নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ এর প্রশাসনিক কাঠামো নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে দুটো জায়গায় চোখ আটকে গেল।
প্রথমত হল, আমাদের প্রধানমন্ত্রী নিজেই ''মিনিস্ট্রি অব ডিফেন্স'' অর্থাৎ ''প্রতিরক্ষা মন্ত্রনালয়'' এর প্রধান। যা সাধারনত কোন গণতান্ত্রিক দেশে করেনা। আগে কেমন ছিল জানিনা, আর বর্তমান প্রধানমন্ত্রীর সামরিক জ্ঞান কতটুকু উনিই ভালো জানেন। উনি তাঁর কাজের জবাবদিহিতাই বা কাকে দিয়ে থাকেন, কেইবা উনার কাছে জবাবদিহি করে থাকে? শক্তিশালী প্রতিরক্ষা মন্ত্রনালয়ের গাঠনিক কাঠামো একটু ভিন্নতর হয়ে থাকে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে পুরাই ব্যতিক্রম। বাংলাদেশ যে অন্যদেশগুলা থেকেও ব্যতিক্রম তাঁর প্রমাণস্বরূপ অন্য দেশগুলার সাথে মিলিয়ে দেখতে পারেন।
দ্বিতীয়ত হল, বর্তমান সরকারের মেয়াদের কোনো সময়সীমা নাই। সাধারনত আমরা জানি বাংলাদেশের ক্ষেত্রে ৫ বছর। কিন্তু এখন দেখি কোনো সময়সীমা নেই। মানে এই সরকার যতদিন চাইবে ততদিনই থাকবে।
কেমন যেন স্বৈরাচারী স্বৈরাচারী গন্ধ পাওয়া যাচ্ছে। যেহেতু বাংলাদেশকে আমরা গনতান্ত্রিক দেশ হিসেবেই গণ্য করি, সুতরাং সবকিছু স্বচ্ছ থাকাই বাঞ্চনীয়।
২| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১:৩০
নিউটনিয়ান বলেছেন: প্রত্যেক স্বৈরাচারের আভাস এমনি থাকে, আমরা তো ভাই আম জনতা ভেতরের খবর তো আর আমরা রাখি নে।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৩৬
মোঃ তানজীম বলেছেন: হা হা হা এখন ও বলছেন স্বৈরাচারী স্বৈরাচারী গন্ধ পাওয়া যাচ্ছে????????