নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের আমি একজন নবাগত সদস্য। এই কিছুক্ষন আগে আমার এ্যাকাউন্টটি ওপেন করেছি। তবে এই ব্লগের বন্ধুদের লেখা পড়ছি অনেক দিন যাবৎ। কিন্তু কখনও এ্যাকাউন্ট ওপেন করার কথা মনে হয়নি।২০১৩ সালের এই শেষ দিনে এসে কি যে হলো আমার!
অফিস শেষ করে ডাকবাংলোতে ফিরেই হলো-আমিওতো ব্লগে লিখতে পারি।যেই ভাবনা সেই কাজ। বসে গেলাম এ্যাকাইন্ট ওপেন করতে।কয়েকবার চেষ্টা করার পর অবশেষে সফল হলাম।
যা হোক, আমার পক্ষ থেকে এই ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।কি লিখছি, কেন লিখছি, কিছুই জানিনা; তবু লিখছি তো! এটাই আমার কাছে বড় প্রাপ্তি। ২০১৩ সালের বিদায় বেলায় এই ব্লগে আমার লেখার যাত্রা শুরু হোক একটা কবিতা দিয়ে. কি বলেন সবাই.
দিন যায়....
একেকটা দিন যায়, আর শুধু মনে হয়,
এর নাম জীবন, এই জীবনের জন্য এতকিছু, এত আয়োজন;
মানুষে-মানুষে এত বন্ধুত্ব,এত পরিচয়,
সবকিছুই কেন যেন বৃথা মনে হয়...
শুধু আশা নিয়ে বাচি, এই বন্ধুত্ব,এই সম্পর্ক,
এই ভালবাসা যেন সময় ঘড়িতে অক্ষয় হয়ে রয়...
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১২
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম লেখায় প্রথম মন্তব্য ও ভাল লাগা।