নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষয় হল কোটা
উত্তাল দেশ গোটা;
কোন সে বুদ্ধিমান?
৫৬% কোটা রেখেছে বিদ্যমান।
মামু খালুর তদবিরে
পদ খালি থাকে না রে,
তার উপরে কোটা এসে
দখল করে বাকিটা রে।
ফেল করে বারংবার,
হয়ে যায় ডাক্তার,
আইনে না পড়েই
কেউ হয় মোক্তার।
কোটার আশীর্বাদে
কানা হয় পাহারাদার,
আদার ব্যাপারী এসে হয়
জাহাজের খবরদার।
জন্মসূত্রে ৫৬ ভাগ
যদি হয়ে যায় যোগ্য,
এমন কার কপালে জুটে
এ যে জাতির ভাগ্য।
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪১
নিউটনিয়ান বলেছেন: সাংবাদিকরা যদি মানুষের স্বার্থে কাজ করত তাহলে কাভারেজ ঠিকই করত। তারা হাওয়ার তাল বুঝে চলে।
২| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:১২
চাঁদগাজী বলেছেন:
৪৭ বছরে দেশে এমন পরিবর্তন আনা সম্ভবপর ছিলো যে, মানুষ কোটা নিয়ে ভাবার সময় পেতো না, কোটা কারো দরকার হতো না।
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৫
নিউটনিয়ান বলেছেন: ৪৭ বছর বহু সময় পার হয়ে গেল, বহু কিছু হতে পারত। হয়নি কিছুই, আর হবেই বা কবে?
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: সাংবাদিকদের কোটা-সংস্কার সংশ্লিষ্ট কোনো নিউজ কাভারেজ না করার সিদ্ধান্তের কোনো মানে পাচ্ছি না!