নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'\'অসাধারণ পৃথিবীতে একজন সাধারণ মানুষ\'\'

নিউটনিয়ান

নিজেকে সংজ্ঞায়িত করার কোনো সংজ্ঞা জানা নাই।

নিউটনিয়ান › বিস্তারিত পোস্টঃ

চাপ

০৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩৬


কথাটা ভালো করে শিখতে পারে নি
হাঁটার ভারসাম্যটুকু ভালো করে আসে নি
ঠিক তখনই পিঠে চাপিয়ে দিলে বই এর বোঝা
বর্ণমালা শেখাতে পাঠিয়ে দিলে নার্সারিতে।

সেই থেকে চাপ শুরু -
ভালো স্কুলে ভর্তির চাপ
ভালো স্কুলে ভর্তির কোচিং এর চাপ
ভালো রেজাল্টের চাপ
ক্রমিক নং প্রথম থাকার চাপ
সহপাঠির থেকে এগিয়ে রাখার চাপ
স্কুলে পড়া দেয়ার চাপ
শ্রেণী শিক্ষকের কাছে প্রাইভেটের চাপ
ঘরে টিউটরের চাপ
বহিরাগত শিক্ষকের কাছে টিউশনির চাপ
খারাপ রেজাল্ট করলে চাপ
ভালো করলে আরো ভালো করার চাপ
ভালো জায়গায় চান্স পাওয়ার চাপ
অবশেষে ভালো চাকরি পাবার চাপ।

চাপে চাপে স্ফীত আজকের প্রজন্ম
যারা কখনো পায় নি চিন্তা করার অবসর
যারা কখনো ভাবতে শেখেনি আসলে সে কি চায়
শত চাপের বোঝায় তার চিন্তা শক্তি হয়েছে ক্ষীণ
ভুলে গিয়েছে তার চাওয়া বলতে যে কিছু থাকতে পারে।

শিক্ষাকে আনন্দদায়ক না করে
বানিয়ে দিলে যুদ্ধক্ষেত্র।
বর্ণমালা শেখাও, ‘অ’ তে অসি আর ‘ক’ তে কামান দিয়ে
আজ ‘আ’ তে আমটি আমি খাব পেড়ে বল না
বলঃ ‘আ’ তে আমি হব সবার সেরা।

আজ এদেরকে সবার সেরা বানাতে ফেলে দাও চাপের মুখে;
আজ আত্মহত্যা মহাপাপ বলে
না হলে দেখতে কত শিক্ষার্থীর আত্মপ্রয়ান।
জৈবিক মৃক্তু না হলেও
আত্মিক মৃক্ত ঠিকই হচ্ছে,
যে মৃক্তু জৈবিক মৃক্তু থেকেও ভয়াবহ।







মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:১২

চাঁদগাজী বলেছেন:


পরিবারদের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, সরকারের লোকেরা বাণিজ্য করছে; ক্লাইভ উহার বংশধরদের রেখে গেছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

নিউটনিয়ান বলেছেন: মানবিকতার সাথে বাণিজ্য চলে না।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪১

আকিব হাসান জাভেদ বলেছেন: চাপ বেড়েছে মাথার উপর
রাখতে হবে বোঝা
না হয় আমি কেমনে হবো
সর্ব কালের সেরা ।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

নিউটনিয়ান বলেছেন: এভাবে সর্বকালের সেরা হওয়া যায় না। নিউটন, আইনস্টাইনরা স্কুল পালিয়েছিল, কিন্তু তারা আজ সর্বকালের সেরা।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: একটা সন্তান পৃথিবীতে এনে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

নিউটনিয়ান বলেছেন: মনে হচ্ছে সন্তানকে পৃথিবীতে আনার কারণই হচ্ছে বাবা মায়ের হাজারটা অপূরণীয় স্বপ্ন পূরণ করানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.