নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খারাপের মাঝে ভালো।

বিশ্বস্ত যোদ্ধা

বিশ্বস্ত যোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

মিরপুরে CCNA করার ভালো কোন প্রতিষ্ঠান আছে কি?

২১ শে মে, ২০১৩ সকাল ৯:৩৭

আমি মিরপুর থাকি।

আমার CCNA ২০০৭ করা ছিল কিন্তু পরিক্ষা দেয়া হয় নাই।:((

এখন আমার জরুরি ভাবে এই পরীক্ষা দেয়া দরকার।কিন্তু সমস্যা হল শুনলাম এর পার্ট এখন ২টা(২টা পরীক্ষা দিতে গেলে আমাকে ৪৫০০০ টাকার বাজেট রাখতে হবে,আর আমার মত পথের ফকিরের পক্ষে এটা এই মুহূর্তে সম্ভব না):((।আমার প্রশ্ন হল ১টা পার্ট পরীক্ষা দিয়া কি CCNA এর vendor সার্টিফিকেট দিয়া(বিদেশে কাম পাওয়া যাইবো)?:-*

আর শুনলাম আমাদের মিরপুরে অনেক দেশ বরেণ্য মাথা আছে,তাইলে ধানমন্ডি বনানী গিয়া নানা প্রতিষ্ঠানে খরচ করার দরকার কি।! আমারে কেউ কি এমন মাথা বা প্রতিষ্ঠানের (মিরপুর বা তার আশেপাশে)ঠিকানা দিতে পারবেন, যে সুধু টাকার জন্য নয় বং এই বিষয় কে ভালোবেসে আমাকে সাহায্য করবে। /:)



এই কোর্সের ২-৩ টা পরীক্ষা দিয়া কি vendor সার্টিফিকেট দিয়া(বিদেশে কাম পাওয়া যাইবো)?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৩ সকাল ১০:৪৭

তারেক বলেছেন: নিউ হরাইজনে যান, ২৫০০০ টাকা লাগবে। ;) ;) B-) B-) B-) :D :D

২| ২১ শে মে, ২০১৩ সকাল ১১:০৫

বিশ্বস্ত যোদ্ধা বলেছেন: ২০০৭ সালে ওই জায়গা থেকে কমপ্লিট করছিলাম।

৩| ২১ শে মে, ২০১৩ সকাল ১১:১৭

রবি কিরণ বলেছেন: Cisco valley তে যেতে পারেন।আমিও কোর্স করেছিলাম। পরীক্ষা দেই নাই,তবে কয়েক মাস পরে দেব।

৪| ২১ শে মে, ২০১৩ সকাল ১১:২৮

বিশ্বস্ত যোদ্ধা বলেছেন: কোথায় আর কত লাগে? রবি কিরন ভাই। আপনার ফোন নাম্বার দেনতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.