নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখমু ভাবছি ?

নিউ সিস্টেম

অনেক দিন চেষ্টা করার পরে আজ এখানে একটি অ্যাকাউন্ট খুলতে পারলাম !

নিউ সিস্টেম › বিস্তারিত পোস্টঃ

মনের বদল মন

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬


তুমি যদি হও নির্ভুল,
তবে তোমার জন্য
উৎসর্গ আমার এ জীবন ফুল,
চিনতে তবু করো না ভুল ।

ফিরে এসে দেখ তুমি
তোমার অপেক্ষায় আছে আমায় ভালোবাসা সেই ছোট্র আবেদন ছোট্র আকুল,
যাতে বিন্দু মাত্রা নেই কোন ভুল ।

ওগো হয়ত আমি বলছি
তা ভাবছো তুমি ভুল কবিতা,
কিন্তু আমি লিখিনি কবিতা
পত্র দিয়েছি তোমায় অর্পিতা ।
প্রেমের বদলে প্রেম
ভালোবাসার বদলে ভালোবাসা
মনের বদল মন
ভালোবাসায় হয় দুটি মনের মিলন
হয় বন্ধু দুটি মনে বাঁধন
কথা দিলাম তোমার অপেক্ষায় থাকবো
আমি বন্ধু সারা জীবন ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর কাব্যমালা। :) বসন্তের শুভেচ্ছা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

নিউ সিস্টেম বলেছেন: আপনাকেও জানাই অনেক অনেক ভালোবাসা ভাইয়া ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২২

তার আর পর নেই… বলেছেন: কিন্তু আপনার কোন নাম দেখতে পাচ্ছিনা কেন?

০৫ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৫৩

নিউ সিস্টেম বলেছেন: অ্যাকাউন্ট খোলার সময় মনে নাই মানে ভুল হইয়া গেছে ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

সুমন কর বলেছেন: নাম দেখা যাচ্ছে না....

০৫ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৫২

নিউ সিস্টেম বলেছেন: মিয়া ভাই নাম দিয়া কাম কি ?
কাজে পরিচয় হবে ।
অ্যাকাউন্ট খোলার সময় ভুলে নাম লিখি নাই ।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

প্লাবন২০০৩ বলেছেন: সুমন দা, হেব্বি আবেগী। বিষয়টা কি ???? ;)

০৫ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৫৫

নিউ সিস্টেম বলেছেন: কেন মিয়া ভাই হ্যাতে এত আবেগী ক্যান হ্যাতেরে কি বৌদি দাঁ কুড়াল লইয়া দৌঁড়ারি দিছে নি ? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.