| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের আগেই ভারতের সাথে যে চুক্তি বা সমঝোতা করতে চাচ্ছেন তা জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আশা করি সরকার প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের পূর্বেই তার সফরকালে যেসব চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা আছে তার সবকটি জনগণের উদ্দেশে প্রকাশ করবে। জনগণই এদেশের মালিক। দেশ এবং জনগণের স্বার্থসংশ্লিষ্ট এসব চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়বস্তু সম্পর্কে জানার ও মতপ্রকাশ করার অধিকার জনগণে রয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জনগণকে পাশ কাটিয়ে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, জনস্বার্থ এবং রাষ্ট্রবিরোধী কোনো চুক্তি অথবা সমঝোতা স্মারক জনগণ মেনে নেবে না।
©somewhere in net ltd.