ -এতা কি মুখের কথা নাকি, না দোকানে পাওয়া রসগোল্লা যে চাইলেই পামু।
এখন মাথা খুব ঘুরতাসে।এক দিকে আইইএলটিএস আর অন্ন দিকে চাকরী খোঁজা। তার মধ্যে আবার এই ঝামেলা।কি যে করি কিচু বুঝতাছি নাহ।
অনেক আগে ২০০৭ সিসিএনএ করছিলাম।কিন্তু এখন সব খাইয়া ফেলছি,
আমারে কমের মধ্যে(টাকা, সময়, পড়াশুনা, জায়গা) কোন ভেন্দর সার্টিফিকেট লওয়া যায়? অভিজ্ঞরা আওয়াজ দেন।একটু গাইড লাইন করবেন খুব দরকার।নইলে আমারে একটা চাকরির বেবশ্তা কইরা দেন।(মামা বাড়ির আবদার আরকি!!!!)
অভিজ্ঞতা খুব একটা বেশী নাহ আবার একেবারে খারাপও না।দেখেন
©somewhere in net ltd.