নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথায় আছে রেকর্ড তৈরি হয় ভাঙ্গার জন্যই। সেটা আরেকবার প্রমানিত হল। ৩১ বলে ১০০ করে একদিনের ক্রিকেটে নতুন বিশ্ব রেকর্ড করলো সাউথ আফ্রিকার ডি ভিলিয়ারস। শহীদ আফ্রিদির ৩৭ বলের শতকের রেকর্ডটি দীর্ঘ সময়ই টিকে থাকে, অনেকে ধরেই নিয়েছিলেন যে ওই রেকর্ড ভাঙ্গা সম্ভব নয়। কিন্তু শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের 'কোরে অ্যান্ডারসন' সক্ষম হয় সেটি ভাঙ্গার জন্য, যিনি করেছিলেন ৩৬ বলে শতকটি। বছর না ঘুরতেই আবারো নতুন রেকর্ডের সুত্রপাত। এইবারের রেকর্ডের বরপুত্রের নাম 'ডি ভিলিয়ারস', যেটা হয় ৩১ বলের শতক। শতক পূর্ণ করেই দমে যান নি, করেছেন ১৪৯ রান ৪৪ বলের বদৌলতে।
©somewhere in net ltd.