নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২| ০১ লা নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একমত নই। শেখ হাসিনার আমলে যা খুশি তাই লিখতে ভয় ছিল। লেখার পর মুছে ফেলতে হতো ভয়ে। এখন যা খুশি তাই লিখতে ও বলতে পারি।
৩| ০১ লা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০০
আমি নই বলেছেন: আপনার পোষ্ট মানেই কি প্রমানছারা অভিযোগ।
বিনয়ের সাথে জানতে চাই ভিন্নমত বা দ্বীমত প্রকাশের জন্য কোথায় খুনের মামলা বা রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে? দুই একটা প্রমান দ্যান।
তবে, ভিন্নমত বা দ্বীমত প্রকাশের জন্য গত সরকারের আমলে ১০ বছর কারাদণ্ডের খবরও আছে। দন্ডপ্রাপ্ত ব্যাক্তি ফেসবুকে লিখেছিলেন "আওয়ামী শব্দটি আইয়াম শব্দ থেকে এসেছে। যার অর্থ অন্ধকার, কুসংস্কার আর লীগ অর্থ দল। আওয়ামী লীগ অর্থ অন্ধকারে দল।" এই দুইতিন লাইন লেখার জন্য তাকে ১০ বছর কারাদন্ড দেয়া হয়েছে।
সুত্রঃ https://www.bbc.com/bengali/news-60121810
https://www.prothomalo.com/bangladesh/district/আওয়ামী-শব্দের-অর্থ-বিকৃত-করে-ফেসবুকে-পোস্ট-তরুণের-১০-বছরের-কারাদণ্ড
৪| ০১ লা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৭
বিষাদ সময় বলেছেন: আওয়ামীলীগ আমলে স্বাধীনভাবে ভিন্ন মত প্রাকাশের পরিণতি ছিল ভয়ঙ্কর। এখন স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশের জন্য আপনাকে লাঞ্ছিত করা হতে পারে বা কোন কোন ক্ষেত্রে এর চেয়ে কিছু বেশি শাস্তি, পার্থক্য এটুকুই। বর্তমানে বেশিরভাগ মিডিয়া সেল্ফ সেন্সরশীপ বা আগের আমলের মতো কে কত বড় দালাল তা প্রমাণের জন্য মরিয়া হয়ে গেছে। বিটিভির অবস্থান ঠিক একই আছে এই প্রতিষ্ঠানটির মধ্যে ন্যুনতম পরিবর্তন হয়নি ।
তোষামোদি আর পনের বছরের ফ্যাসিস্ট তসবির বাইরে এ দেশের কোন মিডিয়া থেকে এখনও কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। খবরের পেছনের খবরের জন্য বিবিসি বা অন্য কোন বিদেশী সংবাদ মাধ্যমের উপর এখনও নির্ভর করতে হচ্ছে।
৫| ০১ লা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৬
জ্যাকেল বলেছেন: আমার এখানে কম্পিউটারে ফটো, দলিল নিয়ে কাজ করে এইরকম হিন্দু একটা ছেলেকে এলাকার কমিশনারের লোকেরা এসে শাসিয়ে গিয়েছিল যে সরকারের সমালোচনা করে কিছুই লেখা যাবে না। লিখলে ডান্ডা মেরে ঠান্ডা করে ১৪ শিকের ভেতরে ভরে রাখবে।
এই হইল আওয়ামীলীগ আমলের মত প্রকাশের স্বাধীনতা।
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪২
সৈয়দ কুতুব বলেছেন: আপনার সাথে দ্বিমত প্রকাশ করছি! আওয়ামী শাসন আমল এক যুগের বেশি সময় ধরে ছিলো এবং তাদের আমলে প্রচুর ব্লগার কে বিদেশ চলে যেতে বাধ্য করা হয়েছে। যারা দেশে ছিল তাদের কে নিরাপত্তা দিতে ব্যর্থ ছিলো শেখ হাসিনার সরকার। তখন হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যারা বলতো তাদের বাড়ি ছেড়ে অন্য জায়গায় পালাতে হত। এই যে ঘৃণার চাষ করে গেছে সমাজে এই রোগ এত তাড়াতাড়ি সারবে না। যারা হাসিনা কে উৎখাত করেছে তারা প্রতারণার আশ্রয় নিলেও দেশ কে হাসিনার কবল থেকে মুক্তি করেছে।