নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাক ডেকে শেষ কবে অ্যালার্ম ছাড়া ঘুমিয়েছিলে?
শেষ কবে বিশ্রাম করেছ অবিরাম পূর্ণ অবকাশে?
যান্ত্রিক শহরের শুনশান নীরবতা শেষ কবে দেখেছিলে?
কোলাহল ভেদ করে পাখির কুজন শেষ কবে শুনেছিলে?
তুমি আজ বুঝেছ তুমিও মানুষ,
যন্ত্র নও
লাগামহীন রেসের ঘোড়া নও
তোমার শরীর ও মন একটু হাঁপ ছেড়ে বাঁচতে চায়
একটু নীল আকাশ দেখতে চায়
সমুদ্রের ঢেউ গুনতে চায়
একটু ধুলোর আবরণহীন সবুজ ঘাস দেখতে চায়
যান্ত্রিকতা এড়িয়ে পাখির কুজন শুনতে চায়।
অলস কর্মহীন বলে মন খারাপ করা নয়
এ সময় বৃথা নয়
এ যে নতুন চাঞ্চল্যে
নতুন উদ্যমে
নতুন করে শুরু করার জন্য জ্বালানি স্বরূপ।
কোয়ারেন্টাইন এমনিতেই মাঝে মধ্যে দরকার
মানুষ ও তার বাস করা ধরণীর আরোগ্যের জন্য।
পথের গর্ত ডিঙ্গতে যেমন একটু পিছিয়ে এসে গতি সঞ্চার করা লাগে,
তেমনি জীবনের বাধা ডিঙ্গোতে মাঝে মাঝে পিছু হটা লাগে।
রাত কখনো একা রাজত্ব করে না,
মেঘ কখনো চিরস্থায়ী ভাবে সূর্যকে ঢেকে রাখতে পারে না,
অন্ধকার সুড়ঙ্গের শেষ প্রান্তে আলোর দেখা মিলবেই
আলো আসবেই।।
২| ৩১ শে মে, ২০২০ রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০২০ রাত ৯:১১
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন ।