নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'\'অসাধারণ পৃথিবীতে একজন সাধারণ মানুষ\'\'

নিউটনিয়ান

নিজেকে সংজ্ঞায়িত করার কোনো সংজ্ঞা জানা নাই।

নিউটনিয়ান › বিস্তারিত পোস্টঃ

আইন তাহাদেরই সেবক...

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২১



আইন তাহাদেরই সেবকঃ

১. যাহারা আইনের লোকদিগকে আর্থিকভাবে অথবা যেকোনো উপঢৌকনের বিনিময়ে সহায়তা করিতে সক্ষম থাকিবে আইন তাহাদিগরই জন্য। বাদি এবং বিবাদির মধ্যে যাহার আর্থিক সহায়তার পরিমান বেশি থাকিবে আইন তাহাদিগের পক্ষেই রায় দিবে। অন্যায় কে করিল তাহা বিবেচ্য বিষয় বলিয়া গণ্য নহে এইখানে।

২. ক্ষমতায় অধিষ্ঠ ব্যক্তিবর্গের প্রতি আইন অতিমাত্রায় সহনশীলতা পালন করিয়া থাকে, যাহাতে করিয়া তাহারা ১ নং অনুচ্ছেদে বর্ণিত সুবিধা নির্বিগ্নে আদায় করিয়া লইতে সক্ষম হয়। ইহাতে করিয়া ক্ষমতাধীন ব্যক্তিবর্গের অন্যায়কে অন্যায় বলিয়া গণ্য করা তো হয়ই না বরঞ্চ কিভাবে ওই অন্যায় থেকে তাহাদিগকে মুক্ত করা যায় সে প্রচেষ্টাই করা হইয়া থাকে। আর ইহা জন্য যদি কোনো নিরপরাধীকেও অপরাধী বানানো দরকার হয় তাহাতেও বিন্দুমাত্র কার্পণ্য করা হয় না। সাধারণত ইহারা আইনের লোকদিগের দ্বারা স্যার বলিয়া ভূষিত হইয়া থাকে।

সুতরাং, আইন সবার জন্য সমান নহে, আইনের সেবা পাইতে হইলে আপনার উপোরোক্ত ২ টা উপাদান অথবা নিম্নপক্ষে যেকোনো একটি উপাদান থাকিতেই হইবে অথবা আপনি ২ নং উপাদানের আজ্ঞাবহ হইলেও চলিবে, কারণ ক্ষমতাধীন কাহারো সুপারিশও দাওয়ার মত কাজ করিয়া থাকে।

ছবিঃ সংগ্রহীত।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ইহা কি কোন দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ? :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫০

নিউটনিয়ান বলেছেন: ইহা আমার সোনার জন্মভূমি বঙ্গভূমির সাথে সামঞ্জস্যপূর্ণ।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: আইন শুধু দরিদ্র মানুষদের জন্য।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫২

নিউটনিয়ান বলেছেন: দরিদ্রদের জন্য রহিয়াছে আইনের খড়গ, আর বিত্তশালীদের জন্য পুস্পউদ্যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.