![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা দরকার, যেটা অনেকেই জানিনা। অনেকেই বিজয় দিবস কে স্বাধীনতা দিবস কিংবা স্বাধীনতা দিবসকে বিজয় দিবস হিসেবে উল্লেখ করে থাকে। যেটা একজন বাংলাদেশী হিসেবে সবারই জানা দরকার। আমাদের অনেকেরই ধারনা নাই স্বাধীনটা দিবস আর বিজয় দিবসের মাঝে তপাত কি?
আনুষ্ঠানিক ভাবে যুদ্ধ শুরু হবার দিন কে স্বাধীনটা দিবস হিসেবে আখ্যায়িত করা হয়, যেমন ২৬ শে মার্চ ১৯৭১ সালে স্বাধীনটা যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা আসে। ৯ মাস যুদ্ধের গননা ওই দিন থেকেই শুরু হয় আর তা শেষ হয় ১৬ ডিসেম্বের ১৯৭১ সালে। যেদিন পাক বাহিনি সৌন্য সামন্ত সহ আত্মসমর্পণ করে, যার ফলে স্বাধীন বাংলাদেশ হিসেবে বিজয় লাভ করে।
যুদ্ধ শুরু হবার প্রথম দিন হলো স্বাধীনটা দিবস (২৬ শে মার্চ ১৯৭১) আর শেষ দিন হল বিজয় দিবস (১৬ ডিসেম্বর ১৯৭১)।
ছোট একটা তথ্য যারা জানে তাদেরকে ধন্যবাদ, আর যারা জানেনা জেনে রাখার আহ্বান রইল।
©somewhere in net ltd.