নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'\'অসাধারণ পৃথিবীতে একজন সাধারণ মানুষ\'\'

নিউটনিয়ান

নিজেকে সংজ্ঞায়িত করার কোনো সংজ্ঞা জানা নাই।

নিউটনিয়ান › বিস্তারিত পোস্টঃ

দাদারা কথা রাখে নি

২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:১০


সেই কবে ফারাক্কায় বাঁধ দিল তারা
এর পর থেকে কত উত্তাল, প্রমত্তা নদী হল বিলীন
ফসলী জমি নির্ফসলা হল, বর্ষায় বন্যা আর খরায় হয় মরুভূমি
কত সরকার এলো গেলো
কিন্তু ফারাক্কার সমাধান আজও হয়নি করা;
৫৭ বৎসর প্রতীক্ষায় আছি।

২০১৫ সালে পদ্মার ইলিশ খেয়ে মমতা দি বলেছিলেন
''তিস্তা নিয়ে চিন্তা করবেন না''
আশায় বুক বেঁধেছিলাম
তারপর আশায় গুড়েবালি দিয়ে বললেন তার রাজ্যের স্বার্থই নাকি আগে -
আশাহত হলাম, কথা রাখেনি ভারত।

ফ্রি ট্রানজিট পেলো, বন্দর পেলো
বিনা শুল্কে পণ্য আমদানির অনুমতি পেলো
দাদা রা হেসে হেসে এসে, নিয়ে গেল অনেক কিছুই।
কিন্তু কিন্তু সেই তিস্তা, সেই ফারাক্কা, সেই শুল্কের হিসাব
আজও তারা বুঝিয়ে দিল না।

মানচিত্রে অতি নগণ্য এই দেশ
ভারতের সাথে বাংলাদেশ যেন বিশাল জাহাজের সাথে বাঁধা কোষা,
দরিদ্রতম দেশের একটি বাংলাদেশ -
তারপরেও তাদের রেমিটেন্স প্রেরণের ৪ নাম্বার দেশ এই দেশ।
অথচ এখনো ভাঙ্গা রাস্তা নিয়ে, বেকার সমস্যা নিয়ে, ঊর্ধ্ব দ্রব্যমূল্য নিয়ে
বাস করা অজস্র সহায় সম্বলহীন জনগোষ্ঠী;
যাদের কখনই জানা হল না কিসের বিনিময়ে কি নিয়ে যাচ্ছে অবলীলায়।

হ্যাঁ, আমরাও যাই ওই দেশে -
কখনো দল বেঁধে, কখনো বা একেলা
কখনো প্রধানমন্ত্রী, কখনো বা আমলা।
হাসি মুখে কথা বলি, কখনো বা ছবি তুলি
তাদের হির্সায় সাইন করি, নিজের হির্সার কথা ভুলি।

ভারত কথা দিয়েছে অনেক, কিন্তু রাখেনি একটিও,
তারা কখনো কিছুই ফিরিয়ে দেয় নি, দিবেও না
তারপরেও তারা আসবে, নিয়ে যাবে
আমরাও যাব, দিয়ে আসব;
একটাই কারণ -
কারণ তাদের কাছে আছে ক্ষমতা প্রদানের ক্ষমতা।সেই কবে ফারাক্কায় বাঁধ দিল তারা
এর পর থেকে কত উত্তাল, প্রমত্তা নদী হল বিলীন
ফসলী জমি নির্ফসলা হল, বর্ষায় বন্যা আর খরায় হয় মরুভূমি
কত সরকার এলো গেলো
কিন্তু ফারাক্কার সমাধান আজও হয়নি করা;
৫৭ বৎসর প্রতীক্ষায় আছি।

২০১৫ সালে পদ্মার ইলিশ খেয়ে মমতা দি বলেছিলেন
''তিস্তা নিয়ে চিন্তা করবেন না''
আশায় বুক বেঁধেছিলাম
তারপর আশায় গুড়েবালি দিয়ে বললেন তার রাজ্যের স্বার্থই নাকি আগে -
আশাহত হলাম, কথা রাখেনি ভারত।

ফ্রি ট্রানজিট পেলো, বন্দর পেলো
বিনা শুল্কে পণ্য আমদানির অনুমতি পেলো
দাদা রা হেসে হেসে এসে, নিয়ে গেল অনেক কিছুই।
কিন্তু কিন্তু সেই তিস্তা, সেই ফারাক্কা, সেই শুল্কের হিসাব
আজও তারা বুঝিয়ে দিল না।

মানচিত্রে অতি নগণ্য এই দেশ
ভারতের সাথে বাংলাদেশ যেন বিশাল জাহাজের সাথে বাঁধা কোষা,
দরিদ্রতম দেশের একটি বাংলাদেশ -
তারপরেও তাদের রেমিটেন্স প্রেরণের ৪ নাম্বার দেশ এই দেশ।
অথচ এখনো ভাঙ্গা রাস্তা নিয়ে, বেকার সমস্যা নিয়ে, ঊর্ধ্ব দ্রব্যমূল্য নিয়ে
বাস করা অজস্র সহায় সম্বলহীন জনগোষ্ঠী;
যাদের কখনই জানা হল না কিসের বিনিময়ে কি নিয়ে যাচ্ছে অবলীলায়।

