নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেব্রুয়ারিতে দুইটা দিবস। ভাষা দিবস ও ভালবাসা দিবস। দুইটাই আন্তর্জাতিক।
ভালবাসা দিবসের উল্লেখযোগ্য কোনো ভিত্তি না থাকলে, ভাষা দিবসের রয়েছে যুগান্তকারী ইতিহাস। একমাত্র ভাষাকে ভালোবেসে প্রাণদান বিশ্বের আর কোথায় ঘটে নাই, যেটা ঘটেছে একমাত্র বাংলাদেশের ঢাকার বিশ্ব বিদ্যালয় প্রাঙ্গনের আমতলায়। ভাষা নিয়ে গর্ব করার এক ও একমাত্র দাবিদার বাঙ্গালিরাই। প্রকৃত ভালোবাসার দৃষ্টান্ত যদি দেখতে হয় তা ফেব্রুয়ারির ১৪ তারিখে নয় ২১ তারিখে তাকাতে হবে।।
বাংলা ভাষা এমন একটা ভাষা, যার জন্য রক্ত ঝরানোটা অমূলক কিছু নয়। বাংলাদেশ যদি উন্নত বিশ্বের একটা হত, তাহলে বাংলাই এক নাম্বার ভাষা হত। হ্যাঁ এইটাই সত্যি, আমি কাল্পনিক কিছু বলতাছিনা। বাংলা ভাষা খুবই সৃজনশীল, পরিমার্জিত, বৈজ্ঞানিক, আধুনিক, সরস, রসালো একটা ভাষা। যার রয়েছে উন্নত শাব্দিক, গাঠনিক, ব্যকরনিক দিক, যেটা বলা, শোনা এবং লেখায় রয়েছে মাধুর্যটা, যা বক্তা, শ্রোতা, লেখক এবং পাঠক কে সমান আনন্দ দান করে। বাংলার গুনাগুন এবং এর প্রসিদ্ধতা জানতে এর ভেতরে প্রবেশ করতে হবে। বাঙালি হয়ে যারা বাংলা ভাষার মর্মার্থ বুঝতে পারে নাই, তারা অবাঙ্গালী নয়, তারা অভাগা।।
©somewhere in net ltd.