নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'\'অসাধারণ পৃথিবীতে একজন সাধারণ মানুষ\'\'

নিউটনিয়ান

নিজেকে সংজ্ঞায়িত করার কোনো সংজ্ঞা জানা নাই।

নিউটনিয়ান › বিস্তারিত পোস্টঃ

\'\'উই ডিমান্ডেড আওয়ার ফেয়ার শেয়ার\'\'

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭

''আমরা আমাদের ন্যায্য হিস্যা চাই'' বলে দাবি জানাইয়াছেন আমাদের রত্নগর্ভা, সোনার ছেলে ছাত্রলীগের উচ্চপদধারী নেতারা। তেনাদের এ চাওয়া সরাসরি। ঈদের খরচের জন্য তেনারা ৪৪৫ কোটি টাকা থেকে ৪-৬% দাবি করিয়াছেন জাবি উপাচার্য থেকে। তেনারা গণমাধ্যমে এটা তাহাদের ''ন্যায্য পাওনা'' বলে দাবি করিয়াছেন। সুতরাং এটাকে চাঁদাবাজি বলা যাইবে না।

''ন্যায্য হিস্যা'' চাচ্ছেন তেনারা। চাইবেনই তো, তেনারাই তো চাইতে পারেন। তেনারা যে জাতির রক্ষণাবেক্ষণ ও মেরামতের দায়িত্ব নিয়াছেন। তেনারাই তো জাতির সার্বভৌমত্ব রক্ষার একমাত্র ঠিকাদার। তেনারা যদি বখশিশ হিসেবে, ঈদের সেলামি হিসেবে দুই চারি শতাংশ দাবি করিয়া থাকে তাহাতে দোষের কি? জাফর ইকবাল সাব ওইদিনের প্রথম আলোতে ঠিকই বলিয়াছেন ''ছাত্রলীগের ছেলেদের শাস্তি দেয়া অন্যায়''। হ্যাঁ উনি যথার্থই বলেছেন, কারণ উনিও যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আরেক ঠিকাদার।

''ফেয়ার শেয়ার'' কেন চাইবে না? সমগ্র দেশব্যাপী যখন লুটপাটের মহাযজ্ঞ মেতে আছে, সবাই যার যার অবস্থান থেকে তার তার প্রাপ্য বুঝিয়া নিচ্ছে যেখানে জাতির ভবিষ্যৎ, আগামীর কর্ণধার, আগামীর নির্দেশক, পথ প্রদর্শক কচিকাচা, সোনামুখ, সোনার সূর্যসন্তানেরা যদি বঞ্চিত থাকে তাহা হইলে কি ''ফেয়ার শেয়ার'' হয়?

ইয়েস ''ইউ ডিসার্ভ ফেয়ার শেয়ার''। মুখে বলেছ দেয় নাই, সুতরাং লুটে নাও।

উৎসঃ ''The Daily Star'' 14/09/19 খবরের ভিত্তিতে

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: তারা ছাত্রলীগ করেই তো টাকার জন্য।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৭

নিউটনিয়ান বলেছেন: এটা ওপেন সিক্রেট

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:০১

জগতারন বলেছেন:
ছাত্রলীগের কারণে শিক্ষাব্যবস্থা আজ ধ্বংসের পথে।
প্রতিটা বিশ্ববিদ্যালয় এবং হলগুলো তাদের কাছে জিম্মি।
প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের টেন্ডার তারা নিয়ন্ত্রণ করে।
হলগুলোকে মাদকের অভয়ারণ্য তারা বানিয়েছে।
খোঁজ নিয়ে দেখুন প্রতিটা ভার্সিটির শিক্ষক এবং ছাত্ররা তাদের প্রতি কত বিরক্ত।
আর একদল ভার্সিটিতে পড়ে চামচা তৈরি হচ্ছে।
তাদের চোখে মুখে কবে সভাপতি হব, সেক্রেটারি হব?
এই আশায় চামচামি করতে থাকে।
মেরুদন্ডহীন ভার্সিটি প্রশাসনও তাদেরকে সাপোর্ট দিয়ে যায় নিজের গদি রাখার স্বার্থে।
তাই ভার্সিটির শিক্ষা ব্যবস্থা ভালো করার জন্য ছাত্র রাজনীতি বন্ধ করা জরুরি।


-- উপরের মন্তব্যটি আমার না; নাম না জানা এক ব্লগার-এর।
ভালো লাগলো তাই এখানে তুলে দিলাম।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৭

নিউটনিয়ান বলেছেন: হ্যাঁ বাস্তবিকই তাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.