নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারো নেশা বিড়িতে কারো নেশা মদে,
গাঁজা হেরোইনের নেশায় কেউ আবার বুঁদ হয়ে থাকে।
চা-কফির নেশাও কিন্তু কম নাহি যায়,
জর্দা ছাড়া পানের নেশা মেটানো কারো দায়।
সোশ্যাল মিডিয়ার নেশা দেখি ফেসবুকে আর টিকটকে,
প্রদর্শনের নেশা দেখি গন্ডায় গন্ডায় সেলফিতে।
সর্বস্বান্ত হয়েও কারো জুয়ার নেশা ছাড়ে না,
লুচ্চামির নেশা যাদের দশ বিয়েতেও কাটে না।
প্রতারণার নেশা অনেকের শিরার শিরায় বয়,
মিথ্যা বলার নেশা কারো ঠোঁটের ডগায় রয়।
কারো আছে টাকার নেশা, কারো বা আবার খ্যাতির,
নেতা হবার স্বপ্নে বিভোর কারো নেশা রাজনীতির।
কারো নেশা মানবসেবা নিজেকে করে উৎসর্গ,
পরোপকারের নেশায় অনেকে বিলিয়ে দেয় সর্বস্ব।
ধর্মপ্রেমিক যারা আছে ইবাদতের নেশায় অবিচল,
সততায় দণ্ডায়মান যারা সত্যের নেশায় অটল।
কোন নেশা ভালো আর কোনটা খারাপ তা বোঝার নেশা করো,
যে নেশায় তোমার ও অন্যের মঙ্গল, সে নেশার পথ ধরো।
কবিতাঃ নেশা
কাব্যগ্রন্থঃ এবার তোরা মানুষ হ
পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় অনন্যা প্রকাশনীর ৩২ নং প্যাভিলিয়নে
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৭
এম ডি মুসা বলেছেন: আমার নেশা কবিতায় আর আমার স্বপ্নের বারান্দা তবে সবাই নেশায় আসক্ত, কেউ কারো প্রেমে কেউ টাকা কেউ টাকায়।
কেউ বাড়ি গাড়ি , কেউ নারী, কেউ আবার সুখের, কেউ আবার শয়তানিতে।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১১
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার কবিতা...
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:০৫
নজসু বলেছেন:
সত্যি সুন্দর লাগলো।
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।