![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি । তবে আমাদের জন্য এটা একটি বড় ও ভাল সু খবর । আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ সাত নম্বর থেকে উঠে পাঁচে এসেছে । সোমবার আইসিসির সভা থেকে ফিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান সংবাদিকদের নিশ্চিত করেছেন । নাজমুল হাসান ধানমন্ডির নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান । শুধু তাই নয় 2019 ওয়ানডে বিশ্বকাপ এই সাফল্যের কারণে বাংলাদেশে অনুষ্ঠিত হবে । বাংলাদেশ ওয়ানডে গত কয়েকদিন ম্যাচ খেলেছে রেটিং এর আপডেটের ফলাফল 97 101 পয়েন্ট থেকে বৃদ্ধি পেয়েছে. আমাদের মাশরাফিরা এখন আরো দুই ধাপ স্থান এগিয়ে গেলেন।
অস্ট্রেলিয়ায় 126 রেটিং পয়েন্ট. তাদের পর নিউজিল্যান্ড 114 রেটিং. তাছাড়া, ভারত 113 রেটিং, তৃতীয় এবং দক্ষিণ আফ্রিকা 112 রেটিং চতুর্থ হয়. এবং এরপর রয়েছে ইউকে, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান ।
1 Australia 52 6570 126
2 New Zealand 57 6474 114
3 India 61 6871 113
4 South Africa 62 6921 112
5 Sri Lanka 67 6956 104
6 England 61 6143 101
7 Bangladesh 37 3571 97
8 Pakistan 59 5105 87
9 West Indies 38 3256 86
10 Afghanistan 25 1185 47
11 Ireland 15 683 46
12 Zimbabwe 55 2466 45
২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৬
নতুন গেম বলেছেন: ধন্যবাদ ভাই ভুলটি ধরে দেয়ার জন্য ।
২| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৭
কালনী নদী বলেছেন: আহা নীল আকাশের কমেন্ট পড়ার আগেই লাইক দিয়েছি, লিঙ্কে গিয়ে মনে হচ্ছে আসলেই আপনার জানাতে হয়ত ভুল আছে। আপনি যাচাই করে নিশ্চয়ই সংস্করণ করে নিবেন। ব্যাপারটাতে দুঃখিত বোধ করছি।
২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৩
নতুন গেম বলেছেন: আসলে আমার জানতেই ভুল হয়েছে । তাই নীল আকাশ ভাই এর লিং মতে যতটুকো সম্ভব হয়েছে আবডেট করে দিয়েছি ।
ধন্যবাদ মন্তব্য করে জানানের জন্য ।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০১
কলাবাগান১ বলেছেন: বাংলাদেশ পিছিয়ে পড়লে মনে হয় নীল আকাশ ২০১৬ এর মত ব্লগার রা 'খুশী' হয়...
২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৬
নতুন গেম বলেছেন: যাই হোক ভাই তর্ক বিতর্কে না যাওয়াতাই ভালো হয়ত ভুলটি আমারো হতে পারে । মন্তব্যে খুশী হলাম ভাই ।
ধন্যবাদ । সাথে শুভ সকাল ।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১০
কালনী নদী বলেছেন: আপনাকেও অবিনন্দন ব্যাপারটা দ্রুত সংশোধন করে নিয়েছেন!
আসলে বাংলাদেশ এক হোক সেটা সবারই চাওয়া আর টাইপিং বা জানার ভুল এগুলা হিউমেন সাইন তাইবলে তথ্য সংক্রান্ত ভুলটাও অমার্জনীয়। ছোট ভুল শুধরে আমাদের উচিৎ সবসময় সামনে এগিয়ে যাওয়া।
শুভ কামনা রইল।
২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৪
নতুন গেম বলেছেন: ধন্যবাদ ভাই । আসলে আমি নতুন তাই আপনাদের দেয়া উপদেশ বা পরামর্শ গুলো মাথায় রেখে যেন এগিয়ে যেতে পারি
সেই দোয়া করবেন । আবারো অনেক অনেক ধন্যবাদ ।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৫
কালনী নদী বলেছেন: আরে না লেখালেখিতে কিসের জুনিয়র আর সিনিয়র- এটা আমরা মানি আরকি প্রবিণকে তার যথাযোগ্য মর্যাদা দিতে। আমি সত্যি কখনও দেখি না নিজের লেখার বয়স কত। আপনার বলাতে চেক করা হলো। মাত্র তিন সপ্তাহ ছয় দিন হয়েছে আপনার!
আপনাকে লেখালেখির জগতে স্বাগতম আর এখনই অনুসরণে রাখছি। আপনার সত্যনিষ্ঠা ও দায়পরাযনতাই বলছে আপনার কাছ থেকে বিশেষ কিছু প্রত্যাশা করতে পারি ভাই।
অনেক অনেক অনেক শুভ কামনা রইল। ভয়ের কোনই কারণ নেই,এই জায়গাটাই হচ্ছে সঙ্কুচকে জাটিয়ে বিধায় করা।
এটা পাবলিক তাই এখানে মিথ্যাচার করা অনেক কঠিন ও লেখালেখিটাও প্রতিযোগিতার মতন। রিয়েল প্লাটফর্ম!
এসবই আমার এ্ই কয়েকদিনের ব্লগিং অভিজ্ঞতা থেকে বলছি, আমিও আসলে আপনার মতন আগাগোড়া নতুন যদিও বয়সটা অনেক বেশিই দেওয়া। জানেনইত বাংলাদেশের হচ্ছে ঘোসের দেশ তাই মাঝে মধ্যে সামুর মডুদেরও একটু খাতির যত্ন করতে হয়।
হাহাহা . . . . পথ যাতায় সবসময় কাছে থাকবেন এই প্রত্যাশায়! ভাইয়ু
২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৪৬
নতুন গেম বলেছেন: কথাদিলাম সবসময় পাশে থাকার চেষ্টা করবো ।
৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৬
চাঁদগাজী বলেছেন:
আমি আপনার পোস্টা আগে পড়েছিলাম, কিন্তু ক্রিকেট খেলাকে সামান্য ভালোবাসি বলে, মন্তব্য করা হয়নি
২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৪৯
নতুন গেম বলেছেন: আপনার প্রতিটি লেখাই কিন্তু অন্যরকম ।
আর ক্রিকেট একটু বেশি ভালোবাসুন এবং রাজনীতির পাশাপাশি পারলে ক্রিকেট নিয়েও লেখুন ভালো হবে ।
শুধু ক্রিকেট নয় বাংলাদেশের সকল খেলাধূলা নিয়ে লেখুন প্লীজ ।
৭| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০১
সামু পাগলা০০৭ বলেছেন: আমিও তাই ভেবেছিলাম, কিন্তু পরে দেখি অন্য ব্যাপার। এই লিংক কপি করে পুরো বিষয়টা দেখেন। prothom alo
২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৫০
নতুন গেম বলেছেন: ধন্যবাদ দেখেছি ।
৮| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১০
ক্থার্ক্থা বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্য ।
২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৫১
নতুন গেম বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ।
৯| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৮
বিজন রয় বলেছেন: ভাল খবর।
২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৫২
নতুন গেম বলেছেন: হুম আমাদের জন্য গৌরব ও সু সংবাদ বটেই ।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৪
নীল আকাশ ২০১৬ বলেছেন: না জেনে উরাধুরা এসব কি বলেন? নিচের লিন্কে যান। সত্য সবাইকে জানান
আইসিসি র্যান্কিং