নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তায় কখনো যানজট হয় না।
পুলিশ কখনো ঘুষ খায় না।
নেতারা উল্টা দিক দিয়ে যাতায়ত করে না।
রাস্তা বন্ধ করে ভিআইপি রা চলাচল করে না।
রাস্তা ঘাটে কেউ গাড়ি থেকে চাঁদা তোলে না।
লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালায় না।
অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে লাইসেন্স দেয়া হয়।
সবাই ট্রাফিক সিগনাল মেনে চলে।
বেপরোয়া ভাবে কেউ গাড়ি চালায় না।
অনুপযুক্ত বয়সের কেউ গাড়ি ধরেও না।
ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় নামে না।
সড়ক দুর্ঘটনায় কেউ আহত বা মারা যায় না।
যদি কেউ মারা যায় কিংবা আহত হয় সরকার খুব দুঃখ প্রকাশ করে ও কঠোর পদক্ষেপ নেয়।
যাত্রী খুব নিয়মতান্ত্রিকভাবে উঠানো নামানো হয়।
গাড়ি ভাড়া খুব সহনীয় থাকে।
ফুটপাত শুধুমাত্র পথচারীদের জন্য সংরক্ষিত থাকে।
রাস্তার দু-ধারে কোনো দোকানপাট বা গাড়ি দাঁড়ানো থাকে না।
এম্বুলেন্স, ফায়ার সার্ভিসের চলাচলে কোনো বিঘ্ন হয় না।
মানুষ সময়মত, নিরাপদে, শান্তিপূর্ণভাবে যাতায়ত করতে পারে।
০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩২
নিউটনিয়ান বলেছেন: আমরা মিথ্যের মাঝে এমনভাবে ঢুকে গিয়েছি যে সত্যটাও সত্য বলে বিশ্বাস করি না। নিজের চোখে দেখলেও তা ভ্রম মনে হয়।
২| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩৮
ইব্রাহীম আই কে বলেছেন: আমি একটা যোগ করিঃ
নেতাকর্মীরা পাবলিক বাসে চড়ে বেড়ায়
০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩৯
নিউটনিয়ান বলেছেন: যোগ করার আরো সত্যি আছে
৩| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪১
হাসান কালবৈশাখী বলেছেন:
গুজবে ধরা খাইয়া োোন্দে বাশ হাতে হারিকেন ধরা নিয়া এখন উদ্ভ্রান্ত প্রলাপ।
০৮ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:১৪
নিউটনিয়ান বলেছেন: কি বলেন এত প্রসংশা করলুম।
৪| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪২
জাহিদ অনিক বলেছেন: নাম বলবো না, রুই কাতলাদের একজন বলেছেন যে, মন্ত্রী এম্পিদের অনেক কাজ থাকে, জরুরী কাজ। তাদের অনেক মিটিং থাকে। রাস্তায় জ্যাম থাকলে তাঁরা উলটো পথে যেতেই পারেন, তখন পুলিশ আটকাবে না
০৮ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:১৫
নিউটনিয়ান বলেছেন: এটাই আমাদের মন্ত্রী এম্পিদের সমাধান। স্থায়ী কোনো সমাধানের বুদ্ধি আমাদের বিজ্ঞ এম্পি মন্ত্রীদের মাথায় আসে না।
৫| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৪৬
ঈশ্বরকণা বলেছেন: মাইকটা আনি আগে I এই পুন্য কথাগুলো খালি মুখে আকাশে বাতাসে ছড়িয়ে দিতে কেমন যেন লজ্বা লজ্বা করছে !
০৮ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:১৬
নিউটনিয়ান বলেছেন: ছড়িয়ে দিন
৬| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: কে সত্য বলে, কে মিথ্যা বলে দ্বিধায় পড়ে যাই।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৮
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আজব দেশে কোনটা গুজব আর কোনটা বাস্তব সেটাই বুঝতে পারি না।