নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন গেম

নতুন গেম › বিস্তারিত পোস্টঃ

রম্য গল্পঃ রোগ তোর স্বপ্ন দোষ

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৫


দিনে চেতন থাকা অবস্থায় যা রাতে ঘুম অবস্থায়ও একই অবস্থা । বিরাট এক মহা ঝামেলা পড়ে যাওয়ার মত । একবার এরকম কিছু সমস্যায় পড়ে সমাধানের জন্য এক বেক্কেল তার বন্ধুর কাছে পরামর্শ চায় আর ওই বেক্কেলকে তার বন্ধু বলে রোগ তোর স্বপ্ন দোষ । দোস্ত তুই এক কাজ কর তোর যে রোগ এটা হল স্বপ্ন দোষ রোগ আর এ রোগের চিকিৎসা সব ডাক্তার জানে না তুই বরং কোন যৌন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেয়ে পরামর্শ নে সে ডাক্তারই তোকে ভালো পরামর্শ দিতে পারবে ।
পরে সে বন্ধুটি বেক্কেলআলিকে যৌন বিশেষজ্ঞ এক ডাক্তারের ঠিকানা দিলেন ।
বেক্কেলআলি চলে গেলেন সে ডাক্তারের কাছে । ডাক্তার বেক্কেল আলিকে জিজ্ঞেস করলেন আপনার কি সমস্যা ?
বেক্কেল আলি বললেন আমার স্বপ্ন দোষ রোগ । ডাক্তারকে রোগের কথা বলতেই ডাক্তার বেক্কেলকে প্রশ্ন শুরু করলেন
১। আপনি বিয়ে থিয়ে করেছেন ?
২। আপনেরা স্বামী শ্ত্রী কি আলেদা থাকেন ?
৩। কত দিন পর ………..
আরো ভিবিন্ন ধরনের প্রশ্ন এত বলে শেষ করা যাবে না ।
সব শেষে কইল আপনার ডাক্তার হল বিয়ে আর আপনার ঔষুধ হল আপনার বউ ।
সূতারাং বিয়ে থিয়ে না করে থাকলে এ কাজটি খুব দ্রুত করে ফেলুন ।
বেক্কেলের মেজাজ এতটা খারাপ হয়েছিল সেদিন ডাক্তার বেটার উপরে । মনে মনে সে অবশ্য ভেবে ছিল আসলে এই শালা ডাক্তার নাকি আর কিছু । আমি আইছি চিকিৎসার লেইগা আর বেটা শালা ডাক্তার আমার রোগের ধরণ না জেনেই আমার রোগের ঔষুধ না দিয়ে কি সব উল্টাপাল্টা কথা বলছে । আমি ভেবে রেখেছি জীবনে বিয়েথিয়ে করবো না আর ডাক্তার শালায় কয় কি না আমায় বিয়ে করতে হবে ।
পরে বেক্কেল ডাক্তারকে বললো স্যার আপনি কি রাতে স্বপ্ন দেখেন না ? ডাক্তার বললো হ্যা আমি তো রোজ হামেশা স্বপ্ন দেখি । তাহলে স্যার আপনি কি বিয়ে থিয়ে করেন নাই ? হ্যা করেছি । তাহলে স্যার আপনারতো স্বপ্নদোষ রোগ হওয়ার কথা না ।ডাক্তার বললো আরে স্বপ্ন দেখলেই কি বিয়ে করতে হয় নাকি ।তাহলে স্যার আমি যে স্বপ্ন দেখলেই বিয়ে হবে বললেন ।
আমার যে রোগ তার সাথে আমার বিয়ের সম্পর্ক কি করে হয় । ধরেন দেখা যাচ্ছে আমি
দিনে কারো সাথে ঝগড়া করছি রাতেও ঘুমের ভিতর ঝগড়া করছি । দেখা যাচ্ছে দিনে কারো সাথে গাল মন্দ করছি ।রাতে ঘুমের ঘরেও তাই করছি । আমার হল এই সমস্যা কিন্তু স্যার আমিতো এখনো বিয়ে থিয়ে করি নাই তাই বিয়ে থিয়ে নিয়ে স্বপ্ন দেখার প্রশ্নই আসে না । তাহলে আপনি যে বললেন আপনার স্বপ্ন দোষ রোগ । স্যার আমি বলি নাই আমার বন্ধু বলেছে । তার কাছে আমার সমস্যা সমাধানের পরামর্শ চাইলে সেই আমাকে এই রোগের কথা বলছে ।
এবার ডাক্তার বেটায় আর কোন উপায় উপান্তর না দেখে শেষমেশ বেক্কেলকে কইল শুনেন আপনি এক কাম করেন এতদিন তো বিয়ে থিয়ে করেন নাই তাই বিয়ে থিয়ে নিয়ে কোন স্বপ্ন দেখেন নাই । এবার একটা বিয়েথিয়ে করুন তার পর বিয়েথিয়ে নিয়ে স্বপ্ন দেখুন তার পর আবার আসুন যান ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩২

কালনী নদী বলেছেন: আখলদার ডাক্তার বটে। তয় প্রথম হইলাম চা দেন!
এই কথাটার কপিরাইট কিন্তু প্রামানিক ভাই। কিছুদিন পর তাকে আপনার চাঁ খাওয়াতেই হবে দেখে নিয়েন।
আপাতত আমি খিচুরি খেয়ে আসি ;)

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৪৩

নতুন গেম বলেছেন: ধন্যবাদ আগে থেকে বলে দেবার জন্য । দেখি আমিও চায়ের কেটলি চুলায় দিয়ে রাখি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.