নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকা ধানে তোদের
দিয়েছিলাম কি মই?
বাড়া ভাতে তোদের
ঢেলেছিলাম কি ছাই?
একটা বিশ্বকাপও এখনো
ঘরে হয় নাই তোলা;
দুই একটা ম্যাচ জিতি
তাতেই এত জ্বালা?
ছোটখাট দেশ আমাদের
ছোটখাট দল;
দেশের সম্পদ বলতে
ক্রিকেটই একমাত্র সম্বল।
পর্দার অন্তরালে থেকে
কলকাঠি নাড়ো;
এতই যখন বাহাদুরি
মাঠে গিয়া ঝাড়ো।
তোমরা যে বড় দল
শত বার মানি;
কাপুরুষের জাত তোমরা
তাই কর ভণ্ডামি।
হাড়ে হাড়ে চিনি তোদের
তোরা হাড় বজ্জাত;
গোড়া কেটে গাছের তোরা
আগায় পানি ঢালতে ওস্তাদ।
প্রতিবেশী তোরা
তাই ভেবেছিলাম ভাই;
গুটিবাজি করবি এমন
আগে বুঝি নাই।
ষড়যন্ত্রের জালে ফেলে
করবি আমাদের কুপোকাত;
শুনে রাখ ওরে হতচ্ছাড়া
আমরাও যে বাঘের জাত।
মাটি পুঁতে করতে চাস
আমাদেরকে ধ্বংস;
আমরা ঠিকই অঙ্কুরিত হব
করবই বৃদ্ধি বংশ।
২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
নিউটনিয়ান বলেছেন: ওদের পাপেই ওদের ধ্বংস হোক।
২| ২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার লিখেছেন।।
২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
নিউটনিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৬
প্রামানিক বলেছেন: চমৎকার ছড়া। ধন্যবাদ
২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৩
নিউটনিয়ান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
শেয়াল বলেছেন: গুডিবাজ নিপাত যাক