নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'\'অসাধারণ পৃথিবীতে একজন সাধারণ মানুষ\'\'

নিউটনিয়ান

নিজেকে সংজ্ঞায়িত করার কোনো সংজ্ঞা জানা নাই।

নিউটনিয়ান › বিস্তারিত পোস্টঃ

\'\'কত যে মৃক্তু\'\'

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

কত যে মৃক্তু চারিদিকে
প্রতিদিন মৃক্তুর খবর আসে কতভাবে।
পত্রিকার পাতায়
বেতারের বার্তায়
দূরদর্শনের পর্দায়
ফেইসবুক, টুইটারের পোস্টে
রাস্তায় চলার পথে
চা এর দোকানে কিংবা অফিসে
অথবা দূরালাপনির মাধ্যমে কোন প্রিয়জনের।

মৃক্তু;
কত রকম যে হতে পারে!
বার্ধক্য জনিত মৃক্তু
দুরারোগ্য ব্যাধিতে মৃক্তু
যুদ্ধ করতে গিয়ে মৃক্তু
যুদ্ধের ফাঁদে পড়ে অগণিত মৃক্তু
সন্ত্রাসী হামলার শিকার হয়ে মৃক্তু
দুর্ঘটনায় পড়ে মৃক্তু
শত্রুর ক্রোধের শিকার হয়ে মৃক্তু
ধর্ষকের হাতে ধর্ষিতার মৃক্তু
অপহরণকারীর হাতে অপহারিতের মৃক্তু
আপন হাতে আপনার মৃক্তু।

মৃক্তু;
কতকটা স্বাভাবিক, কতকটা অস্বাভাবিক
মানুষ মরণশীল, এটাই যে ধ্রুব সত্য।
কিন্তু, মৃক্তু চাই না রণাঙ্গনে
চাইনা কারো হাতে যাক কারো প্রাণ
চিকিৎসার অবহেলায় না হোক অকাল প্রয়াণ।

মৃক্তু;
চাই, হোক স্বাভাবিক।
চাই, যে দিয়েছে প্রাণ
তার হাতেই হোক প্রাণের অবসান।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: কিছু বুঝলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.