নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'\'অসাধারণ পৃথিবীতে একজন সাধারণ মানুষ\'\'

নিউটনিয়ান

নিজেকে সংজ্ঞায়িত করার কোনো সংজ্ঞা জানা নাই।

নিউটনিয়ান › বিস্তারিত পোস্টঃ

B2B2B (ব্লু ব্যান্ড কল্ - প্ল্যান বি - বোট)

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২১

মাহি বি চৌধুরী, 'ব্লু ব্যান্ড কল' নামে একটা সংঘটন গড়েছিলেন। যার উদ্দেশ্য ছিল গতানুগতিক রাজনীতির ধারার বাহিরে গিয়ে নতুন ধারার রাজনীতি শুরু করা, রাজনীতি বিমুখ তরুণ সমাজকে রাজনীতিতে ফিরিয়ে আনা, রাজনীতিতে ভায়োলেন্স ত্যাগ করা, ও সততার রাজনীতি ফিরিয়ে আনা। তাদের আরো অনেক আইডিয়া ছিল যা আমারও ভালো লাগত। অনেক তরুণই, এতে সাড়া দিয়েছিল। ২০১২ সালে ধানমণ্ডিতে এদের একটা ক্যাম্পেইন হয়েছিল। কিন্তু পুলিশ শান্তিপূর্ণ ওই ক্যাম্পেইনে কাউকে দাঁড়াতেই দিল না। বিরোধী দলও ঐ সময় এদের পক্ষে কিছু বলে নাই, কারণ বিকল্প রাজনীতি তাদের জন্যও থ্রেট। সবাই যার যার স্বার্থটাই আগে দেখে।

যাই হোক, এই 'ব্লু ব্যান্ড কল' এর ক্লোনই হচ্ছে প্ল্যান-বি। এর আইডিয়া নিয়েই মাহি প্ল্যান বি শুরু করে, যাতে তরুণ সমাজের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক ব্যাক্তিত্ব ও সুশীল সমাজকে অন্তর্ভুক্ত করতে লাগল। উদ্দেশ্য একই, বিকল্প ধারার রাজনীতি।

মাহি বি চৌধুরী সবসময়ই সরকারের বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিবাদী ছিলেন। আর আওয়ামীলীগের সমালোচনা তো আছেই। তাও ঠিক আছে, প্ল্যান বি যেহেতু গতানুগতিক রাজনীতির বিরোধী।

কিন্তু সেই ব্লু ব্যান্ড কল্, সেই প্ল্যান বি এর মাহি প্ল্যান বোট এর মাঝি। সুতরাং যে লাউ সে কদু। ঘুরে ফিরে বটর তল, সে প্ল্যান 'এ' তেই তার মুখ থুবড়ে পড়তে হল। তাহলে তার এত দিনে বিকল্প ধারার চিন্তা ভাবনা কি বিফলে গেল?

যাই হোক, আওয়ামীলীগের প্রতি এতদিনের বিষোদাগার এর পরিসমাপ্তি হল। আর আওয়ামিলাগাররা মাহির প্রতি যে ক্ষোভ ছিল তারও ইতি ঘটল। এইতো কয়দিন আগেও ঐক্যফ্রন্টে যোগ দেয়ার গুঞ্জনে মাহিরে কি গাইল্লান টাই না গাইল্লাইলো। আর আজ!

যাই হোক বিষোদাগারের রাজনীতি আমাদেরও পছন্দ না। রাজনীতিতে সুস্থ ধারা বজায় থাকুক এটা নিয়েই আমাদের যত মাথাব্যাথা। কিন্তু নৈতিকতাটা থাকল টা কোথায়? আজ আমার বিপক্ষে হলেই সে ভালো মানুষ হলেও আমার শত্রু, আর পক্ষে হলে সে শত্রু খারাপ হলেও ভালো। কিন্তু ভালো কে ভালো আর মন্দ কে মন্দ আমরা বলতে শিখি নাই। আমার পক্ষে হলে ভাল, আর বিপক্ষে হলে খারাপ। এটাই হল নৈতিকতার স্খলন। আমরা নৈতিকভাবে শিরদাঁড়া করে দাঁড়াতে শিখব কবে?

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩০

জুনায়েদ বি রাহমান বলেছেন: দেশের সব রাজনৈতিক সংগঠনের নীতি আদর্শ সমান হয়ে গেছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪৩

নিউটনিয়ান বলেছেন: পরিবর্তনের কোনো লক্ষণও দেখা যাচ্ছে না

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৯

অনল চৌধুরী বলেছেন: সাম্প্রদায়িক বদমাশ বদরুর উপযুক্ত পুত্র মাইী।
ব্লু ব্যান্ড কল-বিজাতয়ি এই নামটা এদেশের কয়টা লোক বোঝে বা এটা কি কোন শ্রতিমধুর নাম
মাহি অার তার বউ চ্যানেল আই-তে চান্স ফিফটি-ফিফটি নামে যে অনুষ্ঠান করতো,সেটাও ছিলো বিজাতীয় সংস্কৃতির অনুসরণে।

বাপ-ব্যাটার রেল-লাইনের পাশ দিয়ে বিএনপি'র ধাওয়া খেয়ে প্রাণভয়ে পালানোর দৃশ্য কার কার মনে আছে?

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪৫

নিউটনিয়ান বলেছেন: ভাবছিলাম ভিন্ন কিছু করবে কিন্তু যেই লাউ সেই কদু

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:১৭

চাঁদগাজী বলেছেন:


মাহী চৌধুরী হলো তারেক থেকে নীচু ধরণের ডাকাত; তারেককে মাফিয়া বানানোর ১ম গুরু মাহী

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

নিউটনিয়ান বলেছেন: এমন মানসিকতায় এরা ভিন্নধর্মী রাজনীতির চিন্তা করে কিভাবে?

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

রাজীব নুর বলেছেন: সবাইকে অবাক করে দিয়ে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে- এই হইলো ঘটনা।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

নিউটনিয়ান বলেছেন: এ ব্যাপারে কিছু বলতে আমি একবারেই অপারগ। নো ইনফরমেশন এট অল।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

রাজীব নুর বলেছেন: সবাইকে অবাক করে দিয়ে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে- এই হইলো ঘটনা।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

আল ইফরান বলেছেন: চাঁদগাজী বলেছেন, .... তারেককে মাফিয়া বানানোর ১ম গুরু মাহী।

কঠিনভাবে সহমত।
সেইম কথাটাই হাওয়া ভবনের এক প্রাক্তন স্টাফ আমাকে বলছিলো। লন্ডনে যাইয়া পড়ছে আরেক বদমাইশ কামরানের হাতে। এইটা আর মানুষ হইবো না।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

নিউটনিয়ান বলেছেন: আসলে এমন রাজনীতি থেকে বের না হওয়া পর্যন্ত আমাদের মুক্তি নেই

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৪

অনল চৌধুরী বলেছেন: লুটপাট নিয়ে তারেক-মাহি দ্বন্দের কারণেই বদরু বিএনপি থেকে পদাঘাতপ্রাপ্ত হয়।
তবে তারেকও শিশু না।
খুনী বাপের খুনী ছেলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.