হ্যাঁ, আমরাও যাই ওই দেশে -
কখনো দল বেঁধে, কখনো বা একেলা
কখনো প্রধানমন্ত্রী, কখনো বা আমলা।
হাসি মুখে কথা বলি, কখনো বা ছবি তুলি
তাদের হির্সায় সাইন করি, নিজের হির্সার কথা ভুলি।

ভারত কথা দিয়েছে অনেক, কিন্তু রাখেনি একটিও,
তারা কখনো কিছুই ফিরিয়ে দেয় নি, দিবেও না
তারপরেও তারা আসবে, নিয়ে যাবে
আমরাও যাব, দিয়ে আসব;
একটাই কারণ -
কারণ তাদের কাছে আছে ক্ষমতা প্রদানের ক্ষমতা।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:১৫

কাইকর বলেছেন: আহা...মনের কথা কবিতার মাধ্যমে তুলে ধরেছেন।

২৯ শে মে, ২০১৮ রাত ১২:২৮

নিউটনিয়ান বলেছেন: ধন্যবাদ

২| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:২৫

মিজান.ঢাকা বলেছেন: দারুন।

২৯ শে মে, ২০১৮ রাত ১২:২৮

নিউটনিয়ান বলেছেন: ধন্যবাদ

৩| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৫

সনেট কবি বলেছেন: সুন্দর

২৯ শে মে, ২০১৮ রাত ১২:২৯

নিউটনিয়ান বলেছেন: ধন্যবাদ

৪| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: দাদারা তো কথাই দেয়নি।

২৯ শে মে, ২০১৮ রাত ১২:২৯

নিউটনিয়ান বলেছেন: তাও একটা কথা

৫| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সব দোষ দাদাদের দিয়ে লাভ আছে???
পা-চাচা বাহিনী কি নিষ্পাপ শিশু??X(

অধিকার কেউ কাউকে দেয় না, ওটা আদায় করে নিতে হয়!!!

২৯ শে মে, ২০১৮ রাত ১২:৩১

নিউটনিয়ান বলেছেন: দাদাদের দোষ না, দাদারা তো দাদাদের ভালো দেখবেই। কিন্তু দোষের হল আমরা আমাদের ভালো দেখতেছিনা। আমরা অধিকার আদায় করে আনতে পারতেছিনা।

৬| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৫৭ বছর কেটে গেল কেউ কথা রাখে নি- বলতেই পারি!
আত্ম স্বত্ত্বা বিস্মৃত ক্ষমতালোভী কীটেদের মাথা নতজানুতায়
বারবার হেরে যায় বাংলা
সেই ১৭৫৭ থেকে মীর জাফর ঘসেটি থেকে বর্তমান
অন্ধকারে ক্ষমতার নেশায় ষড়যন্ত্র
আমজনতাকে বোকা বানিয়ে
কথার ফলঝুড়ি
মিথ্যা আর ত্রাসে সত্য লুকায় শূন্যতায়

জাগো বাহে! কুনঠে সবাই!
মাথায় হাত বুলীয়ে জমি সই করে নিচ্ছে গো!
বলি মিনসে কি হুশ হারিয়েছেন? ধাক্কা চাই প্রচন্ড ধাক্কা!
ইয়াবা বদিরা সাধূ সাজে আমজনতা ক্রশফায়ারে
হুশ ফিরবে কবে? নিশানায় পড়লে পরে!!!

জাগো বাহে ! কুনঠে সবাই !


২৯ শে মে, ২০১৮ রাত ১২:৩২

নিউটনিয়ান বলেছেন: জব্বর বলেছেন। হুঁশ আমাদের আর কিসে হবে। এত সহনশীল জাতি আর দেখি নি ভাই।

৭| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৩৮

ব্লগার_প্রান্ত বলেছেন: আজকের নয়া দিগন্তে এবনে গোলাম সামাদের কলামটা পড়তে পারেন

২৯ শে মে, ২০১৮ রাত ১২:৩৯

নিউটনিয়ান বলেছেন: লিঙ্ক খুঁজে পাই নি

৮| ২৭ শে মে, ২০১৮ রাত ১:৩৪

শহীদ আম্মার বলেছেন: দাদারা কথা রাখবেন কি করে? দাদাদের সাথে যারা কথা চালাচালি করে তারা পৃথিবীর অন্য কোন দেশে ঝাড়ুদারের চাকুরীও পাবেনা। কিছু তৃণভোজী অমেরুন্ডী প্রাণী এদেশের স্বার্থ দেখার দ্বায়িত্বে নিয়োজিত।

২৯ শে মে, ২০১৮ রাত ১২:৩৩

নিউটনিয়ান বলেছেন: সেটাই যে জাতির দুর্ভাগ্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.