নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'\'অসাধারণ পৃথিবীতে একজন সাধারণ মানুষ\'\'

নিউটনিয়ান

নিজেকে সংজ্ঞায়িত করার কোনো সংজ্ঞা জানা নাই।

নিউটনিয়ান › বিস্তারিত পোস্টঃ

- একদিন আমিও -

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৩

একদিন আমিও হব জবড়জঙ্গ বৃদ্ধ
লাঠিই হবে ভরসা, তরল হবে খাদ্য।

চোখ হবে ঝাপসা, কাজ হবেনা চশমাতে
আমাকে শোনাতে, হবে সবার চিল্লাতে।

চুল দাড়ি পেকে সব হয়ে যাবে ধবল
কুঁজো হয়ে হাঁটতে হবে হারিয়ে সব বল।

চামড়া কুঁচকিয়ে যাবে, যেমন আঙ্গুর হয় কিসমিস
কামারের হাফরের মত আসবে যাবে নিশ্বাস।

হারিয়ে বল, পারবনা করতে গোসল
গেলাসে পানি ঢালতে সইতে হবে ধকল।

শুয়ে শুয়ে হবে গুনতে আকাশের তারা
বিছানায়ই করা হবে মল মূত্র সব সারা।

কেউ চাইবেনা দিতে এতটুকু সময়
বুড়োর সাথে সময় নষ্টের সময়ই বা কোথায়।

শেষে একদিন মৃক্তু এসে দাঁড়াবে দরজায়
এমন করেই শেষ হবে জীবনের শেষ অধ্যায়।।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এভাবেই সমাপ্তি টানবে জীবনরেখা। খুব ভাল লিখেছেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১২

নিউটনিয়ান বলেছেন: জীবনের লাইফ সাইকেল সবারই সমান ভাই

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: কবিতার সারমর্মঃ হায়রে মানুষ, রঙিন ফানুস-- ধম ফুরাইলেই ঠুস।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৩

নিউটনিয়ান বলেছেন: হা দম পুরালে তো ঠুসই, কিন্তু জীবনের অন্তিম মুহূর্তটা সত্যিই কষ্টের।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩১

তারেক ফাহিম বলেছেন: বয়স বাড়ার মানে বোধ হয় স্বচ্চটাকে বিদায় দেওয়া।

জীবনের শেষ অধ্যায় সত্যি নিষ্ঠুর :((

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৬

নিউটনিয়ান বলেছেন: ওই সময়ে দেহে প্রাণ থাকে ঠিকই কিন্তু মনের প্রাণের মৃক্তু ঘটে।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১২

সুমন কর বলেছেন: এমনি করে একদিন চলে যেতে হবে......

* টাইপে সচেতন হতে হবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৭

নিউটনিয়ান বলেছেন: এই জন্যই আমাদেরকে যৌবনকে হেলায় কাটিয়ে দেয়া ঠিক নয়।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২১

নূর-ই-হাফসা বলেছেন: বার্ধক্য খুব কষ্টের ,এ সময় কাজ থাকে না, সবাই যখোন ব‍্যস্ত নিজেকে তখোন একাকী নির্বোধ বোধ হয় ।
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর দামি সময় বোধ হয় তারুণ্য কিংবা মাঝ বয়স টা ।
আমার কখনো বার্ধক্য দেখতে ইচ্ছে হয় না , তারি আগে ছুটি হলে খুব ভালো হতো ।
কবিতা দারুন হয়েছে । বেশ ভালো লাগলো কথা গুলো

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২২

নিউটনিয়ান বলেছেন: আমরা যারা যুবক আছি তারা বয়োবৃদ্ধের অবস্থা বিবেচনা করিনা, তাদেরকে অবজ্ঞার চোখে দেখি। কিন্তু ওই সময়টাতেই তাদেরকে আমাদের বেশী প্রয়োজন। আমরাও একদিন ওই অবস্থায় পৌছতে হবে এটা বোধগম্যে আসলে হয়ত আমরাও বয়োবৃদ্ধের প্রতি একটু হলেও সহানুভূতিশীল হতে পারব।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৫

সৈয়দ ইসলাম বলেছেন:



ছন্দের তালে তালে
দিলে ভবিষ্যৎ বাতলে,
ভালবাসা সবটুকু মোর
নিলে তুমি কেড়ে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৩

নিউটনিয়ান বলেছেন: আমি যে অতি নগণ্য
ভালোবাসা পেয়ে হইলুম ধন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.