নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'\'অসাধারণ পৃথিবীতে একজন সাধারণ মানুষ\'\'

নিউটনিয়ান

নিজেকে সংজ্ঞায়িত করার কোনো সংজ্ঞা জানা নাই।

নিউটনিয়ান › বিস্তারিত পোস্টঃ

||অভিশপ্ত ফারাক্কা||

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪০

করোনা চিন্তা নিয়ে তিস্তা বলিয়াছেন দিদি মমতা
চল্লিশ বৎসর হইল গত, শুনেতেছি একি কথা।
পদ্মার ইলশা আর দেশী মোরগের ঝোলের লোভে
দাদারা ছোটে বাংলার মাটিতে প্রতি বৎসরান্তে।
ঢেকুর তুলিয়া মিষ্টি হাসিয়া বলিয়া উঠে কাশিয়া
ভারত গিয়া ফারাক্কা ভাঙ্গিয়া, দিব পানি ছাড়িয়া।

যতবার শুনিয়াছি, আশাহত হইয়াছি ততবার
হায় পানি, হায় পানি করে মাতম উঠে উত্তর বাংলার।
আবাদী জমি নিরাবাদি হইয়াছে, নদী হারাইয়াছে স্রোত
গঙ্গার জলে শাপমোচন করে তাহারা, চুবায় পূজার রথ।

অনেক করিয়াছি, করিবোনা আর কাকুতি মিনতি
পানি রাখিবার জায়গা কোথায়, হারিয়েছি যে সব নদী।
ভারত মাতাই সিক্ত হউক, হউক রসালো সরেস
বাংলা হউক মরুভুমি, পূর্ণ হউক তোমাদের খায়েশ।।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হায়রে ফারাক্কা !! হায়রে তিস্তা !!! কবে হবে সমাধান

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০১

নিউটনিয়ান বলেছেন: সমাধান অনেক আগেই হতো। সমাধান করার মত করে তৎপরতা চালাতে হয়।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৯

এহসান সাবির বলেছেন: দিদি বলেছেন তিস্তার পানি নিয়ে চিন্তা না করতে...

মোদি বলবেন ফারাক্কা নিয়ে....


=p~ =p~ =p~ =p~

১০ ই মার্চ, ২০১৫ রাত ১:১৭

নিউটনিয়ান বলেছেন: যার মাথা নাই তার মাথা ব্যাথাও নাই, তিস্তার পানি নাই, পানির চিন্তাও নাই। :)

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৭

প্রেতরাজ বলেছেন: আসবে মমতা,যাবে মমতা
দেখিয়ে দিয়ে তার ক্ষমতা।।।

৪| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১:১৯

নিউটনিয়ান বলেছেন: ভাইরে কত দাদা দিদি আসলো আর গেলো, কিন্তু ফারাক্কার ফাঁক গলে দু'ফোটা পানি আর আসলো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.